তাসমান সাগরের উপর অদ্ভুত ধোঁয়ার কুণ্ডলী

Описание к видео তাসমান সাগরের উপর অদ্ভুত ধোঁয়ার কুণ্ডলী

তাসমান সাগরের উপর অদ্ভুত ধোঁয়ার কুণ্ডলী
ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন থেকে সমুদ্রের উপর অদ্ভুত ধোঁয়ার রিং ধরা পড়েছে। তাসমান সাগরের উপর আকাশে স্যাটেলাইটে ধরা পড়েছে সেই ছবি। প্রথমবার ধরা না গেলেও, পরে বিশ্লেষণ করে বের করা হয় কেন এমন ধোঁয়ার কুণ্ডলী।

এ ব্যাপারে ব্রিটেনের ইউনিভার্সিটি অফ লিভারপুলের অধ্যাপক ক্রিস হগ জানিয়েছেন, ওই একই স্থানে অন্যসময় ছবি তুলে বুঝেছেন যে সেখানে রয়েছে সমুদ্র। তাদের ধারণা, সমুদ্রের পানি এবং ছোট ছোট প্রাণীকে প্রবল বেগে অন্য জায়গায় নিয়ে গিয়ে ফেলছে ওই ধোঁয়ার কুণ্ডলী।

হগ জানান, ওই সমুদ্রে প্রচুর পরিমাণ ছোট ছোট ঘূর্ণাবর্ত রয়েছে। এগুলো প্রচণ্ড গতিতে সমুদ্রের পানিকে আলোড়িত করছে। অনেকগুলো ঘূর্ণাবর্ত জুড়ে গিয়েই এই ধোঁয়ার রিং তৈরি হয়েছে। ফলে এগুলো সাধারণ ঘূর্ণাবর্তের তুলনায় ১০ গুন গতি নিয়েছে। অস্ট্রেলিয়ার দক্ষিণ-পশ্চিমে ও দক্ষিণ আফ্রিকার পশ্চিম দিকে এই দৃশ্য দেখা গেছে।

অধ্যাপক হগ আরও জানান, দেখা গেছে উল্টোদিক থেকে আসা দুটি ঘূর্ণাবর্ত একসঙ্গে জোট বেঁধে বাকি পথ যাচ্ছে, এটার জন্য ছ’মাস সময় লাগে। তার মতে, বেশিরভাগ সময় ঘূর্ণাবর্ত পশ্চিম দিকে ধেয়ে যায়। কিন্তু এক্ষেত্রে পূর্বদিকে যেতে দেখা গেছে।

অন্য কোনো সমুদ্রের উপর এমন দৃশ্য দেখা যায়নি বলেও দাবি করেছেন বিজ্ঞানীরা।

Комментарии

Информация по комментариям в разработке