বাংলা কবিতা | ওয়েটিং রুম- শ্রীজাত (Bangla Kobita | Waiting room- Srijato) | অমল দাস

Описание к видео বাংলা কবিতা | ওয়েটিং রুম- শ্রীজাত (Bangla Kobita | Waiting room- Srijato) | অমল দাস

বাংলা কবিতা | ওয়েটিং রুম- শ্রীজাত (Bangla Kobita | Waiting room- Srijato) | অমল দাস

ওয়েটিং রুম
শ্রীজাত

ট্রেন চলে গেছে। ফিরে আসবে না বৃষ্টির মরসুমে
কেউ ফিরে যায় বাস্তবে আর কেউ ওয়েটিং রুমে।
মানুষ কী ভাবে স্মৃতি ফিরে পায়, বৃষ্টির কাছে শেখা-
রাতের স্টেশনে আটকে পড়েছে নাসিরুদ্দিন-রেখা।
চশমার ফ্রেমে কবেকার জল...একা থেকে গেছে চোখও...
হয়তো দুজনে দেখা হবে বলে বর্ষার রেল রোকো।
‘তুমি ভাল আছ?’... এই চলে যায়’'...‘তুমি ঠিকঠাক?’...এই..
ঝড়জল মাখা ওয়েটিং রুমে আর কোনো কথা নেই।
পুরনো দিনের সাদাকালো ছবি পড়ে থাকে ভেঙেচুরে
গুরু গুরু মেঘ গুমরি গুমরি গরজে গগনে। দুরে।
কাছে থাকে শুধু ওয়েটিং রুম, রাত্তির দিয়ে ঘেরা,
জীবন মানে তো সময়ের কাছে ইজাজত চেয়ে ফেরা।
ভোর হলে ট্রেন স্টেশনে ঢুকবে। খুলে দেখে নিয়ো মুঠো,
বৃষ্টির তোড়ে এক হয়ে গেছে আলাদা ঠিকানাদুটো।
বাকি থাকে শুধু টুপটাপ কথা...বাকি থাকে চিঠি লেখা...
স্টেশনেরা থাকে দূরে চলে যায় নাসিরুদ্দিন-রেখা।

#poetry
#poem
#poetrylovers

Комментарии

Информация по комментариям в разработке