স্কুল/মাদ্রাসা ম্যনেজমেন্ট সফটওয়্যার সম্পূর্ণ ফ্রিতে ব্যাবহার করুন ৩ মাসের জন্য
https://forms.gle/4ktHhb37LRoFQCs38
------
ইনোভা টকসের এই পর্বের অতিথি শহীদ মীর কাসেম আলীর সহধর্মিণী, ফ্যাসিস্ট আওয়ামী লীগের গুমের শিকার ব্যারিস্টার আরমানের মা, খন্দকার আয়শা খাতুন। গল্পে গল্পে তিনি তার দীর্ঘ সংগ্রামী জীবনের ঘটনাবলি শেয়ার করেছেন।
শুরুতে তিনি তার শৈশবের স্মৃতিচারণ করেন। তিনি বলেন, আমি গ্রামের মেয়ে হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্যবোধ করি। যদিও ঢাকায় এসেছি খুব ছোট বয়সেই, ক্লাস সিক্সে।
এরপর তিনি তার কলেজ জীবন, অনার্স ও সংগঠন, কর্মজীবনে প্রেরণা ও বর্তমান সাংগঠনিক দায়িত্ব নিয়ে কথা বলেন।
এরপর তিনি তার দাম্পত্য জীবন, স্বামী হিসেবে মীর কাসেম আলী কেমন ছিলেন সেই গল্প বলেন। আয়শা খাতুন বলেন, যেকোনো কাজ তিনি আমার সঙ্গে আলোচনা করতেন। প্রসঙ্গ হিসেবে তিনি বলেন, ইবনে সিনা হাসপাতাল ও দৈনিক নয়া দিগন্ত পত্রিকার লোগো নিয়ে তিনি আমার সঙ্গে পরামর্শ করেন। সন্তানদের জীবনে বাবা-মায়ের প্রভাব নিয়েও তিনি কথা বলেন।
খন্দকার আয়শা খাতুন এরপর শহীদ মীর কাসেম আলীর প্রহসনের বিচার নিয়ে কথা বলেন। তিনি বলেন, মীর কাসেম আলীর মাধ্যমে ইসলাম একটি রাজনৈতিক, অর্থনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হচ্ছিল। সরকার এটা মেনে নিতে পারেনি। তিনি বলেন, সাক্ষীগুলো ছিল বানানো। ৭১ সালে হত্যা করতে দেখেছেন অথচ সাক্ষীর বয়স ৭৭ সালে। তিনি রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার প্রসঙ্গ, ব্যারিস্টার আরমানের গুম ও মীর কাসেম আলীর সঙ্গে শেষ সাক্ষাৎ—এবং ৫ আগস্ট পরবর্তী আরমানের ফিরে আসা নিয়ে বিস্তারিত কাহিনী বলেন। তাৎপর্যপূর্ণ পুরো আলোচনা শুনুন এখানে…
© INNOVA Talks, All Rights Reserved.
Unauthorized copying, re-uploading, or broadcasting of this video is strictly prohibited. All INNOVA Talks content is protected under YouTube Content ID. Any unauthorized use will automatically trigger a copyright claim, and all revenue will go to INNOVA Talks.
#InnovaTalks, #KhondokarAyeshaKhatun, #MirQasemAli, #ShaheedMirQasem, #BarristerArman, #AwamiFascism, #BangladeshPolitics, #HumanRightsBD, #JusticeDenied, #EnforcedDisappearance, #GumHoyaManush, #PoliticalOppressionBD, #WarCrimeTrialBD, #IslamicMovementBD, #ShibirHistory, #BangladeshCurrentAffairs, #InnovaStudio, #PodcastBangladesh, #BDTalkShow, #RealStoryBD, #EmotionalInterviewBD, #TruthBehindTrial, #MotherOfArman, #PoliticalPersecutionBD
Информация по комментариям в разработке