Barsul jagarani durga puja 2021// বড়শুল জাগরণী ক্লাবের দুর্গা পুজো ২০২১ //
Hello Iam indrajit . If you enjoy this bangli Vlog .
This video is about my Journey .This is a vlog related to my ilfe and lifestyle .I don't do anything scripted in this video .I love to travel.
#IAMVLOGER
I hope you are all well ☺️ piz. Subscribe my channel. Like ,comment & share my videos.
Thank you gues🙂...
বড়শুল জাগরণী, পূর্ব বর্ধমান
থিম- 'সন্ধান চাই’ সৃজন ও রূপায়নে- পুলক ঘোষাল প্রতিমা সিদ্ধার্থ পাল
স্বার্থপরতাকে কিভাবে জলাগুলি দেওয়া ভোগবাদ ও স্বার্থপরতাকে জলাঞ্জলি দেওয়াই প্রকৃত মানুষ হয়ে ওঠার সোপান। আর এবছর বড়শুল জাগরণীর ঐ ভোগবাদ যায় তারই সন্ধানে এবারের পুজোর ভাবনা ‘সন্ধান চাই'। বর্তমান সময়ে দেব দেবীর পুজা করা বা প্রার্থনা করার একটাই কারণ, আর তা হল মানুষ হওয়া নয়- অর্থ, পার্থিব ভোগ-বাসনা পূরনের একান্ত কামনা। ফলে সমাজে প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি শ্রেণিতে প্রাধান্য পেয়ে চলেছে এই ভোগ-বাদ, স্বার্থপরতা।
ভোগাকাঙ্খার কারণে অর্থের পেছনে ছুটতে ছুটতে মানুষ কখন যে তার সত্তার শিকড়কে ছিড়ে ফেলেছে, মনুষ্যত্বকে হারিয়ে ফেলেছে তা খেয়াল করে নি। স্বার্থের কথা, নিজের কথা ভাবতে ভাবতে মানুষ তার আপনজনের কথা, পারিপার্শ্বিকের কথাও ভাবতে ভুলে যাচ্ছে। পূর্বে আমাদের একান্নবর্তী পরিবারের মধ্যে যে সম্পর্কগুলো ( জ্যেঠু, কাকু, মামা, মাসি, পিসি, দাদু, দিদা, ঠাকুমা) ছিল তা আজ লুপ্ত প্রায়। অর্থের দাম্ভিকতায় মানুষ একা থাকার বাসনায় মগ্ন। সে তার পরিবার, সমাজ, দেশ সমস্ত কিছু থেকে বিছিন্ন হয়ে একটি শিকড়হীন গাছের ন্যায় দিন যাপন করছে। আমার আমার ভাবতে গিয়ে সবার সঙ্গে বেঁচে থাকা, সবারই সঙ্গে খাবার ভাগ করে নেওয়া যে স্বাদ তা আমরা ভুলে গেছি। অর্থই অনর্থের মূল বাস্তবে এটাই আমরা দেখতে পাচ্ছি। আমাদের স্বপ্ন পূরণের আশায় আমাদের সন্তানকেই আমরা প্রোডাক্ট হিসাবে ব্যবহার করে তাদের শৈশবকে কেড়ে নিয়েছি।
বড়শুল জাগরণী এবছর ভোগবাদের জাল ছিন্ন করে কী করে স্বেচ্ছায় হারিয়ে ফেলা সমস্ত সম্পর্ক গুলো ফিরে পাওয়া যায়, কী করে আমার সন্তানের শৈশবকে ফিরিয়ে দেওয়া যায়, কী করে আমাদের জীবনের শিকড়টাকে ছিন্ন না করে এমন জায়গায় প্রোথিত করা যায় যেখানে মনুষ্যত্ব, ভালোবাসা, সহিষ্ণুতা, সততা এই সকল গুণগুলি একসঙ্গে বিচরণ করবে তারই সন্ধান চাইবে। আমাদের সন্তানের মধ্যে সেই মানবিক গুণগুলোকে আবার কি করে ফিরিয়ে আনতে পারি সেই সন্ধান চাই। আমরা সেই সন্ধান চাই- যেখানে অর্থের চাইতে আমাদের দেশ প্রেম, আমাদের মনুষ্যত্বের প্রেম, সবচেয়ে বেশি প্রাধান্য পাবে। এই সন্ধানের মাধ্যমেই আমাদের সন্তানকে তাদের শৈশব ফিরিয়ে দিতে পারবো। শৈশবকে প্রোডাক্ট নয়, শৈশব বিকাশের সন্ধান করবো, মনের গহনে প্রবেশ করে আত্মবিশ্লেষণের মাধ্যমে তার সন্ধান করবো। এজন্য সহিষ্ণুতার সন্ধান চাই, নীতির সন্ধান চাই, সম্পর্কের সন্ধান চাই, দেশ প্রেমের সন্ধান চাই, সত্যিকারের মানুষ হওয়ায় সন্ধান চাই এবং প্রকৃত সংস্কৃতির সন্ধান চাই। এই সন্ধানের মাধ্যমেই আমরা আমাদের মানসিক দৃঢ়তা এবং চারিত্রিক দৃঢ়তা খুঁজে পাব।
যদি ভিডিও টা ভালো লাগে তবে অবশ্যই আমার চ্যালেন টাকে সাবস্ক্রাইব করুন।
ভিডিওটা শেষ অব্দি দেখার জন্য অনেক ধন্যবাদ।
#iamavloger
#barsul
#durga puja
#Barsul jagarani
#pujo
#vlogmyhobby
#banglivlog
nocopyright song
music- • Mike Leite - Summer Vibes (Vlog No Copyrig...
Информация по комментариям в разработке