শিশুর ভাষা বিকাশে উপযুক্ত সময় কখন?

Описание к видео শিশুর ভাষা বিকাশে উপযুক্ত সময় কখন?

শিশুর ভাষা বিকাশে উপযুক্ত সময় কখন?

কোনো শিশুর ভাষা বিকাশে বিলম্ব হলে বা কোনো সমস্যা দেখা দিলে প্রথমেই ধারণা করা হয় শিশুটির অভ্যন্তরীণ কোনো ত্রুটি রয়েছে- যা অনেক ক্ষেত্রে সত্যিও হয়। কিন্তু শিশুর সুস্থ সাবলীল ভাষা বিকাশ সাধারণত তার পরিবার ও পরিবেশের ওপর নির্ভর করে।
একটি শিশু পৃথিবীতে জন্ম নেয় কাদামাটির মতো নরম হয়ে। পরিবার ও পারিপার্শ্বিক পরিবেশের প্রভাবে তার বিকাশ ঘটে। শিশুর অন্যসব বিকাশের মতো ভাষা বিকাশেও এগুলো প্রত্যক্ষ প্রভাব রাখে।

শিশুরা ভাষা শিখে শুনে শুনে। শিশু যখন সর্বপ্রথম কোনো কিছু শোনে, মূলত সেই মুহূর্ত থেকেই তার ভাষার বিকাশ শুরু হয়ে যায়। শিশুর শ্রবণ ক্ষমতা তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে তার চারপাশের সব শব্দ গ্রহণ করে। শিশুর ভাষা বিকাশ শুরু হয়ে যায় মায়ের গর্ভে থাকা অবস্থাতেই। গর্ভাবস্থার ১৮ সপ্তাহের ভেতরেই শিশুর শ্রবণ ক্ষমতা তৈরি হয়। এ সময়ে শিশুরা বাইরের শব্দ শুনতে পায়। গর্ভাবস্থার ২৪ সপ্তাহে মাতৃগর্ভে শিশু শব্দের প্রতি আরও বেশি সংবেদনশীল হয় এবং প্রতিক্রিয়া করে। এই সময় থেকেই শিশুর সঙ্গে কথা বলা খুবই গুরুত্বপূর্ণ


স্বাস্থ্য খাতের ঘটনাগুলোর নিরপেক্ষ বর্ণনা ও সত্যটা জানতে চোখ রাখুন মেডিভয়েস এর পাতায়ঃ
welcome to our website: https://medivoicebd.com/
our facebook page:   / medivoicebd  
offcial email: [email protected]

Комментарии

Информация по комментариям в разработке