Ena Transport এ যাত্রা ।। ঢাকা থেকে ময়মনসিংহ যাওয়ার উপায় বাস ও ট্রেন

Описание к видео Ena Transport এ যাত্রা ।। ঢাকা থেকে ময়মনসিংহ যাওয়ার উপায় বাস ও ট্রেন

ময়মনসিংহ বাসে যেতে হলে আপনাকে প্রথমে যেতে মহাখালী বাস টার্মিনালে। কারন এখান থেকেই ময়মনসিংহের সব বাস ছেড়ে যায়। ধরে নেয়া চলে ভোর ৬টা থেকে রাত ৮ টা অবদি ময়মনসিংহের বাস পাবেন। এনা, রাজীব, সৌখিন, শ্যামল বাংলা, ইসলাম, ইমাম, আলম এশিয়া সহ বেশ কিছু বাস পাবেন ময়মনসিংহ যাওয়ার। এর মধ্যে এনা এবং সৌখিন সবচেয়ে ভালো সার্ভিস এবং এ দুটি পরিবহনের গাড়ী সরাসরি ময়মনসিং শহরের ভীতরে নিয়ে যাবে। বাকী বাসগুলো আপনাকে ময়মনসিং শহরের বাইপাসে নামিয়ে দিবে।
সবচেয়ে ভালো পরিবহন এনাতে আজকে আমরা ময়মনসিং যাবো। এরজন্য চলে গেলাম মহাখালি বাস টর্মিনালে। বেশ লম্বা লািইন ধরে টিকিট কাটলাম। এনা পরিবহনের ভাড়া ৩২০ টাকা। এটি নন এসি কিন্তু সিটিং সার্ভিস । দুঃখের বিষয় হচ্ছে ময়মনসিংহে কোন এসি বাস নাই। সবই নন এসি। এনা পরিবহনে ভাড়া বেশি হলেও সৌখিনে মাত্র ২০০ টাকা দিযেও আপনি ময়মনসিংহ যেতে পারবেন। ভোর ৬টা থেকে প্রতি ১৫/২০ মিনিট পর পর বাস পাবেন ময়মনসিংহ যাওয়ার। এনা এবং সৌখিন ছাড়া বাকী বাসগুলো ময়মনসিংহ শহরের বাইপাসে আপনাকে নামিয়ে দিবে। এছাড়া শেরপুরের কয়েকটি গাড়ি আপনি পাবেন যেগুলো শহরের ভীতর দিয়ে চলাচল করে। এসব গাড়িতে আপনি শুধু ময়মনসিং নয় গাজীপুর, সালনা, শ্রীপুর, ভালুকা, হালুয়াঘাট, ত্রীশালেও যেতে পারবেন।
ঢাকা থেকে ময়মনসিংহে চলাচলকারি ট্রেনগুলো হল – তিস্তা এক্সপ্রেস, বহ্মপুত্র এক্সপ্রেস, যমুনা এক্সপ্রেস, মোহনগঞ্জ এক্সপ্রেস, অগ্নিবীনা এক্সপ্রেস, হাওর এক্সপ্রেস। এছাড়াও জামালপুরের ট্রেনগুলো ময়মনসিংহ হয়ে যায়

Комментарии

Информация по комментариям в разработке