জিন বন্দি করার আমল। সহজে জি বন্দি করুন

Описание к видео জিন বন্দি করার আমল। সহজে জি বন্দি করুন

জিন বন্দি করার সহজ আমল

পৃথিবীতে আল্লাহ পাক যত প্রকার মাখলুক সৃষ্টি করছেন,তার মাঝে অন্যতম বুদ্ধিমান মাখলুক হল মানুষ এবং জিন।মানব সৃষ্টির হাজার হাজার বছর পূর্বে,আল্লাহপাক এই পৃথিবীতে জিনদের সৃষ্টি করছেন তার বন্দেগির জন্য।কিন্তু জিনেরা আল্লাহ পাকের হুকুম আহকামকে না মেনে,বরংচ সুজলা সুফলা শস্য-শ্যামল সুন্দর ভূখণ্ডের মাঝে ফাতনা-ফাসাদ করতেছিল।এরপরে তাদের ধ্বংসকরা হলো।কিছু পালিয়ে পাহাড়ে পর্বতের গুহায় গায় এবং কিছু গহীন সমুদ্রে আত্মগোপন করে।এভাবেই তারা পরবর্তীতে বংশবিস্তার করতে থাকে। তারপরে পৃথিবীতে মানবজাতির সৃষ্টি।মানবজাতিকে এরা প্রথম প্রথম ডরাতো।যখন মানবজাতি বিভিন্ন উপত্যকায় যেত, জিনদের আশ্রয় চাইতো তখন জিন্দা আরও উদ্বুদ্ধ হয়ে গেল।এবং আগের মতো ফাতনা ফাসাদ সৃষ্টি করতে লাগলো।মানুষের উপর ভর করতে লাগলো। মানুষের উপর জ্বালাতন করা।মানুষের মধ্যেও আল্লাহ পাক,বিভিন্ন নবী রাসুল এবং পীর আউলিয়ার আবির্ভাব ঘটাতে ছিলেন।তারা এই সমস্ত বদমাইশীনদেরকে হত্যা করা কত করা তাড়ানো বন্দী করা। এবং এদের থেকে স্থায়ী মুক্তির বিভিন্ন পথ ও পদ্ধতি মানব জাতিকে বাদ দিয়ে দিয়েছেন।

Комментарии

Информация по комментариям в разработке