কেমন দেশ ফ্রান্স | ফ্রান্সের অজানা তথ্য এবং ইতিহাস | All about France in Bengali | France

Описание к видео কেমন দেশ ফ্রান্স | ফ্রান্সের অজানা তথ্য এবং ইতিহাস | All about France in Bengali | France

ইউরোপের দেশ ফ্রান্স। সরকারিভাবে এটি ফ্রান্স প্রজাতন্ত্র নামে পরিচিত। দেশটি ঐতিহাসিক ও সাংস্কৃতিক দিক থেকে পশ্চিমা বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশগুলোর মধ্যে অন্যতম। ফ্রান্স মোটামুটি ষড়ভুজাকৃতির। এর উত্তর-পূর্বে বেলজিয়াম ও লুক্সেমবুর্গ, পূর্বে জার্মানি, সুইজারল্যান্ড ও ইতালি, দক্ষিণ-পশ্চিমে অ্যান্ডোরা ও স্পেন, উত্তর-পূর্বে ইংলিশ চ্যানেল, পশ্চিমে আটলান্টিক মহাসাগর, উত্তরে উত্তর সাগর এবং দক্ষিণ-পূর্বে ভূমধ্যসাগর।ফ্রান্সের নাম শুনলে প্রথমেই মনে আসে পৃথিবীর সেরা ফুটবল তারকাদের অন্যতম জিনেদিন জিদানের কথা। সেই সঙ্গে ভেসে ওঠে চোখ ধাঁধানো নান্দনিক ফুটবল ম্যাচ। এরপর আসে ফ্রান্সের প্যারিস শহর এবং শিল্প-সাহিত্যের অসাধারণ নিদর্শন। তবে এই জানার বাইরেও রয়েছে ফ্রান্সের ঐতিহ্য আর সংস্কৃতির দীর্ঘ ইতিহাস।ফ্রান্সের আয়তন ৬ লাখ ৪৩ হাজার ৮০১ বর্গকিলোমিটার। আয়তনের দিক থেকে ফ্রান্স ইউরোপের তৃতীয় বৃহত্তম দেশ এবং পৃথিবীর মধ্যে ৪৮ তম দেশ। এছাড়া জনসংখ্যার দিক থেকে এটি ইউরোপের চতুর্থ স্থানে রয়েছে। ২০১৬ সালের হিসাব অনুযায়ী দেশটির জনসংখ্যা ৬ কোটি ৬৯ লাখেরও অধিক। মূল ভূখণ্ডের বাইরেও বিশ্বের বিভিন্ন অঞ্চলে ফ্রান্সের উপনিবেশ রয়েছে, যেগুলো বেশির ভাগই প্রাক্তন ফরাসি সাম্রাজ্য থেকে পাওয়া।ফ্রান্সের সংবিধান অনুযায়ী দেশটির ভাষা ‘ফ্রেঞ্চ বা ফরাসি’।ফ্রান্সের ইতিহাস সমৃদ্ধ ও বিচিত্রপূর্ণ। দেশটির সর্বপ্রথম অধিবাসীদের সম্পর্কে তেমন বিশেষ কিছু জানা যায় না। দক্ষিণ-পশ্চিম ফ্রান্সের গুহায় পাওয়া ছবিগুলি প্রায় ১৫ হাজার খ্রিষ্টপূর্বাব্দের বলে অনুমান করা হয়। খ্রিস্টপূর্ব ৮ম শতক থেকে কেল্টীয় ও অন্যান্য গোত্রের লোকেরা ফ্রান্সে প্রবেশ ও বসবাস করতে শুরু করে।সংবিধান অনুযায়ী একটি ধর্মনিরপেক্ষ দেশ ফ্রান্স। তবে ২০১৬ সালের এক হিসাব অনুযায়ী দেখা গেছে, দেশটির ৫১ শতাংশ মানুষ খ্রিষ্টান ধর্ম পালন করে। মুলসমান ও অন্যান্য আরও কিছু ধর্ম পালন করে ৯ শতাংশ মানুষ। এছাড়া প্রায় ৪০ শতাংশ মানুষ কোনো প্রকার ধর্ম পালন করে না।ফ্রান্সের জনপ্রিয় খেলাগুলোর মধ্যে ফুটবল অন্যতম। ১৯৯৮ সালে দেশটি ফিফা বিশ্বকাপ জয়ের মধ্য দিয়ে ফুটবল বিশ্বে খ্যাতি অর্জন করে।আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন ফ্রান্স দেশের অজানা তথ্য এবং ফ্রান্সের ইতিহাস সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। সেই সাথে আলোচনা করা হয়েছে ফ্রান্স ভিসা কিভাবে পেতে পারেন সে সম্পর্কে বিস্তারিত। পাশাপাশি আপনি যদি ফ্রান্স ভ্রমণ করতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য।

#দেশ_পরিচিতি #france #ফ্রান্স_দেশের_ইতিহাস
#ফ্রান্স_কাজের_ভিসা #ফ্রান্স_ভ্রমণ #bangla_documentary #countryinformation

Комментарии

Информация по комментариям в разработке