শিল্পীঃ ফকির টুন টুন শাহ
সুরকারঃ ফকির লালন সাই
গীতিকারঃ ফকির লালন সাই
সে দিন, সে দিন, সে দিন, সেদিন হৃদ কমলে, সে দিন হৃদ কমলে, হৃদ কমলে সে রূপ, ঝঁলক দেবে ঝঁলক দেবে,
ভাব শূণ্য হইলে হৃদয়, বেঁদ পড়িলে কি ফলও হয়, ভাবের ভাবী থাকলে স্বদয়, ভাবের ভাবী, ভাবের ভাবী, ভাবের ভাবী থাকলে স্বদয়, গুপ্ত ব্যাক্ত ভাব জানা যাবে, ভাবের ভাবী, ভাবের ভাবী, ভাবের ভাবী থাকলে স্বদয়, গুপ্ত ব্যাক্ত ভাব জানা যাবে। ভাবের, ভাবের ভাবী, ভাবের ভাবী থাকলে স্বদয়, গুপ্ত ব্যাক্ত ভাব জানা যাবে, ভাবের উদয় যেদিন হবে, ভাবের উদয় যে দিন হবে, ভাবের উদয় যেদিন হবে।
শত দল সহস্র দলও, এক রূপে কইরেছে আঁলো, শত দল সহস্র দলও, এক রূপে কইরেছে আঁলোও, শত দল সহস্র দলও, এক রূপে কইরেছে আঁলো, সে রূপে যে নয়ন দিলও, সে রূপে যে নয়ন দিল, মহাকাল সমন তার কি করিবে, সে রূপে, সে রূপে যে নয়ন দিল, মহাকাল সমন তার কি করিবে, ভাবের উদয় যে দিন হবে, ভাবের উদয় যেদিন হবে, ভাবের উদয় যেদিন হবে।
অদৃশ্য ভাবনা করা, আঁধার ঘরে সর্প ধরা, অদৃশ্য ভাবনা করা, আঁধার ঘরে সর্প ধরা, লালন বলে রশিক যারা, লালন বলে ভাবুক যারা, ভাবের বাতি জ্বেলে, নিত্য ধামে যাবে, লালন বলে, লালন বলে, লালন বলে ভাবুক যারা, ভাবের বাতি জ্বেলে নিত্য ধামে যাবে, ভাবের উদয় যে দিন হবে, ভাবের উদয় যে দিন হবে, ভাবের উদয় যেদিন হবে।
নবী না চিনলে সেকি খোদার ভেদ পায়
চিনিতে বলেছেন খোদে সেই দয়াময়।।
কোন নবী হইল ওফাত
কোন নবী বান্দার হায়াত
নিহাজ করে জানলে নেহাত
যাবে সংশয়।।
যে নবী পারের কান্ডার
জিন্দা সে চার যুগের উপর
হায়াতুল মুরছালিন নাম তার
সেই জন্য কয়।।
যে নবী আজ সঙ্গে তোরো
চিনে মন তার দাওন ধরো
লালন বলে পারের কারো
সাধ যদি রয়।।
Информация по комментариям в разработке