হযরত চাষনী পীর (র.)-এর মাজারের বানর || চাষনী পীর (র.)-এর মাজারের || সিলেট মাজার || সিলেট বানর গুলো হ

Описание к видео হযরত চাষনী পীর (র.)-এর মাজারের বানর || চাষনী পীর (র.)-এর মাজারের || সিলেট মাজার || সিলেট বানর গুলো হ

হযরত চাষনী পীর (র.)-এর মাজারের বানর || চাষনী পীর (র.)-এর মাজারের || সিলেট মাজার || সিলেট বানর গুলো হাত থেকে খাবার নিয়ে খায়

সিলেট নগরীর গোয়াইটুলা এলাকার হযরত চাষনী পীর (র.)-এর মাজারে এমনিতে প্রতিদিন দর্শনার্থী-পর্যটকদের ভিড় লেগে থাকে। টিলার ওপরের এই মাজারের গাগাছালিতে দুই শতাধিক বানরের বাস। স্থানীয়দের কাছে এটি 'বানরের টিলা' নামে পরিচিত। 

এখানে ভক্তরা আসেন মাজার দর্শনে। বানর দেখতেও আসেন অনেক পর্যটক। কলা-বিস্কুট-বনসহ বানরদের জন্য বিভিন্ন খাবার নিয়ে আসেন তারা।

জানা যায়, চাষনী টিলার পাশেই দলদলি চা বাগান। এই বাগানেই ছিল বানরগুলোর আদি নিবাস। আশির দশকে চা বাগানের একাংশের বন কেটে গড়ে তোলা হয় আবাসন। ১৯৮৪ সালের শুরুর দিকে সেখানকার বানরগুলো এসে মাজার এলাকায় বসত গড়ে। সেই থেকে ওরা এখানেই রয়েছে।

লোকজন দেখলেই দলবেঁধে ছুটে আসছে।

দেখা পেলাম মা বানরের কোলে তার বাচ্চাকে পরম যত্নে আগলে রেখেছে।

কেউ তার সাথীর মাথার উকুন বেঁছে দিচ্ছে।

তিনি বললেন, এই স্থানে পূর্ব থেকেই জঙ্গল ছিল, স্বাধীনতার পর অন্যান্য প্রাণীরা চলে গেলেও বানর এলাকার মানুষের ভালবাসা পেয়ে এখানেই রয়ে যায়। ১৩৫৪ ইংরেজীতে এই অঞ্চেলের মুরুব্বিরা সৈয়দ চাষনী পীরের আর্বিভাবের নির্দশন পেয়ে এখানে মাজার স্থাপন করেন। সৈয়দ চাষনী পীর (র:) হযরত শাহ জালাল ইয়ামনী (র:)‘র মামার নির্দেশে এক মুষ্টি মাটি নিয়ে কোন মাটির সাথে এই মাটির মিল রয়েছে তার সন্ধানে বের হলে পথে হিন্দুস্থানে দেখা হয় সৈয়দ চাষনী পীরের সাথে তিনি ছিলেন ভূ-তথ্যবিদ (মৃত্তিকা বিজ্ঞানী) হযরত শাহ জালাল ইয়ামনী (র:)‘র মামার দেওয়া মাটি পরীক্ষা করে সৈয়দ চাষনী পীর সিলেটের মাটির সাথে এই মাটির মিল রয়েছে বলে তথ্য পান। 

হাযরত সাহাযালালা রঃ মাঝার গেট থেকে মাত্র ১৫ টাকা রিসকা ভাড়া।

Комментарии

Информация по комментариям в разработке