যিনি পবিত্র চিত্তে দেবাদিদেব ভগবান পরব্রহ্ম মহাদেবের এই ১০৮ নাম স্মরণ করেন, তিনি শিবলোক প্রাপ্তি করে থাকেন ।
১) শিব, ২) ভোলেনাথ, ৩) ভব, ৪) ধূর্জটি , ৫) কৃত্তিবাস, ৬) পিণাকপানি, ৭) শম্ভু, ৮) আশুতোষ, ৯) বিভু , ১০) ভবেশ, ১১) ত্রিশূলধারী , ১২ ) নাগেশ্বর ১৩) ভূতনাথ , ১৪) নীলকণ্ঠ , ১৫) বিশ্বেশ্বর , ১৬) মহাকাল , ১৭) অঘোরনাথ , ১৮) চণ্ড, ১৯) ভূতাধিপতি ২০) উমানাথ, ২১) শঙ্কর , ২২) চন্দ্রনাথ, ২৩) অক্ষরপুরুষ , ২৪) চন্দ্রমৌলি , ২৫) চন্দ্রধর , ২৬) চন্দ্রমৌলেশ্বর , ২৭) বৃষভবাহন ২৮) নন্দীকেশ্বর , ২৯) অমরেশ , ৩০) পার্বতীপতি , ৩১) ত্রিলোচন, ৩২) গঙ্গাধর , ৩৩) শশধর , ৩৪) কৈলাসেশ্বর , ৩৫)দীনানাথ , ৩৬) নটরাজ , ৩৭) ভূতবাহন , ৩৮) তারকনাথ , ৩৯) ব্রহ্মপুরুষ , ৪০) শক্তিপতি , ৪১) কপালী , ৪২) তান্ডবেশ্বর , ৪৩) কালভৈরব , ৪৪) ভৈরব, ৪৫) রুদ্র, ৪৬) মহাদেব, ৪৭)মহাতেজা, ৪৮) বিশ্বনাথ , ৪৯) সদাশিব, ৫০) ব্যোমকেশ ,
৫১) জটাধারী , ৫২) বেতালনাথ , ৫৫) সিদ্ধেশ্বর , ৫৬) শ্মশানচারী , ৫৭) শ্মশানেশ্বর , ৫৮) নাগেন্দ্র, ৫৯) দেবেশ্বর , ৬০) মহাভীম , ৬১) মহারুদ্র , ৬২)মদনান্তক , ৬৩) প্রলয়েশ্বর , ৬৪) বিশ্বপিতা , ৬৫) ত্রিকাল, ৬৬) অসিতাঙ্গ, ৬৭) মৃত্যুঞ্জয় , ৬৮) গিরিশ, ৬৯) ক্রোধ, ৭০) উন্মত্ত, ৭১) সংহার , ৭২) বটুকনাথ , ৭৩)বিক্রম , ৭৪) উগ্র, ৭৫) সুন্দর, ৭৬) সত্য, ৭৭) পাতালভৈরব ৭৮) চন্দ্রচূড়, ৭৮) হর, ৭৯) পরমপুরুষ , ৮০) একনাথ , ৮১) বাণেশ্বর , ৮২) পঞ্চবক্ত্র, ৮৩) চতুর্ভুজ , ৮৪) প্রেতরাজ , ৮৫) ত্র্যম্বক , ৮৬) গিরিশেখর , ৮৭) বামেশ, ৮৮) গজান্তক , ৮৯) ভীমাক্ষ , ৯০) বিরূপাক্ষ , ৯১) সর্বানন্দ , ৯২) আনন্দমূর্তি , ৯৩) ভদ্রসেন , ৯৪) স্থানু , ৯৫) কন্দর্পদলন , ৯৬) মহাযোগী, ৯৭) যোগীরাজ , ৯৮) তপসিদ্ধ , ৯৯) রাক্ষসেশ্বর , ১০০) যোগীপুরুষ ।
১০১) বিধুভূষন , ১০২) বিভূতিভূষন , ১০৩) ভীরুক, ১০৪) প্রনব , ১০৫) পশুপতি , ১০৬) বৈদ্যনাথ, ১০৭) বতস্যনাথ, ১০৮) শূলপাণি ।
আগামী ১৯ শে ফাল্গুন ( ইং 4 মার্চ ) সোমবার শিবচতুর্দশী তথা শ্রীশ্রীশিবরাত্রি ব্রত ।
Информация по комментариям в разработке