#রিজিক
সবাই চায় তার জীবন কল্যাণময় হোক, রিজিক বেড়ে যাক, জীবনে প্রাচুর্য আসুক। মহান আল্লাহ বান্দার প্রতি দয়া করে কিছু আমলের বরকতে রিজিক বাড়িয়ে দেন।
রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যদি তোমরা আল্লাহর প্রতি যথার্থভাবে ভরসা রাখো, তিনি তোমাদের সেভাবে রিজিক দান করবেন, যেভাবে তিনি পাখিদের দান করে থাকেন। চলুন জেনে নেয়া যাক, যে যে আমলের মাধ্যমে রিজিকের বৃদ্ধি ঘটে এবং আয়-উপার্জনে বরকত আসে।
১. তওবা-ইস্তিগফার করা এবং আল্লাহর ওপর ভরসা রাখা
তওবা-ইস্তিগফার করা এবং আল্লাহর প্রতি ভরসা রাখার মাধ্যমে বান্দার রিজিক বাড়ে। ইবনে আব্বাস (রা.)–র বিবরণে আছে, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি লাগাতার তওবা-ইস্তিগফার করবে; আল্লাহ–তাআলা তাকে সংকট থেকে উত্তরণের পথ বের করে দেবেন; সব দুশ্চিন্তা মিটিয়ে দেবেন এবং অকল্পনীয় উৎস থেকে রিজিকের ব্যবস্থা করে দেবেন।’ (আবু দাউদ, হাদিস: ১,৫১৮; ইবনে মাজাহ, হাদিস: ৩,৮১৯; মুস্তাদরাকে হাকেম, খণ্ড ৪, পৃষ্ঠা ২৯১, হাদিস: ৭,৬৭৭)
২. হজ-ওমরাহ পালন
হজ ও ওমরাহ পালন করার মাধ্যমে রিজিকে প্রবৃদ্ধি ঘটে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তোমরা লাগাতার হজ ও ওমরাহ পালন করতে থাকো। কারণ, এর দ্বারা এমনভাবে অভাব ও গুনাহ দূরীভূত হয়; যেমনভাবে কামারের হাপর, লোহা ও সোনা-রুপার ময়লা দূর করে দেয়।’ (তিরমিজি, হাদিস: ৮১০; নাসায়ি, হাদিস: ২,৬৩১)
৩. সময়মতো নামাজ আদায় এবং ইবাদতের জন্য নিজেকে প্রস্তুত করা
সময়মতো দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করলে রিজিক বাড়ে। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, আল্লাহ–তাআলা বলেন, ‘হে আদম সন্তান! আমার ইবাদতের জন্য তুমি তোমার অন্তরকে খালি করো। আমি তোমার অন্তরকে অভাবমুক্ত হিসেবে পরিপূর্ণ করে দেব এবং তোমার দারিদ্র্যের পথ দূর করে দেব। আর যদি তা না করো; আমি তোমার হাত (দুনিয়ার) ব্যস্ততায় পূর্ণ করে দেবো এবং তোমার অভাব মেটাব না।’ (তিরমিজি, হাদিস–২,৪৬৬; ইবনে মাজাহ, হাদিস: ৪,১০৭; মুসনাদে আহমাদ, হাদিস: ৮,৬৯৬)
৪. আল্লাহর রাস্তায় ব্যয় এবং দান-সদকা করা
দান-সদকা করার মাধ্যমে রিজিক বাড়ে। আল্লাহ–তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, ‘আর তোমরা যা কিছু আল্লাহর জন্য ব্যয় করো; তিনি তার বিনিময় দেবেন। তিনিই উত্তম রিজিকদাতা।’ (সুরা সাবা, আয়াত: ৩৯)
এছাড়া রিজিকে বরকত লাভের অন্যান্য আমলগুলো হলো কৃতজ্ঞতা প্রকাশ, বিয়ে করা, গরিব-অসহায়ের প্রতি সদয় হওয়া, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা, রিজিক অর্জনের চেষ্টায় থাকা।
copyright © A BIJOY TV Production-2024
সঙ্গে থাকুন বিজয় টিভির
Website: http://bijoy.tv/
Facebook: / bijoytvlimited
Youtube: / bijoytvofficial
Информация по комментариям в разработке