কাশ্মীরি আপেল কুল||অস্ট্রেরিয়ান বল সুন্দরী বড়ই ১টি চারা গাছে ১বছরে১০-১৫কেজি,২বছরে ১৫০-২০০কেজি আয়

Описание к видео কাশ্মীরি আপেল কুল||অস্ট্রেরিয়ান বল সুন্দরী বড়ই ১টি চারা গাছে ১বছরে১০-১৫কেজি,২বছরে ১৫০-২০০কেজি আয়

অস্ট্রেরিয়ান বল সুন্দরী বড়ই চাষী খাগড়াছড়ির পানছড়ি উপজেলার পানছড়ি সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বরকনা এলাকার সূচন বিকাশ চাকমা চাকমা। লাগানোর ৪ মাসের মাথায় তিনি প্রতিটি চারা গাছ থেকে ১০-১৫ কেজি বল সুন্দরী বড়ই পেয়েছেন। এ বড়ই চাষে খরচ কম। শুধু পানি দিতে হয় প্রচুর পরিমানে। ২বছরের চারা গাছ থেকে পেয়েছেন প্রায় ১০ কেজি। তার বাগান থকে প্রতি কেজি বড়ই বিক্রি করেছেন ৭০ টাকা করে।01840330050কুল একটি সুস্বাদু ফল। কোনো কোনো অঞ্চলে একে ‘বরই’ বলা হয়। এটি বাংলাদেশের প্রায় সব জায়গায়, সব ধরনের মাটিতেই জন্মে। আসুন জেনে নেই কুল চাষের নিয়ম-কানুন।মাটিযেকোনো ধরনের মাটিতেই কুলের সন্তোষজনক ফলন পাওয়া যায়। কুলগাছ লবণাক্ততা ও জলাবদ্ধতা সহ্য করতে পারে। তবে ভারি ও সামান্য ক্ষারযুক্ত বেলে দো-আঁশ মাটিতে কুলের ভালো ফলন পাওয়া যায়।জমি তৈরিবাগান আকারে চাষের জন্য উঁচু ও মাঝারি উঁচু জমি ভালো। তাছাড়া বাড়ির আনাচে-কানাচে, পুকুর পাড়ে বা আঙিনায় পড়ে থাকা অনুর্বর মাটিতেও গর্ত করে চাষ করা যায়।রোপণবাগান আকারে চাষের জন্য বর্গাকার রোপণ প্রণালি অনুসরণীয়। রোপণ দূরত্ব ৬-৭ Fut। জাত ও স্থানভেদে দূরত্ব কম-বেশি হবে। চারা রোপণের মাসখানেক আগে ১*১*১ মি আকারের গর্ত তৈরি করে নিতে হবে।সময়মধ্য-মাঘ থেকে মধ্য-চৈত্র এবং মধ্য-শ্রাবণ থেকে মধ্য-ভাদ্র রোপণ করা যায়।সারচারা রোপণের ১০-১২ দিন আগে ইউরিয়া ২০০-২৫০ গ্রাম, টিএসপি ২০০-২৫০ গ্রাম, এমপি ২৪৫-২৫৫ গ্রাম, পচা গোবর ২০-২৫ কেজি হারে সার প্রয়োগ করতে হবে।পরিচর্যাশুষ্ক মৌসুমে বিশেষত ফুল ও ফল ধরার সময়ে মাসে একবার সেচ দিলে ভালো ফলন পাওয়া যায়। চারাগাছ (বীজের বা কলমে) হলে প্রথম বছর গাছটির কাঠামো মজবুত করার জন্য গাছের গোড়া থেকে ৭৫ সেন্টিমিটার উঁচু পর্যন্ত কোনো ডালপালা রাখা যাবে না। এর উপরে শক্ত-সামর্থ কিছু শাখা-প্রশাখা গাছের অবস্থা অনুযায়ী রাখতে হবে। যেন ডালপালা সুন্দরভাবে বেড়ে উঠতে পারে।ছাঁটাইছাঁটাইয়ের সময় শক্ত-সামর্থ শাখাগুলোর গোড়া থেকে না কেটে কিছু অংশ রেখে অগ্রভাগ কেটে ফেলতে হবে। এছাড়া দুর্বল, রোগ ও কীট দৃষ্ট ও ঘনভাবে বিন্যস্ত ডালগুলো গোড়া থেকে কেটে পাতলা করে দিতে হবে। নতুন যে ডালপালা গজাবে সেগুলোও বাছাই করে ভালো ডালগুলো রেখে দুর্বল ডাল কেটে ফেলে দিতে হবে। বয়স বাড়র সঙ্গে সঙ্গে প্রতিটি গাছের জন্য সার দিতে হবে-প্রতিকারগাছে ফুল দেখা দেওয়ার পর থিওভিট নামক ছত্রাকনাশক প্রতিলিটার পানিতে ২ গ্রাম অথবা টিল্ট ২৫০ ইসি লিটার পানিতে ০.৫ মিলি মিশিয়ে স্প্রে করতে হবে। পরবর্তীতে ১৫ দিন পর পর দু’বার স্প্রে করতে হবে।বল সুন্দরী কুল সুন্দরী কুল কুল চাষে বছরে ২০ লক্ষ টাকা আয় অস্ট্রেলিয়ান বল সুন্দরী কুল চাষে বছরে ২০ লক্ষ টাকা আয় কৃষক boll soundore kol বল সুন্দরী কুল চাষ পদ্ধতি বল সুন্দরী কুল চাষ কাশ্মীরি আপেল কুল

Комментарии

Информация по комментариям в разработке