আলী রাঃ এর বিরুদ্ধে রাসুল (সঃ) এর স্ত্রী হযরত আয়েশা রাঃ'র ঐতিহাসিক যুদ্ধ!

Описание к видео আলী রাঃ এর বিরুদ্ধে রাসুল (সঃ) এর স্ত্রী হযরত আয়েশা রাঃ'র ঐতিহাসিক যুদ্ধ!

বিসমিল্লাহ্‌ হিররাহ মানির রাহিম।
আসসালা মুয়ালাইকুম অয়ারাহ মাতুল্লাহ! আলহামদুলিল্লাহ্‌ আসসালাতু আসসালা মুয়ালা রাসুল আল্লাহ্‌ ।
সুপ্রিয় আলোর পথের যাত্রী বিন্দ আসা করি আল্লাহর রহমত ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন ।

প্রিয় দর্শক হজরত মুসা আ: এর কাছে ফেরাউনের ঐতিহাসিক পড়া জয়ের কথা কম বেশি আমরা সকলেই জানি। কিন্তু পরাজয় পরবর্তী ফেরাউনী পদক্ষেপগুলো সম্পর্কে আমরা কয়জনই বা জানি। তাই আজকের আলোচনায় আমরা জানবো পরাজয় পরবর্তী ফেরাউন কি কি পদক্ষেপ হাতে নিয়েছিল। তাই অনুরোধ করছি পুরো আলোচনাটি না টেনে শেষ পর্যন্ত শুনার জন্য। তো প্রিয় দর্শক চলুন শুরু করা যাক।
জাদুর মাধ্যমে আল্লাহ প্রদত্ত অলৌকিক ক্ষমতার সাথে প্রতিযোগিতায় নেমে ফেরাউন শোচনীয় পরাজয় বরণ করে অকুস্থল থেকে শহরে ফিরে আসে। মূলত এ থেকেই তার পতনের ধারা শুরু হয়। এতো দিন পর্যন্ত সে নিজেকে বড় খোদার মিথ্যা অসার দাবি করে আসলেও, সে যে প্রকৃত অর্থে কি বস্তু তা নিজেও ভালোভাবে জানে। প্রতারণা আর ভেলকি বাজি তার সাকুল্যে সম্বল। যে প্রতারনার উপর তার মিথ্যা খোদায়ী দাবির প্রাসাদ এতদিন দাঁড়িয়ে ছিল তাও আজ ধূলিসাধ হয়ে গেছে। বিবেক সম্পন্ন লোকেরা তার প্রতারণা আঁচ করতে পেরে কেটে পড়েছে। কেউ কেউ গোপনে মুসা আ: এর আহ্বানে সাড়া দিয়ে তার রিসালাত ও আল্লাহর একত্ববাদের প্রতি ঈমান আনছে। সামনে তার ঘোর দুর্দিনের ঘনঘটা এখনই বেজে উঠেছে। তাই তার দুশ্চিন্তার কোনো অব্দি নেই। ততপুরী প্রিয়তমা স্ত্রী আসিয়ার ঈমান গ্রহণের ক্ষমার তাকে আরো বিপাকে ফেলে দেয়। স্ত্রীর মুসা আ:এর প্রতি ঈমান আনার ঘটনা তার আত্মপক্ষ সমর্থনের সকলপথ চিরতরে রুদ্ধ করে দেয়। সে গৃহ বন্ধি হয়ে পড়ে। সর্বপ্রকার জন যোগাযোগ একেবারেই বন্ধ। আর যাই হোক লজ্জা বলে একটা বিষয়তো মানুষের প্রকৃতিগত স্বভাব। এর প্রভাব এড়ানো অনেক সময় দুর্দান্ত দাপটের ব্যাক্তির জন্যও সম্ভব হয় না। ফেরাউন খুব একটা বাহিরে আসছে না। তার চাটুকার মুসাহেবদেরও দিনকাল খুবই খারাপ যাচ্ছে। কোনো প্রকারেই তারা হালে পানি পাচ্ছে না। এই বিষাদময় করুন পরিস্থিতি থেকে উত্তরণের লক্ষে তারা ফেরাউনের সাথে দেখা করে এমন স্বপ্রবূত আর সান্তনামূলক কথা শুনতে থাকে। যাতে তার পরাজয় জনিত লজ্জা দূরীভূত হয়ে পূর্বের অবস্থায় প্রত্যাবর্তন করে। তারা মুসা আ:কে সকল অনিষ্ট অনর্থের মূলীভূত কারণ সাব্যস্ত করে ফেরাউনকে উত্তেজিত ক্ষিপ্ত করে তুলে। তারা মুসা আ: ও তার সহযোগী অনুসারীদের বিরুদ্ধে ফেরাউনকে উত্তেজিত করে বললো, তাহলে আপনি কি মুসা ও তার সম্প্রদায়ের লোকদেরকে এমনিতেই ছেড়ে দিবেন?যে তারা আপনাকে এবং আপনার প্রভুদেরকে ত্যাগ করে দেশে যাবতীয় অনর্থ সৃষ্টি করবে? কিন্তু মুসা আ: ও হারুন আ: এর সত্যতা জনিত ভীতি ফেরাউনের মনো জগতে এতো বেশি প্রভাব বিস্তার করেছিল যে, সে এই দুইজন সম্পর্কে নূন্যতম কোনো আলোচনায় রাজি নয়। এতটা সত্ত্বেও চাটুকার মুসাহেবরা তার পেছনে লেগে থাকে। কোনো মতেই ফেরাউন তাদের বেড়াজাল ছিন্ন করতে সক্ষম হয় নাই। আর চাটুকার মুসাহেবরাই চিরকাল ফেরাউন স্বভাব প্রকৃতির লোকদের ধ্বংসের পথে প্রধান নিয়ামকের ভূমিকা পালন করে থাকে। এটি এক ঐতিহাসিক বাস্তব। ফেরাউনের ক্ষেত্রেও এই ঐতিহাসিক বাস্তবতার ব্যাতিক্রম ঘটে নাই। হজরত সায়েদ ইবনে জুবায়ের রা: বলেন, প্রতিযোগিতায় পরাজয়ের পর ফেরাউনের মাঝে মুসা আ: এর ভীতি এতবেশি প্রবল হয়ে দেখা দেয় যে মুসা আ:কে দেখলে আপনা থেকেই তার প্রস্রাব বের হয়ে যেত। তাই সে মুসা আ: ও হারুন আ: সম্পর্কে কোনো উচ্চবাচ্চ না করে বনি ইসরাইল সম্পর্কে গৃহীত সিদ্ধান্তের কথা সভাস্বদের সামনে প্রকাশ করে। পবিত্র কোরআনে তার এই সিদ্ধান্তের এবং সভাস্বদের তাকে উত্তেজিত করার বিশদ বর্ণনা রয়েছে।

Fair Use Disclaimer:
=================
This channel may use some copyrighted materials without specific authorization of the owner but contents used here falls under the “Fair Use” as described in The Copyright Act 2000 Law No. 28 of the year 2000 of Bangladesh under Chapter 6, Section 36 and Chapter 13 Section 72. According to that law allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.

"Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use."

Комментарии

Информация по комментариям в разработке