kolkata 2024: এই পুজোতে বিশেষ আকর্ষণ ধুনো জ্বালানো,কুমারী পুজো , মাতৃ স্নেহে কোলে বসা ।

Описание к видео kolkata 2024: এই পুজোতে বিশেষ আকর্ষণ ধুনো জ্বালানো,কুমারী পুজো , মাতৃ স্নেহে কোলে বসা ।

অমৃত লাল দেবত্তো এস্টেট সূত্রে জানাযায় , অমৃত লাল দা৺ বাঁকুড়ার কোতল পুরের বাসিন্দা ছিলেন। ইংরেজ আমলে আমদানি রপ্তানি ব্যবসা বানিজ্য ছিলো। বর্তমানে যে বাড়িতে পুজো নাম হেমকুটির নামে পরিচিত। পুজোর বয়স ১৭৮ তম বর্ষ। পুজোর দায়িত্ব পরিচালনা করছে এই ট্রাষ্টি বোর্ড। বর্তমান ঠিকানা: ৮,৯,১১/১ দীনু রক্ষিত লেন ,কলকাতা '০৫ । অতি সংক্ষিপ্ত ভাবে তুলে ধরা হলো, শ্রদ্ধেয় দর্শকদের কাছে।
বিশেষ দ্রষ্টব্য: এই চ্যানেল সম্প্রচারিত ভিডিও আয়োজক কমিটির/কর্তৃপক্ষের/সংস্থার সহযোগিতার মাধ্যমেই সংগ্রহীত বিনোদনের জন্য শুধুই। কোনও প্রকার প্রভাবিত করার জন্য না। উল্লেখিত বক্তব্য বক্তার নিজস্ব। এর সাথে চ্যানেলের কোনও সম্পর্ক নেই। স্থান/কাল/ব্যক্তির কোনও প্রকার দায়িত্ব বহন করে না।

Комментарии

Информация по комментариям в разработке