#narayanganj #narayanganj_city #narayanganj_vlog_video
রাসূল পাক (সঃ) এর রওজা মোবারক এর খাদেম ছালের মাজার | তুষার ইমরান খান | বন্দর | নারায়ণগঞ্জ 🇧🇩💘
=================
#হযরত_হাজীবাবা_ছালেহ ছিলেন রাসূল পাক (সঃ) এর পবিত্র রওজা মোবারক তথা মদীনাতুল মনোয়ারার খাদেম।
বিভিন্ন ইতিহাসবিদ ও গবেষকদের মতে তিনি ইসলাম ধর্ম প্রচারের উদ্দেশ্যে এই অজ্ঞলে আসেন।
তিনি ১৫০৬ খিস্টাব্দে ইন্তেকাল করেন বলে মতান্তরে জানাযায়।
=====================
#নারায়ণগঞ্জ_জেলা -
নারায়ণগঞ্জ জেলা বাংলাদেশের মধ্যাঞ্চলের ঢাকা বিভাগের একটি জেলা। অত্যন্ত প্রাচীন এবং প্রসিদ্ধ সোনারগাঁও এ জেলার অন্তর্গত। নারায়ণগঞ্জ সোনালী আঁঁশ পাটের জন্য প্রাচ্যের ড্যান্ডি নামে পরিচিত। শীতলক্ষ্যা নদীর পাড়ে অবস্থিত নারায়ণগঞ্জ নদীবন্দর একটি বিখ্যাত নদীবন্দর।
২৯২ বর্গমাইল এলাকা নিয়ে ১৯৮৪ সালের ১৫ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জকে জেলা হিসেবে ঘোষণা করা হয় যা ৫টি উপজেলা নিয়ে গঠিত। ১৮৮২ সালে নারায়ণগঞ্জ মহকুমা ঘোষিত হয়, যা ১৯৮৪ সালে জেলায় উন্নীত হয়।
নারায়ণগঞ্জ জেলায় উপজেলা ৫টি। সেগুলো হল - নারায়ণগঞ্জ সদর, বন্দর, আড়াইহাজার, রূপগঞ্জ, সোনারগাঁও
#নারায়ণগঞ্জ_নামকরণ -
১৭৬৬ সালে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় নেতা বিকন লাল পান্ডে, যিনি বেণুর ঠাকুর বা লক্ষী নারায়ণ ঠাকুর নামে অধিক পরিচিত ছিলেন। তিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানির নিকট থেকে এ অঞ্চল অধীনে নিয়েছিলেন। তিনি প্রভু নারায়ণের সেবার ব্যয়ভার বহনের জন্য একটি উইলের মাধ্যমে শীতলক্ষ্যা নদীর তীরে অবস্থিত মার্কেটকে দেবোত্তর সম্পতি হিসেবে ঘোষণা করেন। তাই পরবর্তীকালে এ স্থানের নাম হয় নারায়ণগঞ্জ। কালেক্টরেটের প্রারম্ভিক দলিল-দস্তাবেজে নারায়ণগঞ্জের নাম উল্লেখ পাওয়া যায়।
#নারায়ণগঞ্জ_কে_প্রাচ্যের_ডান্ডি_বলা_হয়_কেন?
সড়ক, ট্রেন ও স্টিমার সার্ভিস সম্বলিত উন্নত যোগাযোগ ব্যবস্থা নারায়ণগঞ্জ নগরকে #পাট ব্যবসার জন্য বিখ্যাত করে তোলে। এ জন্য নারায়ণগঞ্জ বিশ্বময় "প্রাচ্যের_ডান্ডি" (Dundee of the East) হিসেবে পরিচিত হয়ে ওঠে। ডান্ডি মূলত ইউরোপের স্কটল্যান্ডে অবস্থিত একটি বিখ্যাত বাণিজ্যিক বন্দর নগরী। এবং এই নগরেই ১৯৫০ সালে প্রতিষ্ঠিত হয় বিশ্বের সবচেয়ে বড় পাটকল "আদমজী_পাটকল"।
#নারায়ণগঞ্জ_জেলার_ইতিহাস -
সপ্তদশ ও অষ্টাদশ শতাব্দীর মধ্যভাগ পর্যন্ত নারায়ণগঞ্জ নামের কোনো নগরীর অস্তিত্ব প্রাচীন বাংলার মানচিত্রে পাওয়া যায় না। নারায়ণগঞ্জ নামকরণের পূর্বে সোনারগাঁ ছিল প্রাচীন বাংলার রাজধানী। মুসলিম আমলের সোনারগাঁ নামের উদ্ভব প্রাচীন সুবর্ণগ্রামকে কেন্দ্র করেই।
#নারায়ণগঞ্জ_জেলার_আয়তন -
এর জেলা উত্তরে নরসিংদী_জেলা, গাজীপুর_জেলা এবং দক্ষিণে মুন্সীগঞ্জ_জেলা, পূর্বে ব্রাহ্মণবাড়িয়া_জেলা ও কুমিল্লা_জেলা, পশ্চিমে ঢাকা। নারায়ণগঞ্জ জেলার মোট আয়তন ৬৮৪.৩৫ বর্গ কিলোমিটার।
#নারায়ণগঞ্জ_জেলার_দর্শনীয়_স্থানসমূহ -
বন্দর_উপজেলা - মেরি এন্ডারসন, কদম রাসুল, বন্দর শাহী মসজিদ, হাজীবাবা সালের মাজার, সোনাকান্দা দুর্গ, সিরাজ শাহ্র আস্তানা, ফুলের গ্রাম সাবদি (সাবদি পার্ক), বন্দর নৌকা ঘাট, ইত্যাদি।
সোনারগাঁও_উপজেলা - লোক ও কারুশিল্প জাদুঘর (বড় সরদার বাড়ি, ঈশা খাঁর বাড়ি), পানাম নগর, বাংলার তাজমহল, মায়াদ্বীপ, গিয়াসউদ্দিন আজম শাহ্র সমাধি,গোয়ালদি মসজিদ, জ্যোতি বসুর বাড়ি, কাইকারটেক হাট, ইত্যাদি।
আড়াইহাজার_উপজেলা - সাতগ্রাম জমিদার বাড়ি, বালিয়াপারা জমিদার বাড়ি, জমিদার আমলের আম্বিকা কুটির, বিশনন্দী ফেরিঘাট,বান্টি বাজার ইত্যাদি।
রুপগঞ্জ_উপজেলা - জিন্দা পার্ক, মুড়াপারা জমিদার বাড়ি, শাপলা বিল, জলসিড়ি সেন্টাল পার্ক, ইত্যাদি।
সদর_উপজেলা - বোস কেবিন, শেখ রাসেল পার্ক, হাজীগঞ্জ দুর্গ, বিবি মরিয়মের মসাধি (হাজীগঞ্জ), ইত্যাদি।
#নারায়ণগঞ্জ_বিখ্যাত_খাবার -
কাইকারটেক হাটের পুতা মিষ্টি, সাবদি বাজার এর প্রায় ত্রিশ পটের ভক্তা দিয়ে খুদের ভাত, ইত্যাদি।
===================
নারায়ণগঞ্জ জেলার যেসব দর্শনীয় স্থানসমূহ আমি ভ্রমণ করেছি তার ভিডিও পাবেন আমার ইউটিউব চ্যানেল "Traveling With Tushar Emran Khan" এর মধ্যে।
নারায়ণগঞ্জ জেলার সকল দর্শনীয় স্থাল দেখার জন্য আমার চ্যানেল থেকে ঘুুরে আসতে পারেন।
চ্যানেল লিংক - / @travelingwithtusharimrankhan22
==============
#ভিডিও_লিংক -
1. বাংলার_তাজমহল - • Banglar Taj Mahal - বাংলার তাজমহল | ঘুরে এ...
2. জিন্দা_পার্ক - • Zinda Park - জিন্দা পার্ক | প্রকৃতি প্রেমী...
3. মায়াদ্বীপ - • Mayadwip - মায়াদ্বীপ | মেঘনার বুকে জেগে উঠ...
4. পানাম_নগর - • Mayadwip - মায়াদ্বীপ | মেঘনার বুকে জেগে উঠ...
5. লোক_ও_কারুশিল্প_জাদুঘর - • ঈশা খাঁর রাজবাড়ি নারায়ণগঞ্জ | লোক ও কারুশি...
6. সোনাকান্দা_দুর্গ - • কালের সাক্ষী হয়ে এখনো টিকে আছে সোনাকান্দা... ইত্যাদি।
===============
ঢাকা থেকে কিভাবে নারায়ণগঞ্জ ঘুরতে যাবেন জানতে ছাইলে আমার এই ভিডিও ঘুলি দেখতে পারেন।
1. জিন্দা_পার্ক কিভাবে যাবেন - • ঢাকা থেকে কিভাবে যাবেন জিন্দা পার্ক | জিন্...
2. বাংলার_তাজমহল কিভাবে যাবেন - • ঢাকা থেকে কিভাবে যাবেন বাংলার তাজমহল | ঢাক...
3. লোক_ও_কারুশিল্প_জাদুঘর, পানাম_নগর,মায়াদ্বীপ কিভাবে যাবেন - • ঢাকা থেকে যেভাবে গেলাম নারায়ণগঞ্জ, পানাম ...
4. যেভাবে গেলাম বন্দর_উপজেলা (এক দিনে ঘুবে দেখলাম সকল দর্শনীয় স্থান) - • ঢাকা থেকে কিভাবে যাবেন নারায়ণগঞ্জ | ঢাকা থ...
================
#নারায়ণগঞ্জ জেলা, নারায়ণগঞ্জ জেলার নাম করণের ইতিহাস, নারায়ণগঞ্জ জেলার আয়োতন, নারায়ণগঞ্জ জেলার দর্শনীয় স্থানসমূহ, নারায়ণগঞ্জ জেলার ইতিহাস - ঐতিহ্য, নারায়ণগঞ্জ জেলার বিখ্যাত ব্যক্তি,নারায়ণগঞ্জ জেলার বিখ্যাত খাবার,নারায়ণগঞ্জ জেলা কেন বিখ্যাত, নারায়ণগঞ্জ জেলার হাট বাজার, নারায়ণগঞ্জ জেলাকে কেন প্রাচ্যের ডান্ডি বলাহয়,
#নারায়ণগঞ্জ_জেলা #নারায়ণগঞ্জ_জেলার_দর্শনীয়_স্থানসমূহ #নারায়ণগঞ্জ_জেলার_বিখ্যাত_ব্যক্তি #নারায়ণগঞ্জ_জেলার_ইতিহাস-ঐতিহ্য #নারায়ণগঞ্জ_জেলার_বিখ্যাত_খাবার #নারায়ণগঞ্জ_জেলা_কেন_বিখ্যাত
Информация по комментариям в разработке