অল্প সময়ে গরু মোটাতাজাকরণ। কম খরচে অধিক লাভ। দ্বিতীয় পর্ব। কৃষক কৃষাণী।

Описание к видео অল্প সময়ে গরু মোটাতাজাকরণ। কম খরচে অধিক লাভ। দ্বিতীয় পর্ব। কৃষক কৃষাণী।

অল্প সময়ে গরু মোটাতাজাকরণ। কম খরচে অধিক লাভ। দ্বিতীয় পর্ব। কৃষক কৃষাণী।

দর্শক,
কেমন আছেন।
আশাকরি ভালো আছেন সুস্থ আছেন।
বর্তমানে অনেক খামারি বলেন তারা খামার করে লাভ করতে পারতেছেন না।
অনেকে বন্ধ করে দিচ্ছেন তাদের খামার।
কিন্তু যারা স্বল্প সময়ে মাত্র চার থেকে পাঁচ মাসে গরু মোটাতাজা করার জন্য খামার পরিচালনা করেন, তারা লাভবান হচ্ছেন।
এর আগে এমন একটি খামারের ভিডিও আপনাদের দেখিয়েছিলাম।
অনেকে এ খামারের আপডেট ভিডিও চেয়েছেন।
এর আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম কিভাবে অল্প সময়ে গরু মোটাতাজা করা যায়|
এমন খামার করলে কোন ধরনের বাচ্চা থেকে শুরু করা ভালো,
কোন জাতের গরুর মাংস দ্রুত বৃদ্ধি পায়,
কি খাবার দেয়া দরকার,
কি কি পরিচর্যা নিতে হয় ইত্যাদি বিষয় সম্পর্কে।
আজকে আবারো চলে এসছি সেই পেটেলকো এগ্রো ফার্মে।
খামারটি পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার ভাইজোরা গ্রামে।
এবং এর মুল সত্বাধিকারী ইঞ্জিনিয়ার আবুল বাসার।
চলুন তাহলে ঘুরে দেখি খামারের বর্তমান কি অবস্থা।


ফেসবুক পেজ-
  / krishokkrishani22  

ফেসবুক গ্রুপ-
  / 839711180341675  


#গরু_মোটাতাজাকরণ #ষাড়_গরু_পালন #কৃষক_কৃষাণী

Комментарии

Информация по комментариям в разработке