|| গৌর সুন্দর প্রেম জলধর || যাদের হরি বলতে নয়ন ঝরে || হরি বলরে আনন্দে সবে : স্বামী শিবাধীশানন্দ :

Описание к видео || গৌর সুন্দর প্রেম জলধর || যাদের হরি বলতে নয়ন ঝরে || হরি বলরে আনন্দে সবে : স্বামী শিবাধীশানন্দ :

‪@kathamritabhavanramakrishna‬

#যাদের_হরি_বলতে_নয়ন_ঝরে

যাদের হরি বলতে নয়ন ঝরে তারা, তারা দুভাই এসেছে রে ।
(যারা আপনি কেঁদে জগৎ কাঁদায়) (যারা মার খেয়ে প্রেম যাচে)(যারা আচন্ডালে কোল দেয়)
(যারা ব্রজের কানাই বলাই) (যারা ব্রজের মাখন চোর)
(যারা জাতির বিচার নাহি করে) (যারা আপামরে কোল দেয়)
(যারা আপনি মেতে জগৎ মাতায়) (যারা হরি হয়ে হরি বলে)
(যারা জগাই মাধাই উদ্ধারিল) (যারা আপন পর নাহি বাছে)
(জীব তরাতে গৌর নিতাই) (জীব তরাতে নিতাই গৌর)

|| হরিবোল হরিবোল হরিবোল মন আমার ||

#হরি_বলরে_আনন্দে_সবে_বল_হরিবোল

হরি বলরে আনন্দে সবে বল্ হরি বল্।
এ নাম কোথায় ছিল, কে আনিল, বল্ হরি বল্।
এ নাম ব্রহ্মা জপেন চতুর্মুখে বল্ হরি বল্।
এ নাম শিব জপেন পঞ্চমুখে বল্ হরি বল্।।
এ নাম নারদ জপেন বীণাযন্ত্রে বল্ হরি বল্।
এ নাম গোলকে গোপনে ছিল বল্ হরি বল্।।
এ নাম যতই বলো ততই ভাল বল্ হরি বল্।
নামে যেদিন গেল সেদিন ভাল বল্ হরি বল্।।

|| হরিবোল হরিবোল হরিবোল মন আমার ||

হরি বলো হরি বলো হরি বলো ভাইরে,
হরিনাম বিনে আর অন্য গতি নাই রে,
প্রেমানন্দে বাহু তুলে, হরি বলো ভাইরে
নেচে নেচে বাহু তুলে, হরি বলো ভাইরে ।।


পরম পূজনীয় শ্রীমৎ স্বামী বাগীশানন্দ জী মহারাজের ভান্ডারা উৎসব উপলক্ষ্যে আয়োজিত বেলুড় মঠে স্বামী শিবাধীশানন্দ জীর দ্বারা গীত কীর্তন গান এর শ্রদ্ধার্ঘ্য -

০১. ও মন গুরু ভজ রে 👇🏻
   • ও মন গুরু ভজ রে ওরে সোনার চাঁদ : স্বা...  

০২. নাথ ! তুমি সর্বস্ব আমার 👇🏻
   • নাথ, তুমি সর্বস্ব আমার : শ্রীরামকৃষ্ণ...  

০৩. ভকতবিলাসী, দীনভক্তে দেখা দাও হে আসি 👇🏻
   • ভকতবিলাসী দীনভক্তে দেখা দাও হে আসি : ...  

০৪. দীনবন্ধু কৃপাসিন্ধু কৃপাবিন্দু বিতর 👇🏻
   • দীনবন্ধু কৃপাসিন্ধু কৃপাবিন্দু বিতর :...  

০৫. চিদানন্দ সিন্ধুনীরে প্রেমানন্দের লহরী 👇🏻
   • চিদানন্দ সিন্ধুনীরে প্রেমানন্দের লহরী...  

০৬. গৌর সুন্দর প্রেম জলধর - যাদের হরি বলতে নয়ন ঝরে - হরি বলরে আনন্দে সবে বল হরিবোল 👇🏻
   • || গৌর সুন্দর প্রেম জলধর || যাদের হরি...  

Комментарии

Информация по комментариям в разработке