"টাঙ্গাইলের মধুপুর…
লাল মাটির গায়ে ঝরে পড়ে রোদ, বাতাস আর শ্রমের ঘাম।
এই মাটিতেই জন্ম নেয় এক স্বপ্ন—একটি মিষ্টি ফলের রাজ্য।
যার নাম আনারস।"
"আজকে যে মধুপুর পরিচিত ‘আনারসের রাজধানী’ হিসেবে,
সে পরিচয়ের পেছনে লুকিয়ে আছে এক সাহসী নারীর নাম…
১৯৪২ সালে মধুপুরের ইদিলপুর গ্রামে
মিজি দয়াময়ী সাংমা নামে এক গারো নারী
ভারতের মেঘালয় থেকে আনারসের চারা এনে শুরু করেন প্রথম চাষ।
তাঁর হাতে রোপিত সেই প্রথম চারাই বদলে দেয় এই জনপদের ভবিষ্যৎ।"
"সেই শুরু থেকেই ধীরে ধীরে ছড়িয়ে পড়ে আনারসের চাষ—
আজ তা ছড়িয়েছে মির্জাবাড়ী, গোলাবাড়ী, আলোকদিয়া, আউশনারা,
শোলাকুড়ি, অরণখোলা, কুড়ালিয়া, মহিষমারা, বেরীবাইদ,
ফুলবাগচালা ও কুড়াগাছা ইউনিয়নসহ
ঘাটাইল ও সখিপুর উপজেলার পাহাড়ি অঞ্চলজুড়ে।"
"এই মাটিতে জন্মায় রসে টইটুম্বুর, সুমিষ্ট আর সুস্বাদু আনারস।
যার স্বাদ একবার জিভে লাগলে সহজে ভুলে যাওয়া যায় না।
আর এই আনারসকে ঘিরেই গড়ে উঠেছে প্রায় ২০ হাজার মানুষের কর্মসংস্থান।"
"মধুপুরের আনারস এখন কেবল একটি ফল নয়,
এটি হয়ে উঠেছে একটি জীবনযুদ্ধের সহযোদ্ধা।
প্রান্তিক কৃষক ভাইয়েরা এই ফল বিক্রির টাকাতেই চালান সংসার,
পাঠান সন্তানকে স্কুলে, গড়ে তোলেন ভবিষ্যতের স্বপ্ন।"
"আর শুধু খাওয়ার জন্যই নয়—
এই আনারস দিয়ে তৈরি হচ্ছে নানান সুস্বাদু খাবার।
শরবত, আচার, জ্যাম, জেলি, কেক কিংবা মিষ্টি—
মধুপুরের আনারস আজ রান্নাঘরেও এক বিশেষ উপাদান।
স্বাদে যেমন অনন্য, ব্যবহারেও তেমনই বহুমুখী।"
"এই অনন্য স্বাদের স্বীকৃতি এখন বিশ্বজুড়ে।
টাঙ্গাইলের মধুপুরের আনারস পেয়েছে 'জিআই (GI)' বা ভৌগোলিক নির্দেশক স্বীকৃতি।
এটি শুধু একটি সনদ নয়—
এটি এই এলাকার হাজারো কৃষকের গর্ব, আত্মমর্যাদা আর ভালোবাসার প্রতীক।"
"আজ মধুপুরের এই সুমিষ্ট আনারস যাচ্ছে দেশের বাইরেও।
বিদেশের বাজারে রপ্তানি হচ্ছে এই সোনালি ফল,
আসছে বৈদেশিক মুদ্রা, বাড়ছে বাংলাদেশের গৌরব।"
"এক সময়ে যেখানে শুরু হয়েছিল মাত্র একটি চারা দিয়ে,
আজ সেখানে দাঁড়িয়ে আছে লাখো মানুষের ভরসা।
আনারস এখন শুধু মাটির ফল নয়—
এটি এই এলাকার সংস্কৃতি, ইতিহাস আর আত্মার অংশ।"
"মধুপুরের আনারস—
যেটা খেলে মুখে মিষ্টি, আর মনে থাকে ভালোবাসার ছোঁয়া।"
মোবাইল -০১৭১২৮৪০৬৫৭
"Madhupur in Tangail…
The sun, wind and sweat of labor fall on the red soil.
A dream is born on this soil—a kingdom of sweet fruits.
Whose name is pineapple."
"Today, Madhupur is known as the 'Pineapple Capital',
behind that identity is the name of a brave woman…
In 1942, in the village of Idilpur in Madhupur,
a Garo woman named Miji Dayamoyee Sangma
brought pineapple seedlings from Meghalaya, India, and started the first cultivation.
That first seedling planted by her changed the future of this township."
"From that beginning, pineapple cultivation gradually spread—
today, it has spread to Mirzabari, Golabari, Alokdia, Aushanara,
Sholakuri, Arankhola, Kuralia, Mahishmara, Beribaid,
Phulbagchala and Kuragachha Unions, as well as the hilly areas of Ghatail and Sakhipur Upazilas."
"This soil produces juicy, sweet and delicious pineapples.
The taste of which is hard to forget once you taste it.
And around 20,000 people have been employed around this pineapple."
"The pineapple of Madhupur is now not just a fruit,
It has become a companion in the fight for life.
Marginal farmer brothers run their families with the money they earn from selling this fruit,
Send their children to school, and build their dreams for the future."
"And not just for eating—
Various delicious dishes are being made with this pineapple.
Sharbat, pickles, jam, jelly, cakes or sweets—
The pineapple of Madhupur is also a special ingredient in the kitchen today.
As unique in taste as it is versatile in use."
"This unique taste is now recognized worldwide.
The pineapple of Madhupur in Tangail has received 'GI' or Geographical Indication recognition.
This is not just a certificate—
It is a symbol of pride, self-esteem and love for thousands of farmers in this area."
"Today, this sweet pineapple from Madhupur is going abroad.
This golden fruit is being exported to foreign markets,
Foreign currency is coming in, the glory of Bangladesh is increasing."
"Where once it started with just a sapling,
Today, it is the hope of millions of people.
Pineapple is no longer just a fruit of the soil—
It is part of the culture, history, and soul of this area."
Pineapple from Madhupur—
Which tastes sweet on the tongue, and leaves a touch of love in the mind."
#Garu_Bazar #pineapple_market #rural_market #village_market #Madhupur_tangail #bangladesh
#গারো_বাজার #আনারসের_হাট #গ্রামীণ_হাট
#গ্রামের_বাজার #মধুপুর_টাঙ্গাইল #বাংলাদেশ
Информация по комментариям в разработке