মেঘের রাজ্য মিরিঞ্জা ভ্যালি ভ্রমণের বিস্তারিত সবকিছু । Mirinja Valley Camping । Bandarban 2024

Описание к видео মেঘের রাজ্য মিরিঞ্জা ভ্যালি ভ্রমণের বিস্তারিত সবকিছু । Mirinja Valley Camping । Bandarban 2024

মেঘের রাজ্য মিরিঞ্জা ভ্যালি ভ্রমণের বিস্তারিত সবকিছু । Mirinja Valley Camping । Bandarban 2024

আসসালামু আলাইকুম,
মিরিঞ্জা ভ্যালি,
বান্দরবানের লামা উপজেলায় এটির অবস্থান। চকরিয়া থেকে লামা যাওয়ার পথে লামার কাছেই এই পাহাড়ের অবস্থান।
বাংলাদেশের ভূ-স্বর্গ পার্বত্য জেলায় মেঘ-পাহাড়ের খেলা দেখার পাশাপাশি প্রকৃতিকে সঙ্গে পর্যটকদের অনাবিল আনন্দ দিতে চিরসবুজ সাজে সেজেছে বান্দরবানের লামার মিরিঞ্জা ভ্যালি। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১৮০০ ফুট উঁচুতে অবস্থিত এই মিরিঞ্জা ভ্যালি। এখানে সবচেয়ে বড় আকর্ষণ হলো পাহাড় আর মেঘের খেলা উপভোগ করা। অবারিত সবুজ প্রান্তর যেখানে মিশে যায় মেঘের ভেলায়। এখানে মেঘের সঙ্গে পাহাড়ের যেন আজন্ম বন্ধুত্ব। প্রকৃতি এলাকাটিকে সাজিয়েছে আপন মনের মাধুরী মিশিয়ে। এখানে ইচ্ছে করলেই ছোঁয়া যায় মেঘ, আকাশকেও মনে হয় বেশ কাছে। রাতে শহরের আলোতে যেন সৌন্দর্য আরও বৈচিত্র্যময়।

আমাদের যাত্রা শুরু ১৯ জানুয়ারী চট্টগ্রাম থেকে।
যদি ঢাকা থেকে আসেন তাহলে কমলাপুর রেল স্টেশন থেকে রাতে ১১:৩০ টুর্না ট্রেন করে চট্টগ্রাম রেল স্টেশনে নামতে হবে টিকেট পড়বে জন প্রতি ৩৪৫ টাকা। সকাল ৫:৩০ বা ৬:০০ টার সময় চট্টগ্রাম রেল স্টেশন থেকে নামার সকালের নাস্তা করে নিতে হবে। নাস্তা শেষে অটো বা সিএনজি করে নতুন ব্রিজ আসতে হবে ভাড়া পড়বে জন প্রতি ১৫ টাকা। নতুন ব্রিজ থেকে বাসে করে চকরিয়া আসতে হবে বাস ভাড়া ২০০ চাইবে দামাদামি করে ১৫০ টাকার মধ্যে আসা যাবে। সময় লাগবে মোটামুটি ২;৩০ মিনিট বা ৩ ঘন্টা সময় লাগবে নামতে হবে চকরিয়া বাস স্ট্যান্ড । চকরিয়া বাস স্ট্যান্ড থেকে চান্দের গাড়ীতে করে মুরুম পাড়া আসতে হবে ভাড়া পড়বে জনপ্রতি ৮০ টাকা। এখান থেকে পাহাড়ে ২০ মিনিট ট্র‌্যাকিং করে আসলেই মিরিঞ্জা ভ্যালি।

রাতে ক্যাম্পিং করে থাকতে পারেন বা জুম ঘরে থাকতে পারেন । আমরা যে জুম ঘরে ছিলাম এটার শুধু ভাড়া ছিল ২০০০ টাকা খাবার আমাদের ছিল । আপনারা যদি ১০ জন বা তার ও বেশী আসেন তাহলে জুম ঘর নিতে পারেন।
অথবা দুপুরের খাবার, সন্ধ্যায় নাস্তা, রাতে বারবিকিউ, পরদিন সকালের নাস্তা, পানি, তাবুতে রাতে থাকা সব মিলিয়ে একটা প্যাকেজ নিতে পারেন জন প্রতি ৮৫০ টাকা দিয়ে।
★ ঢাকা টু চট্রগ্রাম টুর্ণা ট্রেনের
টিকেট মূল্য :- ৩৪৫ + ৩৪৫ = ৬৯০ টাকা
★ স্টেশন টু নতুন ব্রিজ সিএনজি ভাড়া
১৫+১৫ =৩০
★ চট্রগ্রাম টু চকরিয়া বাস ভাড়া :-
১৫০ + ১৫০ = ৩০০ টাকা
★ চকরিয়া টু মুরুম পাড়া চান্দের
গাড়ি ভাড়া :- ৮০ + ৮০ = ১৬০ টাকা
★ ১ম দিন সকালে নাস্তা :- ৫০ টাকা
★ তাবু প্যাকেজ :- ৮৫০ টাকা
★ বান্দরবান লামা বাজার ও মাতামুহুরী নদী অটো ভাড়া জনপ্রতি ৫০ টাকা
★ পরেরদিন দুপুরের ও রাতের খাবার :-
১২০ + ১৫০ = ২৭০ টাকা।
★ টুকটাক হাকলা নাস্তা, চা ১০০ টাকা।

ঢাকা থেকে মিরিঞ্জা ভ্যালি ভ্রমণে ২ দিন ১রাত সব কিছু মিলিয়ে জনপ্রতি খরচ পড়বে ২৫০০ টাকা।

আপনাদের সুবিধার জন্য এই নম্বর গুলো দিয়ে দিলাম যাওয়ার আগে কথা বলে যেতে পারবেন চাইলে বুকিং ও করতে পারবেন।
আমরা যেখানে ছিলাম -
Mirinja Sunset- মিরিঞ্জা সানসেট https://web.facebook.com/profile.php?...

Mirinja Valley - 01540085395, 01581328636
Maraingcha Hill- 01886673717, 01731673717
কিছুক্ষণ ভিউ- 01828154342,

#Mirinjavalley #bandarban
#মিরিঞ্জাভ্যালি #মিরিঞ্জা_ভ্যালি_ভ্রমণ_গাইড #মারাইংছা_হিল
#lama #mirinjavalleylamabandarban #mirinja_valley_camping #mirinja valley_camping #bandarban_tourist_spot #sajek_valley #marayoor
#maraingcha_hill_camping #Bandarban_tourist_spot
#bandarban_tourist_place

Комментарии

Информация по комментариям в разработке