মুনলাই পাড়া | Munlai Para Bandarban | মুনলাই পাড়া বান্দরবান | Bangla Description |

Описание к видео মুনলাই পাড়া | Munlai Para Bandarban | মুনলাই পাড়া বান্দরবান | Bangla Description |

বাংলাদেশের একমাত্র পরিষ্কার গ্রাম মুনলাই পাড়া,বান্দরবাবন থেকে কেওক্রাডং যাবার পথে রুমা উপজেলা থেকে মাত্র তিন কিলোমিটার দূরে পাহাড়ে গায়ে গায়ে লেগে থাকা সুন্দর এই গ্রামে বমদের বসবাস।বমদের জীবন ধারা দেখব এবং আপনাদের দেখাব।
বান্দরবান জেলার রুমা, থানচি, রোয়াংছড়ি ও সদর থানা এবং রাঙ্গামাটি জেলার বিলাইছড়ি থানায় মোট ৭০টি গ্রামে বম জাতির বসবাস। ধারণা করা হয় বমদের আদিনিবাস ছিল চিনের চিনলিং পাড়ায়।সেখান থেকে বমদের পূর্ব পুরুষেরা বহুকাল আগে পাড়ি জমিয়েছিল মায়ানমারে,মায়ানমার থেকে বাংলাদেশে এসে বসতি গড়েছে প্রায় দুশবছর আগে।
মুনলাই পাড়া যাওয়া আসার একটা ভ্রমন লাইন তুলে দিলাম।
কিভাবে যাবেন মুনল্লাই পাড়া ,মুনলাই পাড়া কোথায় থাকবেন,বান্দরবান রুমা উপজেলা থেকে সহজেই যাওা যায় মুনলাই পাড়া,মুনলাই পাড়ায় গিয়ে থাকার জন্য রেস্ট হাউজ পাবেন এছাড়াও আপনি চাইলে বম উপজাতীদের সাথে ওদের বাড়িতে থাকতে পারবেন।
Munlai Para,Munlai Para ruma Bandarban,মুনলাই পাড়া রুমা বান্দরবান,মুনলাই পাড়া,বম উপজাতি,বম,বান্দরবান বম পাড়া,পাহাড়ি জীবন,বাংলাদেশের সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন গ্রাম মুনলাই পাড়া,মুনলাই পাড়া কিভাবে যাব,মুনলাই পাড়া ভ্রমন,মুনলাই পাড়া | সবচেয়ে পরিষ্কার গ্রাম | Munlai Para Bandarban | মুনলাই পাড়া বান্দরবান |
মুনলাই পাড়া | Munlai Para Bandarban | মুনলাই পাড়া বান্দরবান | Bangla Description |

Комментарии

Информация по комментариям в разработке