মিয়া বাড়ির মেয়ে | Miya Barir Meye | M M Mohin & Jannat | ইমন খানের নতুন গান |Emon Khan Gan 2023

Описание к видео মিয়া বাড়ির মেয়ে | Miya Barir Meye | M M Mohin & Jannat | ইমন খানের নতুন গান |Emon Khan Gan 2023

মিয়া বাড়ির মেয়ে | Miya Barir Meye | M M Mohin & Jannat | ইমন খানের নতুন গান |Emon Khan Gan 2023

Song: Miya Barir Meye
Singer: Emon Khan and Rumi Khan
Lyric: SH Sohel Shah
Tune: Fardin Khan Ripon
Music: HR Liton
Director : Minhaz
Cast : M M Mohin & Jannat
D.O.P. Edit & Colour - RA Rakib Islam
Level - Minhaz Studio



#EmonKhan
#Rupa
#MiyaBarirMeye
#MiahBarirMeye
#Miya_Barir_Meye
#Miah_Barir_Meye
#মিয়া_বাড়ির_মেয়ে
#ইমন_খান
#রুমি_খান
#Rumi_Khan

গানের লিরিক....

ছেলে-
হাইসো না হাইসো না কন্যা
লাগবো গোণ্ডগোল,
যে দেখিবে সে ফাঁসিবে
হইবো রে পাগল।

মেয়ে-
বেগানা পুরুষ তুমি ক্যান
আমার পানে চাও,
ভালোয় ভালোয় কাইটা পরো
রাস্তা দেখে নাও।

ছেলে-
হাসো যখন কন্যা তুমি গালে পড়ে টোল
যে দেখিবে সে ফাঁসিবে হইবোরে পাগল

মেয়ে-
ভাইজান যদি দেখে তোমার
বাজাবে যে ঢোল।।

ছেলে-
সত্যি বলছি তোমার হাসি মনেতে দেয় দোল
হাইসো না হাইসো না কন্যা,
লাগবো গোণ্ডগোল।।

মেয়ে-
ভাইজান যদি দেখে তোমায় বাজা বাজে ঢোল,,


ছেলে-
কি সুন্দর চেহারা তোমার
কি সুন্দর হাসি,
দীঘল কালো কেশ তোমার
মন হইলো উদাসী (আমার)

মেয়ে-
ভিনদেশি নাগর গো তুমি
ভাব জমাতে চাও,
গাঁয়ের মেয়ে হলেও বুঝি
তোমার কথার ভাও গো(।।)
প্রেমের জালে ফাঁসাই আমায়
খাওয়াতে চাও ঘোল।।

ছেলে-
সত্যি বলছি তোমার হাসি
মনেতে দেয় দোল,
হাইসো না হাইসো না কন্যা
লাগবো গোণ্ডগোল।

মেয়ে-
ভাইজান যদি দেখে তোমার বাজাবে যে ঢোল


ছেলে-
লাগছে ভালো দেখতে তোমায়
দিও না গো বাঁধা,
হতে রাজি কৃষ্ণ তোমার
হলে তুমি রাধা গো(।।)

মেয়ে-
আমি হবো রাধা তোমার
বলছি শুনে নাও,
সন্ধ্যে হলে নদীর ঘাটে
আইসো এখন যাও গো(।।)
লোকে দেখলে চারিপাশে
পড়বে যে সোরগোল।

ছেলে-
সত্যি বলছি তোমার হাসি
মনেতে দেয় দোল,
হাইসো না হাইসো না কন্যা
লাগবো গোণ্ডগোল।

মেয়ে-
ভাইজান যদি দেখে তোমার বাজাবে যে ঢোল

মেয়ে-
মিয়া বাড়ির মেয়ে আমি
রুপা আমার নাম,
কোথা থেকে আইছো নাগর
কি তোমার নামধাম গো(।।)

ছেলে-
ওরে ইমন খান নাম যে আমার
বাড়ি পাশের গাঁও,
নেবো কন্যা ঘরে তোমায়
তুমি যদি চাও গো(।।)
পরাণ ভইরা বাসবো ভালো
ছড়াইয়া বকুল।

মেয়ে-
মাথার কিড়া খাও তুমি
পাল্টাবেনা বোল,
ছাইড়া কভু যাবেনা গো বলে মিষ্টি বোল।

ছেলে-
কথা দিলাম থাকতে আয়ু
ছাড়বো না আঁচল,

মেয়ে-
ছাইড়া কভু যাবেনা গো বলে মিষ্টি বোল।

ছেলে-
কথা দিলাম থাকতে আয়ু
ছাড়বো না আঁচল,

Комментарии

Информация по комментариям в разработке