এ চ্যানেলটি হলো আমার প্রিয় গানের সংগ্রহশালা; প্রচলিত এবং আমার নিজের লেখা ও সুর করা গানগুলো দিয়ে বানানো মিউজিক ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করছি।
আমি, Sonabeej/সোনাবীজ (খলিল মাহ্মুদ) নিজেও গান লিখছি, সুর করছি এবং শুধু সুরগুলো ধরে রাখার জন্যই আমার নিজের কণ্ঠেই গেয়ে এগুলো ইউটিউবে শেয়ার করছি। আমি গানের শিল্পী নই, আমি মূলত কবি, গীতিকার ও সুরকার। কাজেই, আমার গাওয়া গানগুলোতে দয়া করে কেউ কণ্ঠশৈলী, উচ্চারণ-ত্রুটি বিচার করতে যাবেন না, বিচার করবেন আমার লিরিক ও সুর; এগুলো মৌলিক, বৈচিত্রময় ও আকর্ষণীয় কিনা। তাতে আপনাদের কোনো মতামত ও পরামর্শ থাকলে দয়া করে আমার উপকার ও উন্নতির জন্য তা জানাবেন।
এ গানগুলো ভবিষ্যতে প্রকৃত কণ্ঠশিল্পীদের দ্বারা গাওয়ানোর পরিকল্পনা রয়েছে আমার। আমার লেখা ও সুর করা কোনো গান কেউ গাইতে চাইলে খালি গলায় গেয়ে WAV/mp3 ফরম্যাটে [email protected]এ মেইল করুন। আপলোড করার যোগ্য হলে মিউজিক কম্পোজ করে ফটোমিক্স মিউজিক ভিডিও তৈরি করে আমার নিজস্ব চ্যানেলে আপলোড করা হবে।
অবশ্য, বাণিজ্যিক উদ্দেশ্য ছাড়া শুধু বিনোদন ও আনন্দের জন্য আমার গান যে-কেউ গাইতে ও শেয়ার করতে পারেন, সেটি আমার নিজের জন্যই বরং অনেক আনন্দের হবে এবং শিল্পীর প্রতি আমার অগ্রিম ধন্যবাদ ও কৃতজ্ঞতা থাকলো।
আমি, Sonabeej/সোনাবীজ (খলিল মাহ্মুদ)-এর লেখা ও সুর করা কয়েকটি গানের লিংক :
১। রাজকুমারী - ও আমার সহেলিয়া। • O amar Sohelia, tomake ajo bhuli ni |...
২। আমি এই শহরের পথে পথে হাঁটি। • Ami ei shohorer pothe pothe hati || L...
৩। এই যে নদী এঁকেবেঁকে গেছে বহুদূর। • Ei je nodi eke beke geche bohudur || ...
৪। শহরের অলিগলি, যত রাজপথ। • Shohorer oligoli, joto rajpoth || Lyr...
৫। যত চাই ভুলে যেতে। • Joto chai bhule jete || Lyric, Tune &...
৬। মাটির দেহ। • Ei matir deho mati e hoibo || Lyric, ...
৭। ঘরের মানুষ। • Ghorer manush || Lyric, Tune and Musi...
৮। মন তার আকাশের বলাকা। • Mon tar akasher bolaka || Lyric, Tune...
কেউ চাইলে লিরিক পাঠাতে পারেন। তবে এখনই তাড়াহুড়ো করে লিখে এখানে কমেন্টের ঘরে পোস্ট করার দরকার নেই। সময় নিন, ধীরে সুস্থে চিন্তা করে লিখুন। কথাগুলো সরল, সহজবোধ্য, বলামাত্রই শ্রোতা বুঝতে পারেন, এমন হতে হবে। ছোটো ছোটো লাইনে। ২ লাইনের মুখ/শুরু, এরপর ৩ + ৩ লাইনের দুটি অন্তরা। পর্বগুলো যেন ছোটো ছোট হয়, ২ বা ৩ পর্বের। কথাগুলো আধুনিক হতে হবে, অর্থাৎ, কবিতার পুরোনো রীতি পরিত্যাজ্য, উদাহরণ দিই - মম, তব, তরে, লাগি, ইত্যাদি বাদ দিয়ে লিখবেন। আমার সুর করা আপনার লিরিকের গানের কপিরাইট আমার। কিন্তু, আপনি সর্বত্র শেয়ার করতে পারবেন, তবে, কোথাও মানিটাইজ করতে চাইলে আমার অনুমতি নিতে হবে। আমি অনুমতি দিলে বা কোনো শর্ত দিলে সেটা মানিটাইজ করা যাবে।
--
সব শিল্পীর কণ্ঠে সব গানই সমান মাধুর্যময় হয় না। যে গানটি কোনো এক শিল্পীর কণ্ঠে আমার সবচাইতে বেশি ভালো লাগে, আমি সাথে সাথে সেটা নিজের সংগ্রহে নিয়ে নিই। এ ছাড়া, বিরল এবং পুরোনো গান, যেগুলো হারিয়ে যাওয়ার পথে, এবং জনপ্রিয় সুরেলা গানগুলো আমি আমার সংগ্রহে তুলে রাখি। এভাবে, সেই রেডিও-অডিও-ক্যাসেট যুগ থেকে শুরু করে বহুবছর ধরে আমি আমার প্রিয় গানের একটা সংগ্রহশালা গড়ে তুলেছি। অডিও গানগুলোকে ফটোমিক্স কিংবা ভিডিও-ফটোমিক্স করে মিউজিক ভিডিও আকারে ইউটিউবে শেয়ার করছি।
এখানে উল্লেখ্য যে, যে-সব গানের একাধিক ভার্সন পাওয়া যায়, সেগুলোর মধ্য থেকে আমি সাধারণত সেরা ভার্সনটাই আমার সংগ্রহে রাখি; একাধিক উন্নত মানের ভার্সন হলে সবগুলোই আমার সংগ্রহে রেখে দিই। যে-সব গানের অডিওতে ত্রুটি রয়েছে, সেগুলো সংশোধন করার চেষ্টা করি। অনেক চ্যানেল থেকে সেরা মানের অডিও নিয়ে থাকি এবং ভিডিওতে তাদের নাম উল্লেখ করে দিই; ভুলবশত বাদ পড়ে গেলে, আমাকে সূত্রসহ মনে করিয়ে দিলে মন্তব্যের ঘরে তাঁর/তাঁদের নাম জুড়ে দিব।
আমি গান খুব ভালোবাসি। সবসময় গান শুনতে ভালো লাগে। শুধু গানের ভেতর ডুবে থাকতে সাধ হয়। ফটোমিক্স-ভিডিওমিক্স মিউজিক ভিডিও নির্মাণ আমার খুব প্রিয় শখের একটা। বস্তুত, এটা আমার নেশার মতো। এ কাজটি আমাকে ক্রিয়েটিভিটির নির্মল আনন্দ দান করে।
সংগৃহীত এসব গানের সর্বস্বত্ব ও কৃতিত্ব এগুলোর মূল নির্মাতাদের কাছেই গচ্ছিত ও সংরক্ষিত। বাণিজ্যিকি কোনো উদ্দেশ্য নয় - গান, ছবি, কবিতা, এসব ভালো লাগে বলেই নিজের করে নিজের সংগ্রহে রাখি এবং অন্যদের সাথে শেয়ার করি। কারো কোনো আপত্তি থাকলে দয়া করে জানালে সেটা রিমুভ করবো কিংবা 'প্রাইভেট' করে নেয়া হবে।
গানের প্রতি আমার দরদ থেকেই এসব করছি। এসব গানের ছবিগুলো ইন্টারনেট থেকে নেয়া, কিছু ছবি আমার ফেইসবুক ফ্রেন্ড ও বন্ধুবান্ধবদের কাছ থেকে নেয়া; কিছু ছবি ও ভিডিও আমার নিজের করা। কিছু কিছু ভিডিওর জন্য জনপ্রিয় ছায়াছবির ভিডিও ফুটেজ বা জনপ্রিয় মিউজিক ভিডিও ব্যবহার করেছি; ওগুলো দিয়ে গানের একটা গল্প বা ভিজুয়ালাইজেশন তৈরি করার যথাসাধ্য চেষ্টা করা হয়েছে; তবে, মাঝে মাঝে নিছক একঘেঁয়ামি এড়ানোর জন্য, কিংবা ফান করার উদ্দেশ্যে এসব ছবি বা ভিডিও যোগ করা হয়েছে।
আমি দাবি করছি যে, আমার বানানো মিউজিক ভিডিওতে গান সম্পর্কে সংশ্লিষ্ট অনেক তথ্য যোগ করে থাকি, যা সচরাচর অন্যাম্য চ্যানেলে দেখা যায় না। এগুলো ভিডিওর ভেতরে, সাধারণত ২০ সেকেন্ড পর থেকেই দেখা যাবে। গীতিকার, সুরকার, শিল্পীর নাম পাওয়া না গেলে সেটিও আমি উল্লেখ করে থাকি।
বিনত ফুটনোট : এটা একান্তই শৌখিন চ্যানেল, এতে অর্থ উপার্জনের কোনো সম্পৃক্ততা নেই, অর্থাৎ, এ চ্যানেলটি 'মানিটাইজ্ড' করা নয়।
Copyright belongs to the original creators/producers/up-loaders. All credits deserved by them. If anyone has any objection, may please notify me; those videos will be removed/made 'private'.
Kind Footnote : This is a purely amateur channel, ie, this channel is not monetized.
Информация по комментариям в разработке