আঁচিল, ফাউল পক্স ও গুটি বসন্ত রোগের চিকিৎসা

Описание к видео আঁচিল, ফাউল পক্স ও গুটি বসন্ত রোগের চিকিৎসা

মুরগির ফাউল পক্স (Fowl Pox) বা গুটি বসন্ত রোগ।

মুরগির ফাউল পক্স (Fowl Pox) বা গুটি বসন্ত রোগ একটি ভাইরাস দ্বারা সৃষ্ট মারাত্বক সংক্রামক রোগ। সব বয়সের মোরগ ও মুরগিতে এই রোগ হয়ে থাকে। ডিসেম্বর থেকে মার্চ মাসের মধ্যে এ রোগের প্রকপ বেশি হয়ে থাকে। বয়সাক মুরগির ক্ষেত্রে ফাউল পক্স বা বসন্ত তেমন মারাত্বক নয়। কিন্তু বাচ্চা মুরগির এরোগ হলে প্রায় শতকরা ৫০-৬০ ভাগ বাচ্চা মারা যায়। দেশী মুরগি, কবুতর ও কোয়েলে গুটি বসন্ত রোগ হয়ে থাকে।

ফাউল পক্স রোগের চিকিৎসা:

এই রোগের তেমন কোন চিকিৎসা নেই। তবে আমি কিছু মেডিসিন ব্যবহার করে উপকার পেয়েছি তাই আপনাদের কাছে শেয়ার করলাম।
যেমন:
জিলিয়ান ভেট
(এনড্রোগ্রাফিস পেনিকুলাটা)
পশু খাদ্যের পুষ্টি প্রিমিক্স
উপাদান:
প্রতি গ্রাম এ রয়েছে এনড্রোগ্রাফিস পেনিকুলাটা ১০০ মি.গ্রা.।
নির্দেশনা:
• ইমিউনোমডুলেটর হিসেবে

• অ্যান্টিভাইরাল হিসেবে

• ঠান্ডা ও ফ্লু এর তীব্রতা হ্রাসে

• অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টি-ইনফ্ল্যামেটরি, অ্যান্টিঅক্সিডেন্ট ও হেপাটোপ্রোটেকটিভ

হিসেবে

• ওজন বৃদ্ধিতে সহায়তা করে।

প্রয়োগমাত্রা ও প্রয়োগবিধি

পোল্ট্রিখাদ্যে ব্যবহারের জন্য।

প্রতিরোধ: ১ গ্রাম/৫০ কেজি দৈহিক ওজন হিসেবে ৫-৭ দিন খাওয়াতে হবে।

এসকাভিট”
এডিই ভিটামিন এ, ডি, এবং ই ওরাল সল্যুশন।
• ভিটামিন এ, ডি, এবং ই এর চাহিদা পূরণ করতে
• দুধ, মাংস ও ডিমের উৎপাদন বৃদ্ধি করতে
• ফার্টিলিটি ও হ্যাচাবিলিটি বৃদ্ধি করতে • ভ্যাকসিনের কার্যকারীতা ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে

• হাড় ও পেশীর গঠন ত্বরান্বিত করতে
ভ্যাকসিন, কৃমিনাশক ও এন্টিবায়োটিক ব্যবহার জনিত ধকল কমাতে

প্রয়োগক্ষেত্র: ১ মিঃ লিঃ ২-৪ লিটার পানির সাথে মিশিয়ে ৫-৭ দিন খাওয়াতে হবে।

ফাঙ্গালিন (অয়েন্টমেন্ট ভেট)
উপাদান :

বেনজইক এসিড বিপি ৬%
স্যালিসাইলিক এসিড বিপি ৩%
মাত্রা ও প্রয়োগ বিধি :

মলম ব্যবহারের পূর্বে ক্ষতস্থানে প্রত্যেকবার অল্প গরম পানিতে ধুয়ে পরিস্কার নরম ক অথবা গজ কাপড় দিয়ে শুকিয়ে নিন। ভাল না হওয়া পর্যন্ত ফাঙ্গালিন অয়েন্টমেন্ট ক্ষত দিনে ২-৩ বার ব্যবহার করুন।

অথবা রেজিস্টার্ড ভেটেরিনারি চিকিৎসে পরামর্শ অনুযায়ী ব্যবহার্য ।

#bismillahagrofarm
#মুরগির_ফাউল_পক্স_রোগ_পরিচিতি
#মুরগির_ফাউল_পক্স_সংক্রমনের_মাধ্যম
#মুরগির_গুটি_বসন্ত_রোগের_লক্ষণ
#ফাউল_পক্স_রোগের_চিকিৎসা
#মুরগির_ফাউল_পক্স_ভ্যাকসিন
#ফাউল_পক্স_টিকার_দাম
#রোগ_প্রতিরোধ_ব্যবস্থা
#short #shorts #shortsfeed
#shortsvideo
#1000subscriber
#howtogainyoutubesubscribers
#increasesusbcribers
#4000watchtime
#duck #chicken #pigon

Facebook link:
https://www.facebook.com/whidur.rahma...

যেকোনো পরামর্শের জন্য ফোন করুন
মোঃ অহিদুর রহমান
মোবাইল: ০১৭১৫-০৯৯৫৯৭

Комментарии

Информация по комментариям в разработке