সেন্টমার্টিন, বাংলাদেশের মূল ভূখন্ডের সর্ব দক্ষিণে অবস্থিত একমাত্র প্রবাল দ্বীপ। বাংলাদেশের জনপ্রিয় ভ্রমণ স্থানের তালিকায় উপরের দিকে অবস্থান সেন্টমার্টিনের। নারিকেল জিঞ্জিরা খ্যাত এই দ্বীপটি কক্সবাজার জেলা শহর থেকে প্রায় ১২০ কিলোমিটার দূরে অবস্থিত। সেন্টমার্টিনের অসীম নীল আকাশের সাথে সমুদ্রের নীল জলের মিতালী, সারি সারি নারিকেল গাছ আর অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য্য ভ্রমণ পিয়াসী মানুষকে দুর্নিবার আকর্ষনে কাছে টেনে নেয়। ভ্রমণ গাইডের এই ভ্রমণ পরিকল্পনায় জেনে নিন সেন্টমার্টিন দ্বীপ ভ্রমণের ট্যুর প্ল্যান, যাবার উপায়, থাকা ও খাওয়ার এবং খরচ সম্পর্কে সকল তথ্য।
সেন্টমার্টিন ট্যুর প্ল্যান ১ : দুই দিন এক রাত
সেন্টমার্টিন যেতে হলে প্রথমে কক্সবাজার জেলার টেকনাফে আসতে হবে। এক্ষেত্রে ঢাকা থেকে রাত ৮-১০ টার মধ্যে বাসে রওনা দিলে পরদিন সকাল ৯ টার মধ্যে সেন্টমার্টিনগামী জাহাজ ঘাটে চলে আসতে আসবেন। ঢাকা হতে বাসে টেকনাফ জাহাজ জেটিতে পৌঁছাতে ১০-১২ ঘন্টা সময় লাগে। ঢাকার ফকিরাপুল ও সায়েদাবাদ থেকে শ্যামলী, সেন্টমার্টিন পরিবহন, ঈগল, এস আলম, মডার্ন লাইন, গ্রীন লাইন ইত্যাদি বাস সরাসরি টেকনাফ যায়। বাসের ধরণ ও মান অনুযায়ী জনপ্রতি টিকেটের ভাড়া ৮০০ থেকে ২০০০ টাকা।
প্রথম দিন
বাস থেকে টেকনাফের যে জাহাজে যাবেন তার জেটির কাছে নেমে আগে টিকেট করা না থাকলে টিকেট কাউন্টার হতে কত দিন সেন্টমার্টিনে থাকবেন সেটা জানিয়ে সেন্টমার্টিনগামী পছন্দের জাহাজের টিকেট সংগ্রহ করে নিন। টেকনাফ থেকে কেয়ারী সিন্দাবাদ, কেয়ারি বে ক্রুজ এন্ড ডাইন, এম ভি গ্রীনলাইন ১, এমভি ফারহান, আটলান্টিক সহ আরও কিছু জাহাজ প্রতিদিন সকাল ৯.৩০ মিনিটে সেন্টমার্টিনের উদ্দেশ্যে ছেড়ে যায়। জাহাজের শ্রেনীভেদে আপ-ডাউন ভাড়া ৫৫০-১৫০০ টাকার মত। জাহাজে করে টেকনাফ থেকে সেন্টমার্টিন যেতে সময় লাগে দুই থেকে আড়াই ঘন্টা।
সব ঠিক থাকলে দুপুর ১২ টা থেকে সাড়ে ১২ টার মধ্যেই সেন্টমার্টিন দ্বীপে পৌঁছে যাবেন। সেন্টমার্টিন দ্বীপে পৌঁছে আগে হোটেল বুকিং করা না থাকলে হোটেল ঠিক করে নিন। ব্লু মেরিন রিসোর্ট, কোরাল ভিউ রিসোর্ট, প্রাসাদ প্যারাডাইস রিসোর্ট, নীল দিগন্তে রিসোর্ট, প্রিন্স হেভেন রিসোর্ট, লাবিবা বিলাস রিসোর্ট, কোরল ব্লু, মারমেইড, পান্না রিসোর্ট, সি প্রবাল, সি ইন, হোটেল সাগর পাড়, রিয়াদ গেস্ট হাউজ, হোটেল স্বপ্ন প্রবাল, শ্রাবণ বিলাস, সানসেট ভিউ ইত্যাদি হোটেল ও রিসোর্টে ১৫০০ থেকে ৫০০০ টাকায় রাত্রিযাপন করতে পারবেন। হোটেল ঠিক করে চেক ইন করে বেরিয়ে পড়ুন সেন্টমার্টিনে সমুদ্র স্নানের উদ্দেশ্যে। সমুদ্র স্নান সেরে দুপুরের খাবার খাওয়ার জন্য রিসোর্টে আগে অর্ডার করে রাখতে পারেন অথবা আশেপাশের কোন হোটেল থেকে খাবার খেতে পারেবন। এই ক্ষেত্রে কেয়ারি মারজান রেস্তোরাঁ, বিচ পয়েন্ট, হোটেল আল্লার দান, বাজার বিচ, আসাম হোটেল, সি বিচ, সেন্টমার্টিন, কুমিল্লা রেস্টুরেন্ট, রিয়েল রেস্তোরাঁ, হাজী সেলিম পার্ক ও হোটেল সাদেক-কে বেছে নিতে পারেন।
Saint Martin is the only atoll island in the southernmost part of mainland Bangladesh. St. Martin's is at the top of the list of popular travel destinations in Bangladesh. This island, known as Coconut Jinjira, is located about 120 km from the district town of Cox's Bazar. St. Martin's infinite blue sky with the blue water of the sea, rows of coconut trees and the magnificent natural beauty draws the thirsty people to Durniva. Find out all the information about Saint Martin Island Tour Plan, Ways to Go, Accommodation and Food and Cost in this travel guide.
Saint Martin Tour Plan 1 : Two Days One Night
If you want to go to Saint Martin, you must first come to Teknaf in Cox's Bazar district. In this case, if the bus departs from Dhaka between 8-10 pm, the ship bound for St. Martin will arrive at the port by 9 am the next day. It takes 10-12 hours to reach Teknaf ship jetty by bus from Dhaka. Shyamoli, St Martin Paribahan, Eagle, S Alam, Modern Line, Green Line etc. buses from Dhaka's Fakirapool and Syedabad go directly to Teknaf. Ticket fare per person is 800 to 2000 taka depending on the bus type and standard.
first day
From the bus, get off at the jetty of the ship to Teknaf and if you have not already booked a ticket, tell the number of days you will be in St. Martin from the ticket counter and collect the ticket for the ship of your choice to St. Martin. From Teknaf, Carey Sindabad, Carey Bay Cruise & Dine, MV Greenline 1, MV Farhan, Atlantic and some other ships leave for Saint Martin daily at 9.30 am. Depending on the class of the ship, the up-down fare is like 550-1500 rupees. It takes two to two and a half hours to go from Teknaf to Saint Martin by ship.
If all goes well, you will reach Saint Martin Island between 12:00 PM and 12:30 PM. Arriving in Saint Martin Island, if you haven't already booked a hotel, arrange a hotel. Blue Marine Resort, Coral View Resort, Palace Paradise Resort, Blue Horizon Resort, Prince Haven Resort, Labiba Luxury Resort, Coral Blue, Mermaid, Emerald Resort, Sea Coral, Sea Inn, Hotel Sagar Par, Riad Guest House, Hotel Sapna Coral, Shravan Luxury, Sunset View etc. in hotels and resortsYou can stay overnight for 1500 to 5000 taka.Check in to the hotel and head out for a sea bath in Saint Martin.
#Sentmartin_Tour
#Sentmartin_Travel
#Coxbazzar_Tour
#Taknaf_Tour
#Charulata_Production
#Sentmartin_Beauty
#Turrest_Place_Of_Bangladesh
#SentmartinTurrestPlace
#Sentiment_Gaide
#Surjo_Roy_Rony
Информация по комментариям в разработке