#কাওয়ালীগান #মাজারেহামলা #মবজাস্টিস
মাজার ভাঙচুর | পর্ব:০২ | মব জাস্টিস বন্ধে সমাজে আইনের সঠিক প্রয়োগ দরকার | পথের কথন | Anjan Sarker
জুলাই গণঅভ্যুত্থানের পর আইন শৃঙ্খলার অবনতি হলে কিছু সুযোগ সন্ধানী উচ্ছৃঙ্খল জনতা সারাদেশেই মব জাস্টিসের নামে অরাজকতা সৃষ্টি করে চলেছে । এর ধারাবাহিকতায় মাজার-দরবারগুলোতেও হামলা, ভাঙচুর করেছে । গত ০৮.০১.২৪ তারিখে, ময়মনসিংহ নগরের থানাঘাটস্থ প্রায় ২০০ বছরের পুরনো হজরত শাহ সুফি সৈয়দ কালু শাহ (রহ.)- এর মাজারের ১৭৯ তম ওরস উপলক্ষ্যে কাওয়ালী গানের অনুষ্ঠানের আয়োজন করা হয় । সেই দিন রাতে কাওয়ালী গানের মঞ্চ ও মাজারের কিছু অংশ ভেঙে গুঁড়িয়ে দিয়েছে বড় মসজিদ মাদ্রাসার একদল উচ্ছৃঙ্খল লোকজন । আমরা এই ধরণের বিশৃঙ্খলার বিরুদ্ধে সামাজিক স্থিতিশীলতার পক্ষে কথা বলি । ফলে মাজার ভাঙচুরের ঘটনাটি আইনের শাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে বলে মনে করছি ।
আমরা যেহেতু আইনি সহায়তা ও মানবাধিকার নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছি সেহেতু বর্তমান সময়ের সামাজিক বিশৃঙ্খলা ও উচ্ছৃঙ্খল জনতার আইন বহির্ভূত কার্যকলাপে সমাজে নেতিবাচক প্রভাব দীর্ঘস্থায়ী হতে পারে ভেবে, সকলের মধ্যে সামাজিক সচেতনতা ও আইনের প্রতি শ্রদ্ধাশীল আচরণে উদ্বুদ্ধ করতেই আজকের আলোচনার উদ্দেশ্য । সেই সাথে উচ্ছৃঙ্খল জনতার বিশৃঙ্খলা রোধে সমাধান কি হতে পারে সেসব বিষয়েও সমাধান খোঁজার চেষ্টা করেছি । বাংলাদেশ সারাবিশ্বে একটি বহু সংস্কৃতির দেশ হিসেবেই পরিচিত । আমাদের এখানে ইসলাম ধর্মের সংখ্যাগরিষ্ঠতার পাশাপাশি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বিশাল একটা জাতিগোষ্ঠীর বসবাস । এত বৈচিত্র্যময় সাংস্কৃতিক সহাবস্থান আমাদেরকে পৃথিবীর অন্যান্য দেশ থেকে ভিন্নভাবে পরিচিতি এনে দিয়েছে । সুতরাং ধর্মীয় বিচারে বিভাজন-ভেদাভেদ আমাদেরকে বিশ্বজনীনতার দিক থেকে পিছনে নিয়ে যাবে । যদি এই বাংলায় ইসলাম ধর্মের কথাই বলি সেটাও কয়েক শত বছরের ইতিহাস । ধর্মীয় ব্যাখ্যা নয় ইতিহাস পর্যালোচনায় জানা যায়, ১২শ শতাব্দী থেকেই এই উপমহাদেশে সূফী সাধকের আগমন ঘটেছিল । সেই সময় থেকে তাঁরা ইসলাম ধর্মই প্রচার করেছেন যার নিদর্শন এই বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে রয়েছে । ইতিহাস থেকেই আমরা জানতে পারি সূফী সাধকরা অতি সাধারণ জীবনযাপনের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে ইসলাম ধর্ম প্রচার করেছেন এবং সমাজে ঐক্য-সম্প্রীতির বাণী প্রচার করেছেন । কোন আমলেই কোন আইন দ্বারা সূফী সাধকরা নিষিদ্ধ ছিলেন না, সূফীবাদ প্রচারেও বাঁধা ছিল না বরং শাসকেরা সেই সময় সূফী সাধকদের শ্রদ্ধা-ভক্তিই দেখিয়েছেন বলে ইতিহাসে আছে । আমরা বহু যুগ, বহু পথ পাড়ি দিয়ে বাংলাদেশ রাষ্ট্রের প্রতিষ্ঠা করতে পেরেছি, ধর্মীয় পরিচিতি নিয়ে ১৯৭১ এ মুক্তিযুদ্ধ হয়নি । আলোচনার সুবিধার্থে বলতেই হয় মুক্তিযুদ্ধের মাধ্যমে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠাই লক্ষ্যেই বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্ম হয় যেখানে ধর্মের নামে রাষ্ট্র প্রতিষ্ঠার কোন কথাই ছিল না । তাহলে কেন আমরা এখন ধর্মীয় সংস্কৃতির মধ্যে উচ্ছৃঙ্খলা দেখতে পাচ্ছি? আইনে যদি নিষিদ্ধ না হয় তবে ধর্মীয় সংস্কৃতি পালনে বেআইনি হামলা কেন হচ্ছে? কোন ধর্মই বিশৃঙ্খলা সৃষ্টির শিক্ষা দেয় না, আমাদের দেশে বহু সংস্কৃতির মানুষ থাকবে, বহু ধর্মীয় সংস্কৃতি পালন করবে মানুষ, যা আইনসিদ্ধ তাই পালন করবে বরং আইন বহির্ভূতভাবে হামলা-বিশৃঙ্খলা সৃষ্টি করলে আইনে শাস্তির বিধান রয়েছে । আমরা আইনের আওতায় বিশৃঙ্খলা সৃষ্টির জন্য শাস্তি দেখতে চাই, আইনের প্রয়োগ দেখতে চাই । ১৯৭১-এর মুক্তিযুদ্ধ যেমন সাম্যের বাংলাদেশের কথা বলেছে তেমনি চব্বিশের গণঅভ্যুত্থান গণতান্ত্রিক আইনের শাসন প্রতিষ্ঠার কথা বলেছে, বৈষম্যহীনতার কথা বলেছে, সকল সংস্কৃতির ঐক্যের কথা বলেছে । ধর্মীয় ভিত্তিতে আমরা কোন লড়াই-সংগ্রাম করিনি, আমাদের ইতিহাস অন্যায়ের বিরুদ্ধে দীর্ঘ লড়াই-সংগ্রামের মধ্যে প্রতিষ্ঠিত হয়েছে, ধর্ম বিচারে নয় । সুতরাং, সকল ধর্মীয় সংস্কৃতি নিয়েই আমরা থাকতে চাই, আইনের শাসনে গণতান্ত্রিক বাংলাদেশ চাই । অবশেষে সারাদেশে মাজার বা সূফীবাদী ধর্মীয় সংস্কৃতিতে হামলার নিন্দা ও হামলাকারীদের আইনত শাস্তির দাবি জানাচ্ছি...
মাজারে হামলার প্রতিবাদ,
মাজারে হামলা ভাঙচুর,
মাজারে হামলা কেন,
মাজারে হামলার খবর,
শাহপরানের মাজারে হামলা,
সিলেট মাজারে হামলা,
সাহাপরান মাজারে হামলা,
দেওয়ানবাগী মাজার হামলা,
সিলেট শাহজালাল মাজারে হামলা,
শাহজালাল শাহ পরানের মাজারে হামলা,
মাজারে হামলা ও মব জাস্টিস,
ভয়ংকর হামলা,
হামলা,
সিলেট শাহপরান মাজারে ওরস চলাকালে হামলা,
বাংলাদেশের কোন কোন মাজারে হামলা হয়েছে,
শাহপরান মাজারে হামলা,
শাহজালাল মাজারে বোমা হামলা,
সিলেট মাজারে বোমা হামলা
মব জাস্টিস মানে কি,
মব জাস্টিস অর্থ কি,
মাজারে হামলা ও মব জাস্টিস,
মব জাস্টিস কেমন জাস্টিস,
মব জাস্টিস এর অর্থ কি,
মব জাস্টিস বলতে কি বুঝায়,
কাওয়ালী গান,
কাওয়ালী গান উর্দু,
কাওয়ালী গান বাংলা,
কাওয়ালী গান হিন্দি,
কাওয়ালী গান ভান্ডারী,
কাওয়ালী গান পাকিস্তানি,
কাওয়ালী গান কাওয়ালী,
কাওয়ালী অডিও গান,
হিন্দি কাওয়ালী গান অডিও,
কাওয়ালী গান আসিফ মাহমুদ,
কাওয়ালী গান আজাদী মঞ্চ,
কাওয়ালী গান আতিফ আসলাম,
কাওয়ালী গান আসিফ,
#কাওয়ালী গান উর্দু #কাওয়ালী গান বাংলা #কাওয়ালী গান হিন্দি #কাওয়ালী গান কাওয়ালী #কাওয়ালী অডিও গান #হিন্দি কাওয়ালী গান অডিও #কাওয়ালী গান আজাদী মঞ্চ #কাওয়ালী গান আতিফ আসলাম #কাওয়ালী গান আসিফ #কাওয়ালী গান এ আর রহমান #আজমির শরিফের কাওয়ালী গান #মাজারে হামলার প্রতিবাদ #মাজারে হামলা ভাঙচুর #মাজারে হামলা কেন #মাজারে হামলার খবর #শাহপরানের মাজারে হামলা #সিলেট মাজারে হামলা #সাহাপরান মাজারে হামলা #দেওয়ানবাগী মাজার হামলা #সিলেট শাহজালাল মাজারে হামলা #শাহজালাল শাহ পরানের মাজারে হামলা #মাজারে হামলা ও মব জাস্টিস #মব জাস্টিস মানে কি #মব জাস্টিস অর্থ কি #মাজারে হামলা ও মব জাস্টিস #মব জাস্টিস কেমন জাস্টিস #মব জাস্টিস এর অর্থ কি #মব জাস্টিস বলতে কি বুঝায় #পথেরকথন #patherkothon #anjansarker
Информация по комментариям в разработке