ছাত্র শিক্ষিকা বিয়ে নিয়ে কি বললেন শায়েখ আহমাদুল্লাহ | student vs madam love story bangla
#শিক্ষিকা
#কলেজ_ছাত্রকে_বিয়ে_করলেন_শিক্ষিকা
#খায়রুন_নাহার
#নাটোর
#Nator_Viral_Love
#Nator_love_story
#techer_student_love_marege
#love_story
ফেসবুকে প্রেম, শিক্ষিকাকে বিয়ে করলেন কলেজছাত্র
ভালোবাসা মানে না কোনো বাধা। তার বাস্তব উদাহরণ মামুন (২২) ও খাইরুন নাহার (৪০) দম্পতি। ৬ মাস প্রেমের পর বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তারা। নাটোরের গুরুদাসপুরে তাদের বাড়ি। তবে বর্তমানে তারা নাটোর শহরের একটি ভাড়া বাড়িতে বসবাস করছেন।
মামুনের বয়স ২২ এবং খাইরুন নাহারের ৪০। কেবল বয়সের ব্যবধান নয় একজন শিক্ষার্থী, একজন শিক্ষক। কিন্তু বয়স বা সম্পর্ক কোনোটিই তাদের প্রেমে বাঁধা হতে পারেনি! ৬ মাস প্রেমের পর বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন দুজন।
নাটোরের গুরুদাসপুর উপজেলার খুবজীপুর এম হক ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোছা. খাইরুন নাহার। প্রথমে বিয়ে হয়েছিল রাজশাহীর বাঘায়। সেখানে তার এক সন্তানও রয়েছে। তবে পারিবারিক কলহে সে সংসার বেশিদিন টেকেনি। তারপর কেটে যায় অনেক দিন। এর মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরিচয় হয় ২২ বছরের যুবক মামুনের সঙ্গে। মামুনের বাড়ি একই উপজেলার ধারাবারিষা ইউনিয়নের পাটপাড়া গ্রামে। তিনি নাটোর এন এস সরকারি কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্র।
আরও পড়ুন: ‘মন্তব্য কখনও গন্তব্য ঠেকাতে পারে ন
ফেসবুকে ২০২১ সালের ২৪ জুন তাদের প্রথম পরিচয়। তারপর গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। তারপর ২০২১ সালের ১২ ডিসেম্বরে বিবাহ বন্ধনে আবন্ধ হন। সপ্তাহ খানেক আগে তাদের বিয়ের বিষয়টি ছড়িয়ে পড়ে। বিয়ের পর তারা নাটোর শহরের একটি ভাড়া বাড়িতে বসবাস করছেন।
আরও পড়ুন: যে বয়সের পুরুষরা সন্তান জন্ম দিতে বেশি সক্ষম
খাইরুন নাহার বলেন, ‘প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর মানসিকভাবে ভেঙে পড়েছিলাম। আত্মহত্যা করারও সিদ্ধান্ত নেই। সে সময় ফেসবুকে পরিচয় হয় মামুনের সঙ্গে। মামুন আমার খারাপ সময় পাশে থেকে উৎসাহ দিয়েছে এবং নতুন করে বেঁচে থাকার স্বপ্ন দেখিয়েছে। পরে দুজন বিয়ের সিদ্ধান্ত নিই। বিয়ের পর মামুনের পরিবার মেনে নিলেও আমার পরিবার মেনে নেয়নি।’
মামুন বলেন, ‘মন্তব্য কখনও গন্তব্য ঠেকাতে পারে না। কে কি বললো সেগুলো মাথায় না নিয়ে নিজেদের মতো সংসার গুছিয়ে নিয়ে জীবন শুরু করেছি। সকলের কাছে দোয়া চাই।’
.....Tags.....
ছাত্র শিক্ষিকা বিয়ে,ছাত্রকে বিয়ে করলেন শিক্ষিকা,নাটোর ছাত্র শিক্ষিকা বিয়ে খবর,নাটোরের ছাত্র শিক্ষিকা বিয়ে ভিডিও,কলেজ ছাত্র বিয়ে করলেন শিক্ষিকাকে,শিক্ষিকাকে বিয়ে করলেন কলেজ ছাত্র,নাটোর ছাত্র শিক্ষিকা বিয়ের ভিডিও,কলেজ শিক্ষিকাকে বিয়ে করলেন কলেজ ছাত্র,নাটোর ছাত্র শিক্ষিকা ভাইরাল ভিডিও,ভালোবেসে কলেজ ছাত্রকে বিয়ে করলেন শিক্ষিকা,৬ মাস প্রেমের পর শিক্ষিকাকে বিয়ে করলেন কলেজছাত্র,শিক্ষিকার সাথে ছাত্রের গোপনে বিয়ে,ভালোবেসে ছাত্রকে বিয়ে করলেন শিক্ষিকা,নাটোর ছাত্র শিক্ষিকা বিয়ে খবর,নাটোর গুরুদাসপুর নিউজ,৪০ বছরের শিক্ষিকাকে বিয়ে,২১ বছরের কলেজ ছাত্রকে বিয়ে,নাটোর ছাত্র শিক্ষিকা বিয়ের ভিডিও,নাটোরের ছাত্র শিক্ষিকা বিয়ে ভিডিও,নাটোরে প্রেম,nator love story,nator love,love story,student thacher love story,nator viral love,নাটোর ছাত্র শিক্ষিকা ভাইরাল ভিডিও,কলেজ ছাত্র মামুন,কলেজ শিক্ষিকা খাইরুন নাহার,নাটোর মামুন,নাটোর খাইরুন নাহার,৪০ বছর বয়সী শিক্ষিকা,কলেজ ছাত্রকে বিয়ে করলেন শিক্ষিকা,ছাত্রকে বিয়ে করলেন শিক্ষিকা,bangla love story,romantic love story,love story,bangla natok,sad love story,love story bangla,new romantic love story bangla,madam vs student love story,teacher student love story,duet voice love story,school love story,bangla new natok,bangla movie,sad love story bangla,romantic love story 2022,romantic love story bangla,student vs madam,madam love story,movie bangla,a romantic love story bangla,new love story bangla
Информация по комментариям в разработке