গুটিয়া মসজিদ বরিশাল I বাইতুল আমান জামে মসজিদ গুটিয়া I GOTIYA MASJID BARISAL I Arafat Vlog (01)
Welcome To
"Mr_Arafat Youtube Channel"
I'm A Bangladeshi
I Make Tours & Vlogs.
So Guys If You Like My Videos Then Please Subscribe My Youtube Channel & Press The Bell Icon For All The Latest Updates.
Thank you so much !
#vlog #vlogs #vlogger #firstvlog #masjid
#Guthia #BaitulAmanJameMASJID
Guthia Mosque, is located about 11 kilometers away from Barisal town in Chagunuria village of Guthia union of Wazirpur thana. On 16 December 2003, the resident of Guthia Union of Ujirpur, S. Sarfuddin Ahmed Santu started privatizing the construction of the Baitul Aman Jamjamsjid-Eidgah Complex on 14 acres of land, privately, in front of his house. The construction of the Jami Mosque-Eidgah Complex was completed in 2006 in the tireless work of about 210,000 workers. The pillar of the mosque has been made from the earth's holy places and the water of Zamzam. On October 20, 2006, the mosque was inaugurated by Moulana Shah Mohammed Mohibbullah Pir of Chahrishna Darbar Sharif. Since the inauguration of the mosque, innumerable visitors have gathered in the courtyard of the crowd.
বরিশালের গুঠিয়া মসজিদ বা বাইতুল আমান জামে মসজিদ প্রতিদিন সেখানে সমাগম হয় হাজার খানেক দর্শনার্থী , Baitul Aman Jame Masjid and Eidgah Complex, Guthia Mosque Barisal #masjid #guthiamasjid #barisal
বরিশাল শহরের নতুল্লাহ বাস স্টান্ড থেকে ১৫ কিমি. দক্ষিণ-পশ্চিমে বরিশাল-সরুপকটি রোডের পাশে উজিরপুল থানার গুটিয়া ইউনিয়নের চাংগুরিয়া গ্রামে রয়েছে বাইতুল আমান জামে মসজিদ।
গুটিয়া মসজিদ নামেই যার পরিচিতি। মসজিদটি নির্মাণ করেছেন উজিরপুরের গুটিয়া ইউনিয়নের বাসিন্দা এস সরফুদ্দিন আহমেদ সানটু। তিনি ২০০৩ সালে মসজিদটির তৈরি শুরু করেন।
২০০৬ সালে নির্মাণ শেষে মসজিদটি সর্বসাধারণের জন্য খুলে দেয়া হয়।
পুরো দক্ষিণ এশিয়ায় এটি অন্যতম বৃহৎ একটি জামে মসজিদ। মসজিদটির বাইরে পুরাতন মসজিদের যায়গা সংরক্ষনের জন্য একটি স্তম্ভ নির্মাণে ব্যবহার করা হয়েছে মুসলমানদের কাছে পবিত্র ও বরকতময় এমন বেশ কিছু জায়গার মাটি
যেমন- আরাফার ময়দান, নবীজির জন্মস্থান, মা হাওয়ার কবরস্থান, খলিফাদের কবরস্থান, কাবা শরিফ, মসজিদে রহমত, জাবালে রহমত, জাবালে নূর প্রভৃতির মাটি।
মসজিদ কমপ্লেক্সটি গড়ে উঠেছে ১৪ একর জমির ওপর। বর্তমানে এখানে মসজিদের সঙ্গে ঈদগাহ, এতিমখানা, কবরস্থান, রেস্টহাউস, পুকুর, হেলিপ্যাড, গাড়ি পার্কিং এরিয়া, ফুলবাগান, নার্সারি প্রভৃতি রয়েছে।
কমপ্লেক্সের মূল প্রবেশপথে ঢুকেই বাম দিকে ১৯৩ ফুট উচ্চতাবিশিষ্ট বিশাল মিনারসহ ২০ গম্বুজবিশিষ্ট মসজিদ। গোলাপি, সাদা, ক্রিম ও হলুদ রঙে তৈরি মসজিদটির সৌন্দর্য এক কথায় অপূর্ব।
মসজিদের প্রবেশপথের সামনে ফিরোজা এবং নীল রঙের মিশেলে টাইলস নির্মিত ২টি ফোয়ারা।
ভেতরে চার কোণায় চার গম্বুজের নিচে এবং উল্লেখযোগ্য স্থানগুলোয় শোভা পাচ্ছে আল কোরআনের বিভিন্ন ক্যালিগ্রাফি।
মাঝখানে কেন্দ্রীয় গম্বুজের চারপাশে বৃত্তাকারে সূরা আর রহমানের ক্যালিগ্রাফি। সুদৃশ্য দরজা, মহামূল্যবান ঝাড়বাতি, সিরামিক, গ্লাস, মার্বেল এবং গ্রানাইট পাথরে সজ্জিত মসজিদের অভ্যন্তর ভাগ।
মসজিদের ভেতর ৪০০ মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারেন এবং বাইরের অংশে আরও ৫০০০ মুসল্লি একত্রে নামাজ আদায় করতে পারেন।
মহিলাদের জন্যও পৃথক অংশে আছে নামাজ পড়ার ব্যবস্থা। এ ছাড়া সুবিশাল ঈদগাহ ময়দানটিতে একসঙ্গে ২০,০০০ লোকের ঈদের নামাজ আদায়ের ব্যবস্থা রয়েছে।
মসজিদটির ৪ পাশ, প্রবেশপথ ছাড়া সামনের পুরো অংশ, দুই পাশ এবং পেছনের পুরোটাজুড়ে নির্মাণ করা হয়েছে পরিখা। যা নিরাপত্তার পাশাপাশি সৌন্দর্য বর্ধনেও বিশেষ ভূমিকা রেখেছে। মসজিদের সামনেই শান্ত,
স্নিগ্ধ, স্বচ্ছ এক মনোরম পুকুর। পুকুরটিতে মধ্য দুপুরে পুরো মসজিদটির ছায়া প্রতিফলিত হয়ে এক অপূর্ব দৃশ্য সৃষ্টি করে। মোজাইক করা পুকুরের ওজুর ঘাটটি পুকুরটিতে যোগ করেছে এক অন্যরকম আভিজাত্য আর সৌন্দর্য।
একই সাইজের ২টি কাঠবাদাম গাছ ঘাটটিকে ছায়াময়, মায়াময় করে জড়িয়ে আছে যেন।
মসজিদের উত্তর পাশে আছে ২ তলা একটি ভবন। এখানে কমপ্লেক্সের অফিস, এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসা। পূর্ব
দক্ষিণ কোণে কবরস্থান। পেছনের অংশে হেলিপ্যাড এবং বাগান। কমপ্লেক্সজুড়েই অপরূপ সবুজের ছোঁয়া।
প্রায় একই উচ্চতার সারিবাঁধা নানা গাছ, পরিখায় রাজহাঁসের দুরন্ত বিচরণ। এত গেল দিনের ছবি। অসংখ্য আলোকমালায় সজ্জিত হয়ে রাতের বাইতুল আমান যেন আরও নয়নাভিরাম।
তাই এখানে গেলে আসর এবং মাগরিবের ওয়াক্তকে সামনে রেখে যেতে পারেন বিকালের দিকে।
নামাজ তো পড়বেনই। একই সঙ্গে দিন এবং রাতের মসজিদের শোভা উপভোগ করতে পারবেন ।
YouTubers▶️:
/ @rangdonu
#barish
Информация по комментариям в разработке