জমি পরিমাপের যন্ত্রপাতি যেভাবে সংগ্রহ করবেন || How to Collect Land Survey instrument in BD

Описание к видео জমি পরিমাপের যন্ত্রপাতি যেভাবে সংগ্রহ করবেন || How to Collect Land Survey instrument in BD

জমি পরিমাপের বা সার্ভেয়ার (আমিন) দের সকল প্রকার যন্ত্রপাতির দাম ও প্রাপ্তিস্থান :-

ঢাকার মধ্যে বেশ কয়েকটি দোকান ও স্থান হতে সরাসরি এবং ঢাকার বাহিরে সারা বাংলাদেশের যে কোনো জেলা - উপজেলাতে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন। বিস্তারিত নিচে দেয়া আছে।

মোবাইলঃ 018324-21046 ( রিমন স্যার)

যন্ত্রপাতি যেভাবে সংগ্রহ করবেনঃ

ঢাকা ও ঢাকার বাহিরে যে কোন উপজেলাতে ২-৩ কর্মদিবস এর মধ্যে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যন্ত্রপাতি নিতে পারবেন। নিয়মাবলি নিচে দেয়া আছে।

ঢাকা সিটিতে ও জেলা সদরে ক্যাশ অন ডেলিভারি তে মালামাল নিতে পারবেন। এজন্য কুরিয়ার চার্জ ১০০ টাকা যা অগ্রিম দিয়ে কনফার্ম করতে হবে।

❖ ঢাকার বাহিরে যেভাবে যন্ত্রপাতি নিতে পারবেনঃ-

যারা ঢাকার বাহিরে থেকে নিতে চান যাদের পক্ষে ঢাকা আসা সম্বভ না। এই যন্ত্রপাতি গুলো ঢাকার বাহিরে খুবই কম পরিমাণে পাওয়া যায় এবং দাম ও তুলনামূলক বেশি । সবগুলো আইটেম এক দোকানে পাওয়া যায় না বললেই চলে, ফলে অধিকাংশ লোকেরা বাধ্য হয়ে ঢাকা এসে কিনে নিয়ে যান।
অনেকের পক্ষে ঢাকা এসে যন্ত্রপাতি কেনা খুবই কষ্টসাধ্য , সময় সাপেক্ষ ব্যাপার। তাদের জন্য সূবর্ণ সূযোগ আপনারা আপনাদের নিজ নিজ উপজেলা হতে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যন্ত্রপাতি নিতে পারবেন।
যেখানে ঢাকা আসলে যাতায়াত বাবদ আপনাদের অনেক টাকা ও সময় ব্যায় হতো তারা মাত্র ১০০ টাকা ডেলিভারি চার্জ দিয়ে নিশ্চিন্তে যন্ত্রপাতি সংগ্রহ করতে পারছেন।

সারা দেশের সব জেলা ও উপজেলা তে সুন্দরবণ কুরিয়ার অফিস রয়েছে। সুন্দরবন, পাঠাও কুরিয়ার, এস এ পরিবহন কুরিয়ার এ আমাদের বিজনেস মার্চেন্ট করা আছে।

❖ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যেভাবে অর্ডার কনফার্ম করবেনঃ-
প্রথমে ১০০ টাকা ডেলিভেরি চার্জ বিকাশ / রকেট করে অগ্রিম দিয়ে ফোন করে অর্ডার কনফার্ম করতে পারবেন।
বাকি টাকা যন্ত্রপাতি হাতে পাওয়ার পর কুরিয়ার অফিসে দিতে পারবেন।

তবে কেউ যদি ভরসা দেন চার্জ সহ যন্ত্রপাতি র দাম কুরিয়ার অফিসে দিয়ে নিয়ে যাবেন তাহলে নিতে পারবেন।

❖ অর্ডার করতে যা লাগবেঃ-

আপনার প্রয়োজনীয় যন্ত্রপাতির নাম , আপনার নাম, ঠিকানা ও মোবাইল নম্বর।

নিচের দেয়া যে কোনো একটি মোবাইল নম্বরে ফোন দিয়ে অর্ডার করবেন ।
যন্ত্রপাতি ২-৩ দিনের মধ্যে আপনার উপজেলা কুরিয়ার অফিসে চলে যাবে, কুরিয়ার অফিস হতে মেসেজ বা ফোন পাবেন।

❖যন্ত্রপাতি সংগ্রহের জন্য বা অর্ডার করতে যোগাযোগ ঃ

মোবাইল ঃ 📞 01811-811182 (bkash & Rocket & Nagad )

অথবা : 📞 01317-833396 (Bkash)

Bank payment ব্যাংক একাউন্ট পেমেন্ট :

👉 MD Rimon Khan
DBBL Bank Account no - 13710525909
Savar Branch.

Комментарии

Информация по комментариям в разработке