Jodi amake jante sadh hoy (With lyrics) by Sabina Yeasmin l যদি আমাকে জানতে সাধ হয়

Описание к видео Jodi amake jante sadh hoy (With lyrics) by Sabina Yeasmin l যদি আমাকে জানতে সাধ হয়

সাবিনা ইয়াসমিন অত্যন্ত উচ্চমানের একজন শিল্পী যাঁর কণ্ঠের যাদুকরী ছোঁয়ায় আমরা মুগ্ধ হই , আপ্লুত হই । । তিনি আমাদের দেশ তথা এই উপমহাদেশের গর্ব ।। বিনম্র শ্রদ্ধা , ভালোবাসা ও কৃতজ্ঞতা রইলো গুণী শিল্পীর প্রতি ।।।

শ্রুতিমধুর এই গানটির প্রতিটি শব্দে নিজ দেশের প্রতি সর্বোচ্চ ভালোবাসা ও শ্রদ্ধা প্রদর্শনের সাথে সাথে প্রতিটি মানুষের সম্মানবোধের বিষয়টি খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন শ্রদ্ধেয় গীতিকার গাজী মাজহারুল আনোয়ার ।। বিনম্র শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাই ।।।

গাজী মাজহারুল আনোয়ারের শূন্যস্থান কখনোই পূরণ হবার নয় । যখন থেকে আমার এ উদাসী মনটা ভালোবাসার মানে খুঁজেছে , তখন থেকেই এই গানটা হৃদয়ের কথা বলেছে ।


যাঁর সুরের মূর্ছনায় পূর্ণ রূপ নিলো অসাধারণ এই গানটি , তিনি বরেণ্য সুরকার সত্য সাহা ।। কৃতজ্ঞচিত্তে শ্রদ্ধা জানাই ।।

---- মাহ্জেবীন আহমেদ



Original Singer ( মূল শিল্পী ) : Sabina Yasmin ( সাবিনা ইয়াসমিন )

Lyricist ( গীতিকার ) : Gazi Mazharul Anwar (গাজী মাজহারুল আনোয়ার )

Composer ( সুরকার ) : Shattya Saha ( সত্য সাহা )

Film (ছায়াছবি ) : Harjit (হারজিত )


Lyrics ( গানের কথা ) :

যদি আমাকে জানতে সাধ হয়
বাংলার মুখ তুমি দেখে নিও
যদি আমাকে বুঝতে মন চায়
এ মাটির শ্যামলিমায় এসো প্রিয় ।।

এখানে বৃষ্টি ঝরে রিমঝিম শ্রাবণের সেতারে
কুমারী নদীর বুক কেঁপে ওঠে প্রণয়ের জোয়ারে

যদি কখনও দেখতে সাধ হয়
আমার মনের চঞ্চলতা
তবে বরষার কোন নদী দেখে নিও ।।

শাপলা ফোঁটে যখন ঝিলের জলে
পাখিরা কুজন করে বনতলে
মনে করো সে আমার হাসি.....
সে আমার গান ।।

এখানে ঝর্না যেন যেতে চায় সুদূরে হারিয়ে
পাহাড়ি সবুজ মায়া ডাক দেয় দু’টি হাত বাড়িয়ে

যদি কখনও পড়তে সাধ হয়
আমার হারাবার ঠিকানা
তবে নিজের হৃদয় তুমি দেখে নিও ।।

যদি আমাকে জানতে সাধ হয়
বাংলার মুখ তুমি দেখে নিও
যদি আমাকে বুঝতে মন চায়
এ মাটির শ্যামলিমায় এসো প্রিয় ।।

Комментарии

Информация по комментариям в разработке