welcome Emotion music । ইমোশন মিউজিক
গান টি আপনার কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ
🎶 গানের নাম: আমার ভাঙা তরী
🎤 কণ্ঠ: AI
🖋️ লিরিক্স: Sihab Islam
🎧 ধরন: Emotional / Spiritual / Sad Bangla Song
📖 সম্পূর্ণ লিরিক্স:
[INTRO]
ও..... হু..... ও......
ঘোর আঁধার রাত, পথের বাঁকে একা আমি বসে,
জীবনটা যেন এক ভাঙা তরী, অথৈ জলে ভাসে।
কোথায় যাবো, কী যে করবো, কিছুই নাহি জানি,
শুধু তোমার নামের মালা গেঁথে, রাত পোহাই আমি।
ও.....
[CHORUS]
আমার ভাঙা তরী, ছেঁড়া পাল, কেমনে দেব পাড়ি.....
এ ভবের অথৈ জলে, হারিয়েছি দিশা তা.....রি...
আমার ভাঙা তরী, ছেঁড়া পাল, কেমনে দেব পাড়ি.....
এ ভবের অথৈ জলে, হারিয়েছি দিশা তা.....রি...
আমার আশার বাতি নিভে গেছে, ঘোর আঁধারে.....
আমার আশার বাতি নিভে গেছে, ঘোর আঁধারে.....
[VERSE 1]
মায়ার এই হাটে এসে, সবই অচেনা লাগে,
আপন যারা ছিল, আজ পর হয়ে গেছে।
বুকের ভেতর কষ্টের পাহাড়, আর তো সহে না,
তোমায় ছাড়া এই অধমের, আর যে কেহ না।
ওগো দয়াময়, তুমি বিনে, হা.....
এই জগতে আপন কেহ নাই রে.....
[VERSE 2]
কত মিথ্যে অভিনয়ে, মুখ ঢেকেছে লোকে,
দেখে ভবের ছলনা, দু'চোখ জলে ভাসে।
একটু আলোর আশায় আমি, হাত বাড়িয়ে রই,
আমার ব্যথার কথা শুনবে, এমন মানুষ কই?
কোথায় তুমি প্রভু..... ডাকে তোমার কাঙাল,
তুমি টেনে নাও তোমার আলোতে.....
[CHORUS]
আমার ভাঙা তরী, ছেঁড়া পাল, কেমনে দেব পাড়ি.....
এ ভবের অথৈ জলে, হারিয়েছি দিশা তা.....রি...
আমার ভাঙা তরী, ছেঁড়া পাল, কেমনে দেব পাড়ি.....
এ ভবের অথৈ জলে, হারিয়েছি দিশা তা.....রি...
আমার আশার বাতি নিভে গেছে, ঘোর আঁধারে.....
আমার আশার বাতি নিভে গেছে, ঘোর আঁধারে.....
[BRIDGE]
কত পথ হেঁটে এলাম, কূল তো পেলাম না,
কামনা-বাসনার ঢেউ, শান্ত হলো না।
আমার আমিকে প্রভু, দিয়েছি বিসর্জন,
এবার ঠাঁই দিও তোমার রাঙা চরণ।
ও..... হে..... চরণে.....
[VERSE 3]
আর ডাকতে ডাকতে তোমায় যদি ফুরায় এ জীবন,
আমার মনে কোনো খেদ রবে না তখন।
আমার পাপে ভরা এই তনু, ধুলোয় মিশে যাক,
শুধু আত্মা যেন ঠাঁই পায় প্রভুর চরণ তলে.....
[OUTRO]
কেঁদে কয় এই অধম, তুমিই পরম,
ধন্য এ জীবন তোমায় চিনে ভুবনে.....
আমার ভাঙা তরী..... ছেঁড়া পাল.....
হু..... ম.....
📌 গানের ভাবনা:
এই গানটি এক গভীর আধ্যাত্মিক এবং আবেগঘন আত্মসমর্পণের প্রতীক।
এখানে জীবনের কষ্ট, হারিয়ে যাওয়া আশা, এবং প্রভুর প্রতি আত্মার আহ্বান ফুটে উঠেছে। 💫
🔔 চ্যানেল সাবস্ক্রাইব করুন:
👉 নতুন বাংলা আধ্যাত্মিক ও ইমোশনাল গান পেতে সাবস্ক্রাইব করুন।
🎧 “My Broken Boat” – The Soulful Bengali Song of 2025 🌊
© 2025 Official Copyright - Sihab Islam
এই ভিডিও, গান, সুর এবং লিরিক্স সম্পূর্ণরূপে সিহাব ইসলাম-এর মালিকানাধীন।
ভিডিওটি মানুষের সৃজনশীলতা (Human Creativity) এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (AI Technology) — উভয়ের সমন্বয়ে তৈরি করা হয়েছে।
এই কনটেন্টের যেকোনো অংশ অনুমতি ছাড়া ডাউনলোড, রি-আপলোড, বা পুনঃপ্রচার করা কপিরাইট আইনের আওতায় অপরাধ।
কেউ যদি এই ভিডিও বা এর অডিও/ভিজুয়াল অংশ পুনরায় আপলোড করে,
তাহলে YouTube/Facebook কপিরাইট ক্লেইম ও ব্লক করা হবে — এবং প্রয়োজনে DMCA রিপোর্ট করা হবে।
📜 All rights reserved by Sihab Islam.
Unauthorized use, reproduction, or redistribution of this content is strictly prohibited under international copyright law.
#AmarBhangaTori #SadBanglaSong #EmotionalBanglaSong #SpiritualBanglaSong #BanglaLyrics #বাংলা_গান #HeartTouchingSong #LifeStruggleSong
#emotionmusic
Информация по комментариям в разработке