বলতে নেই- PART 2 /কবি শুভ দাশগুপ্ত || কন্ঠে- ইয়াসমিন আখতার #bengalipoemrecitation #banglamotivation
BIRD SONG
POEM RECITATION BY YEASMIN AKHTER
Welcome to Bird Song channel.
subho dasgupta kobita
শুভ দাশগুপ্তের কবিতা
আসসালামু আলাইকুম ..
আশা করি সবাই ভালো আছেন। BIRD SONG চ্যানেলে স্বাগতম জানাচ্ছি,
আবৃত্তি করছি কবি শুভ দাশগুপ্তের
“বলতে নেই” কবিতার দ্বিতীয়াংশ / PART -2
আশা করি আপনাদের আমার করা আবৃত্তি ভাল লাগবে।
বলতে নেই
কবি – শুভ দাশগুপ্ত
সব কথা বলতে নেই-
পরস্ত্রীর সৌন্দর্যের কথা,
আর অফিসের সঠিক মাইনের কথা ,
নিজের বৌ কে বলতে নেই ।
হিন্দুদের সামনে গোমাংসের
কথা বলতে নেই,
রেলের কর্তাদের সামনে;
টাইম টেবল এর কথা বলতে নেই ।
ছেলেমেয়েদের পড়াশোনার ব্যপারে-
শিক্ষককে বলতে নেই,
আর পুলিশকে সততার কথা বলতে নেই
যখনই যা ইচ্ছে হলো বলে ফেলতে নেই ।
ইচ্ছে আপনার করবে
জ্বিবটা উসখুস করবে
গলার ভেতরটা কুটকুট করে উঠবে
তবু বলতে নেই ।
আপনি ভাববেন পরিকল্পনার পাঠশালায়
সব শালাই ভাওতা মারছে
ভাবতে নিশ্চয় পারেন
কিন্তু বলতে নেই ।
আপনি ভাববেন হাসপাতাল, থানা ,
সরকারি দপ্তরগুলো ক্রমশ ফোঁড়ে,
আর দালালদের মৃগয়া ক্ষেত্র হয়ে উঠছে ।
ভাবতে সারাদিন ধরে পারেন কিন্তু বলতে
নেই।
এমনি বাজারে ছেড়ে দিলে-
কুঁড়ি টাকা রোজের মুটেগিরিও জুটত না যে
বেটার!
রাজনিতির সোনার কাঠির ছোঁয়ায়
সে বেটা গাড়ি-বাড়ি করে জনগনের মাথায়
চরে ব্রেকডান্স করছে।
সেসব ভেবে আপনি তেলে বেগুনে জলে চটে
উঠতে পারেন-
কিন্তু বলতে নেই ।
প্রাক্তন মন্ত্রি জেলে ঢুকছেন।
পর্দার মেগা স্টারেরা কোটি কোটি টাকার
ট্যাক্স ফাকি দিচ্ছে ,
আর টিভিতে মেরা দেশ মহান বলে হাসছে ।
বাংলার সিনেমা বেদের মেয়ের পাল্লায়
পরে
সিঁদুর নিও না মুছে বলে আর্তনাদ করছে ।
একশ টাকার ধাউশ পুঁজ সংখ্যার উপন্যাসে
কাহিনির চেয়ে ছায়া আর ব্লাউজ এর কথা
বেশি থাকছে ।
বুদ্ধিমান পরিচালক হাড়-হাবাদের জীবন
নিয়ে সিনেমা তৈরি করে-
ফরেনে পুরস্কার হাতাচ্ছেন ,
আর পাচতারা হোটেলে বসে ফুর্তি
মারছেন ।
খবরের কাগজে খুন, ডাকাতি আর ধর্ষণের
সিরিয়াল ছাপছে-
টিভিতে মুর ঝ্যাটার বিজ্ঞাপনে উলঙ্গ
মেয়ে দেখিয়ে দিচ্ছে ।
সব কিছুতে আপনি বিরক্ত হতে পারেন
কিন্তু বলতে নেই ।
কারখানার পর কারখানা বন্ধ হয়ে যাচ্ছে-
শ্রমিকেরা বাটি হাতে ভিক্ষে করছে ,গলায়
দরি দিচ্ছে ।
আর ইউনিয়নের দাদারা রান্না ঘরে টাইলস
বসাচ্ছেন
সাংসদ , বিধায়করা প্রিতি ক্রিকেট ম্যাচ
খেলছে
দেখে শুনে আপনার বাপের নাম খগেন হয়ে
যেতে পারে
কিন্তু বলতে নেই ।
বলেছেন কি ফেসেছেন
লাল বলবে এ বেটা নিলের দলাল
প্রতিক্রিয়াশিল আর
নিল বলবে ও বেটা লালের দালাল
দেশদ্রহী।
মাঝখান থেকে আপনি নাকাল
আপনার ধোপা নাপিত বন্ধ হয়ে যেতে
পারে
বলেছেন কি ফেসেছেন-
প্যাচে পরুন তখন বুঝবেন।
বাড়িতে চোর ঢুকে সব সাফ করে দিক
থানা বলবে বাড়িতে এত জিনিস রাখেন
কেন !!
দিনকাল বোঝেন না খালি বড় বড় কতা ।
সুতরাং বলতে নেই । ।
বোবার শ্ত্রু নেই বোবা হয়ে থাকুন!
চোখে ছানি পড়লে কাটাবেন না-
দৃষ্টি যত ঝাপসা
বেচে থাকার আনন্দ ততো বেশি ।
একটা কথা সাফ বলে দেই
যে বেটা এখনও জন্মায় নি আর যে বেটা
টেশে গেছে
এরা ছাড়া কোন মিয়াই সুখে নেই ।
আপনি ভ্যাব্লা না নেতা না অভিনেতা!!
না ঘরের না ঘাটের,
আপনার মশাই চুপ করে থাকাই শ্রেয়-
চুপ করে মটকা মেরে পরে থাকুন না
আর তো ক’টা দিন।
মনে মনে গান করুন-
ঐ মহা সিন্দুর ওপার থেকে কি সঙ্গিত
ভেসে আসে ।
bolte nei,subho dasgupta,bolte nei subho dasgupta,bolte nei kobita,subho dasgupta bangla kobita bolte nei,subho dasgupta kobita,bolte nei shubho dasgupta,bolte nei by subho dasgupta,subho dasgupta kobita bolte nei,bolte nei written by subho dasgupta,bolte nei by subha dasgupta,shubho dasgupta,subha dasgupta,bolte nei kobita lyrics,bolte nei kobita subho dasgupta,bolte nei kobita by subho dasgupta,subho dasgupta abritti,subho dasgupta bangla kobita
recited by yeasmin akhter
boltey nei shuvo das
subho dasgupta kobita bolte nei
motivational bangla kobita
kobita lyrics in bengali
kobita abritti
subho dasgupta kobita
bangla quotes status
bolte nei kobita
bolte nei kobita lyrics
subho dasgupta kobita abritti
bangla kobita
bangla quotes status
bangla caption
bangla status
আবৃত্তি- ইয়াসমিন আখতার
Информация по комментариям в разработке