December 20, 2024

Описание к видео December 20, 2024

ফ্যাসিস্ট আওয়ামী সরকার দেশের মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে মৌলিক অধিকার হরণ করেছে
------------------বিএনপি নেতা আনম বজলুর রশিদ কালু

‎মোঃ লতিফুল ইসলাম (ফুল), ‎বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান বিএনপির মনোনয়ন প্রত্যাশী আনম বজলুর রশিদ কালু বলেছেন, এই ফ্যাসিস্ট আওয়ামী সরকার আমাদের ঘারের মধ্যে জবরদোস্ত পাথরের মত চেপে বসেছিল। মানুষের অধিকার থেকে মানুষকে বঞ্চিত করেছিল। এই ফ্যাসিস্ট আওয়ামী সরকার বারবার বিনা ভোটে নির্বাচিত হয়ে দেশের মানুষের সাথে প্রতারণা করেছে। মানুষের মৌলিক অধিকার কেড়ে নিয়েছে। দেশের সম্পদ লুট করে বিদেশে পাচার করছে। দুই হাজার নিরপরাধ ছাত্র জনতাকে গুলি করে হত্যা করেছে এবং ৩০ হাজার মানুষকে পঙ্গু করেছে। দেশের মানুষ খুনি হাসিনার বিচার চায়। তিনি অন্তবর্তীকালিন সরকারের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, অবিলম্বে ভারত থেকে খুনি হাসিনাকে ফেরত এনে ফাসির কাষ্টে ঝুলিয়ে ২হাজার শহীদ ও ৩০ হাজার পঙ্গু ভাই বোনের প্রতি ন্যায় বিচার করতে হবে। গত ১৯ডিসেম্বর বৃহস্পতিবার দিবাগত রাতে দিনাজপুরের বিরল উপজেলার ৪নং- শহরগ্রাম ইউনিয়নের শংকরপুর উচ্চ বিদ্যালয় মাঠে বিজয় দিবস উদযাপন উপলক্ষে সাথী যুব সংঘ আযোজিত ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন। সাথী যুব সংঘের সভাপতি মানিক হোসেন এর সভাপতিত্বে এছাড়াও সভায় বিশেষ অতিথি হিসিবে বক্তব্য রাখেন যথাক্রমে ইউএস প্রবাসী মোঃ মমিন, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ সালেহ্উর রহমান, ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ তাজমুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি কামরুজ্জামান কামু, বিএসসি শিক্ষক আবু হানিব, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মাজেদ প্রমুখ। সভা শেষে ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।

Комментарии

Информация по комментариям в разработке