ককাটেল পাখি জোড়া দেওয়ার সঠিক নিয়ম || ককাটেল পাখির জোড়া মিলানো || Cockatiel Bird Pairing

Описание к видео ককাটেল পাখি জোড়া দেওয়ার সঠিক নিয়ম || ককাটেল পাখির জোড়া মিলানো || Cockatiel Bird Pairing

ককাটেল পাখি জোড়া দেওয়ার সঠিক নিয়ম || ককাটেল পাখির জোড়া মিলানো || Cockatiel Bird Pairing

আপনি কি দীর্ঘদিন যাবত ককাটেল পাখি পালন করছেন কিন্তু ককাটেল পাখি জোড়া নিচ্ছে না, তাহলে আজকের ভিডিও টি আপনার জন্য। কারন এই ভিডিওতে আমি আপনাদের জানাবো ককাটেল পাখিকে কিভাবে জোড়া দিতে হয়। অনেকেই ককাটেল পাখি কিনে এনে সাথে সাথেই একটি খাচায় দিয়ে দেয় বা জোড়া দিয়ে দেয়। কিন্তু অনেকদিন একসাথে থাকার পরেও পাখি জোড়া নেয়না বরং পাখি দুটি মারামারি করে। তাই পাখি কেনার পর বা জোড়া দেওয়ার আগে দুটি পাখিকে দুটি আলাদা আলাদা খাচায় রাখতে হবে এবং যেই খাচায় পাখিকে ব্রিড করাবেন সেই খাচায় ছেলে পাখিটিকে রাখতে হবে। আর খাচা দুটি এমনভাবে রাখতে হবে যাতে পাখি দুটি দুজনকে দেখতে পায়। এভাবে ১৫-২০ দিন রাখার পর পাখি দুটিকে একটি খাচায় দিয়ে দিতে হবে বা জোড়া দিতে হবে। জোড়া দেওয়ার পর সাথে সাথেই ব্রিডিং বক্স বা হারি দেওয়া যাবে না। তাদের জোড়া নেওয়ার জন্য আরো কিছুটা সময় নেবেন। পাখি দুটি জোড়া নিচ্ছে এমন মনে হলে তারপরেই ব্রিডিং বক্স খাচায় লাগিয়ে দিবেন। এরপর আশাকরা যায় আপনার পাখিগুলো জোড়া নিবে এবং ব্রিডিং করবে।

About this video:
In this video I talk to how making good pair of birds because the prerequisite for good breeding is a good pair. Birds breeding depends on a good pair that's mean good pair, good breeding. Different techniques are used to pair the birds. Another fact depends on bird pairing that is bird breeding age. I this video I explain the technique of pairing birds as birds breeding tips. So keep watching how to pair birds for breeding.

#cockatielpairing
#pairing
#cockatiel
#pair
#cockatielbreeding
#breedingprogress
#bdhobbies

Комментарии

Информация по комментариям в разработке