Ask2q
ধ্যানমন্ত্রে দেবী সরস্বতীকে শ্বেতবর্ণা, শ্বেত পদ্মে আসীনা, মুক্তার হারে ভুষিতা, পদ্মলোচনা ও বীণাপুস্তকধারিণী এক দিব্য দ্বিভূজা অথবা চতুর্ভূজা নারীমূর্তিরূপে কল্পনা করা হয়েছে , ইনি অক্ষমালা, কমণ্ডলু, বীণা ও বেদপুস্তকধারিণী ।
পশ্চিম বঙ্গে , বাংলা তথা পূর্বভারতে সরস্বতী দ্বিভূজা ও রাজহংসের পৃষ্ঠে আসীনা।উত্তর ও দক্ষিণ ভারতে সাধারণত ময়ূরবাহনা চতুর্ভূজা সরস্বতী পূজিত হন।
ওঁ তরুণশকলমিন্দোর্বিভ্রতী শুভ্রকান্তিঃ কুচভরনমিতাঙ্গী সন্নিষণ্ণা সিতাব্জে।
নিজকরকমলোদ্যল্লেখনীপুস্তকশ্রীঃ সকলবিভবসিদ্ধৈ পাতু বাগ্দেবতা নঃ।।
অর্থাৎ,
“চন্দ্রের নূতন কলাধারিণী, শুভ্রকান্তি, কুচভরনমিতাঙ্গী, শ্বেত পদ্মাসনে আসীনা, হস্তে ধৃত লেখনী ও পুস্তকের দ্বারা শোভমানা বাগ্দেবী সকল বিভবপ্রাপ্তির জন্য আমাদিগকে রক্ষা করুন।”
পদ্মপুরাণ-এ উল্লিখিত সরস্বতীস্তোত্রম্-এ বর্ণিত হয়েছে,
শ্বেতপদ্মাসনা দেবী শ্বেতপুষ্পোপশোভিতা। শ্বেতাম্বরধরা নিত্যা শ্বেতগন্ধানুলেপনা।।১
শ্বেতাক্ষসূত্রহস্তা চ শ্বেতচন্দনচর্চিতা। শ্বেতবীণাধরা শুভ্রা শ্বেতালঙ্কারভূষিতা।।২
অর্থাৎ,
“দেবী সরস্বতী আদ্যন্তবিহীনা, শ্বেতপদ্মে আসীনা, শ্বেতপুষ্পে শোভিতা, শ্বেতবস্ত্র-পরিহিতা এবং শ্বেতগন্ধে অনুলিপ্তা।১
অধিকন্তু তাঁহার হস্তে শ্বেত রুদ্রাক্ষের মালা; তিনি শ্বেতচন্দনে চর্চিতা, শ্বেতবীণাধারিণী, শুভ্রবর্ণা এবং শ্বেত অলঙ্কারে ভূষিতা।২”
বঙ্গে, শ্রী শ্রী দেবী মাতা সরস্বতীর পুষ্পাঞ্জলী মন্ত্র :
ওঁ জয় জয় দেবী চরাচর সারে, কুচযুগশোভিত মুক্তাহারে।
বীনারঞ্জিত পুস্তক হস্তে, ভগবতী ভারতী দেবী নমহস্তুতে।।
নমঃভদ্রকাল্যৈ নমো নিত্যং সরস্বত্যৈ নমো নমঃ।
বেদ-বেদাঙ্গ-বেদান্ত-বিদ্যা-স্থানেভ্য এব চ।।
এস স-চন্দন পুষ্পবিল্ব পত্রাঞ্জলি সরস্বতৈ নমঃ।।
শ্রী শ্রী দেবী মাতা সরস্বতীর প্রনাম মন্ত্র :
নমো সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে।
বিশ্বরূপে বিশালাক্ষ্মী বিদ্যাংদেহি নমোহস্তুতে।।
জয় জয় দেবী চরাচর সারে, কুচযুগশোভিত মুক্তাহারে।
বীনারঞ্জিত পুস্তক হস্তে, ভগবতী ভারতী দেবী নমহস্তুতে।।
শ্রী শ্রী দেবী মাতা সরস্বতীর স্তব :
শ্বেতপদ্মাসনা দেবী শ্বেত পুষ্পোপশোভিতা।
শ্বেতাম্ভরধরা নিত্যা শ্বেতাগন্ধানুলেপনা।।
শ্বেতাক্ষসূত্রহস্তা চ শ্বেতচন্দনচর্চ্চিতা।
শ্বেতবীণাধরা শুভ্রা শ্বেতালঙ্কারবভূষিতা
বন্দিতা সিদ্ধগন্ধর্ব্বৈর্চ্চিতা দেবদানবৈঃ।
পূঝিতা মুনিভি: সর্ব্বৈঋষিভিঃ স্তূয়তে সদা।।
স্তোত্রেণানেন তাং দেবীং জগদ্ধাত্রীং সরস্বতীম্।
যে স্মরতি ত্রিসন্ধ্যায়ং সর্ব্বাং বিদ্যাং লভন্তি তে।।
Ask2Q বিস্তারিত জানতে ক্লিক করুন ....
এই বছর একদিন নয়,টানা দুদিন ধরে চলবে বসন্ত পঞ্চমী অর্থাৎ সরস্বতী পূজা ...প্রতি বছরই জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যেই এই বাগদেবীর আরাধনা হয় মা সরস্বতীর।
#SaraswatiPuja২০২২
#সরস্বতীপূজা২০২২
#বসন্তপঞ্চমী২০২২
Basant panchami 2022 calendar
2022 mein basant panchami date
Basant panchami 2022 puja vidh
2022 mein basant panchami kab padegi
2022 ki basant panchami ki tarikh
Which date basant panchami 2022
Basant panchami puja vidhi 2022
basanta panchami 2022
জ্ঞান
জ্ঞানের দেবী
পঞ্চমী তিথি
বিদ্যা
সন্ধ্যা
আরতি
শিক্ষার্থী
শুক্লা পঞ্চমী
প্রসাদ
প্রসাদ বিতরণ
সুর
বিদ্যা, বাণী ও সুরের দেবী সরস্বতীর পূজা গতকাল সকাল থেকে শুরু হয়। শ্বেত রাজহাসে চড়ে বিদ্যা ও সুরের দেবী সরস্বতী পৃথিবীতে আসেন, সরস্বতী পূজা , শাস্ত্রীয় বিধান অনুসারে বিধান অনুসারে মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়, তিথিটি শ্রীপঞ্চমী বা বসন্ত পঞ্চমী নামেও পরিচিত। এই ধর্মীয় উৎসবে পঞ্চমী তিথিতে বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করেন অগণিত ভক্ত, দেবী সরস্বতী সত্য, ন্যায় ও জ্ঞানালোকের প্রতীক ও বিদ্যা, বাণী ও সুরের অধিষ্ঠাত্রী দেবী। সরস্বতী পূজা উপলক্ষে বিশেষ করে শিক্ষার্থীরা বাণী অর্চনাসহ নানা অনুষ্ঠানের আয়োজন করে, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পূজা , পুষ্পাঞ্জলি প্রদান, প্রসাদ বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যা আরতি, আলোকসজ্জা প্রভৃতি হয়।
Fair Use Disclaimer: This channel may use some copyrighted materials without specific authorization of the owner but contents used here falls under the “Fair Use” as described Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research.
Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use."
ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।
Информация по комментариям в разработке