দ্রুত ধনী হবার জন্য মহানবী সাঃ এর বলা পাঁচটি উপদেশের যে কোনো ১ টি মেনে চলুন । Get rich quickly ।

Описание к видео দ্রুত ধনী হবার জন্য মহানবী সাঃ এর বলা পাঁচটি উপদেশের যে কোনো ১ টি মেনে চলুন । Get rich quickly ।

ধনী হওয়ার জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উপদেশ গুলো দিয়েছেন সে উপদেশ গুলো আপনারা মেনে চলুন নিশ্চিতভাবে আপনারা ধনী হতে পারবেন ইনশাআল্লাহ। এছাড়াও কোরআন এবং হাদিসে আমাদের ধনবান হওয়ার জন্য অনেক ধরনের উপদেশ রয়েছে। এই উপদেশ গুলো ধনী হওয়ার জন্য বাস্তবে অনেক বেশি কার্যকর।


ধনী হওয়ার জন্য নবীর বলা চার নাম্বার উপদেশের দোয়াটি হলোঃ

“সুবাহানাল্লহী ওয়া বিহামদীহি সুবাহানাল্লহীল আজীমী ওয়া বিহামদীহি আসতাগফিরুল্লাহ ”।

অর্থ: মহান আল্লাহ তা’আলার পবিত্রতা বর্ণনা করছি এবং তার প্রশংসা বর্ণনার সাথে আল্লহ্ তাআ’লার নিকট ক্ষমা প্রার্থনা করছি।

এ দুআ প্রতিদিন ফজরের নামাজের আগে কিংবা পরে একশত বার করে পড়তে হবে, হেটে হেটে বা এদিক সেদিক দুনিয়াবি ধ্যান নিয়ে পড়া যাবেনা।

বরং এক যায়গাতে বসে পড়তে হবে, তাহলে সংসার, দুনিয়া আপনা আপনি আপনার দিকে ফিরবে, অর্থাৎ দুনিয়া আপনার কাছে হেয় ও লাঞ্ছিত অবস্থায় ধরা দেবে। এবং আল্লাহ তাআ’লার এর এক একটি শব্দ হতে এক একজন ফেরেশতা সৃষ্টি করে কিয়ামত দিবস পর্যন্ত তাসবীহ পাঠে নিযুক্ত করে দেবেন এবং উহার সমুদয় সওয়াব আপনি পাবেন ।


#dhoni #ধনী_হওয়ার_আমল #ধনী

Комментарии

Информация по комментариям в разработке