সমুদ্রকন্যা কুয়াকাটা ঘোরার জন্য কেমন? Kuakata Sea Beach সাগর যাদের ভাল লাগে, মিস করবেন না!!

Описание к видео সমুদ্রকন্যা কুয়াকাটা ঘোরার জন্য কেমন? Kuakata Sea Beach সাগর যাদের ভাল লাগে, মিস করবেন না!!

প্রায় ১৮ কিলোমিটার জুড়ে বিস্তৃত কুয়াকাটা সমুদ্র সৈকত বাংলাদেশের অন্যতম একটি পর্যটন কেন্দ্র। সমুদ্রকন্যা হিসেবে পরিচিত এই সৈকতে আগে পর্যটক সংখ্যা কিছুটা কম থাকলেও পদ্মা সেতু হবার পরে প্রতিদিন দেশের বিভিন্ন স্থান থেকে হাজারো মানুষ কুয়াকাটা যান সমুদ্রের অপার সৌন্দর্য উপভোগ করতে। কুয়াকাটার অন্যতম বৈশিষ্ট হল এই সৈকত থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত দুটোই উপভোগ করতে পারেন দর্শনার্থীরা। ঢাকা থেকে বাস বা লঞ্চযোগে পটুয়াখালী হয়ে যাওয়া যায় কুয়াকাটা। ছুটির দিনগুলোতে অন্যান্য দিনের তুলনায় হোটেল ভাড়া ও অন্য সব খরচ অনেকটাই বেড়ে যায়, তাই আগে থেকে সব প্লান করে যাওয়া ভাল।

My Facebook ID:   / muktadirhasan.bd  
Email: [email protected]

Комментарии

Информация по комментариям в разработке