পরজীবী- (একটি নাসিব আহসান নির্মিত চলচিত্র)

Описание к видео পরজীবী- (একটি নাসিব আহসান নির্মিত চলচিত্র)

একুশ শতক কে ধরা হয় একটি উন্নত সময়ের ধারা হিসেবে যার প্রতিফলন সরূপ আজেকের বর্তমান বিশ্ব। সেই সাথে মানুষের মস্তিষ্কের গঠন ও চিন্তা চেতনার বিষয়ও পরিবর্তিত হয়েছে। আমরা এখন মানসিক ভাবে বর্ডার বিহীন বিশ্বে বসবাস করছি। কিন্তু বাধ সাধে যখন গভীরে ঢুকে দেখা যায় আসল রূপটি। আমরা উন্নয়ন বলতে কি বুঝি ? আর উন্নয়ন কি এই একুশ শতকে শুধুই বাহ্যিক? আর এসব ধারনা আমরা কাদের থেকে পেলাম?? দিন শেষে শুধুই কি ভাঙছি আর গড়ছি ? আমরা কি পারব এই ভাঙ্গা গড়ার খেলায় নিজের অস্তিত্ব কে বাঁচিয়ে রাখতে ?

Комментарии

Информация по комментариям в разработке