@বিজয় দিবসের কবিতা Vijay debasish Kobita, বঙ্গবন্ধু bongobondhu, বরুণ হালদার Barun Halder

Описание к видео @বিজয় দিবসের কবিতা Vijay debasish Kobita, বঙ্গবন্ধু bongobondhu, বরুণ হালদার Barun Halder

#মুক্তিযুদ্ধ
বিজয় দিবস
বঙ্গবন্ধু
মুজিবুর রহমান
বাংলাদেশ
#abritti #kabita
#bangla kabita
#kabi barun halderer kabita

কবি বরুণ হালদারের নতুন নতুন কবিতা এখানে পাবেন। কবিতা কল্প ছোট্ট চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকার আবেদন।


Freedom fight
Vijay Divas
bangabandhu
Mujibur Rahman
Bangladesh

বঙ্গবন্ধু
বরুণ হালদার

সোনার মাটিতে সোনার ফসল,
মাথা নিচু করেছিল লজ্জায়।
দুখী ছিল নদী নালা মাঠ ঘাট প্রান্তর,
পরাধীনতার শর সজ্জায়।
বাংলা যখন ডুবে ছিল,
পরাধীনতার অন্ধকারে।
বাংলায় মুক্তির সাধ আনতে ,
তুমি ছাড়া আর কে বা পারে।

স্বাধীনতা আন্দোলনে
পূর্ব পাকিস্তানে মুজিব এক বোধ।
পাকিস্তানি তাড়িয়ে, স্বাধীনতা এনে,
নিয়েছ প্রতিশোধ।
মুজিব হলো মুক্তির স্বাদ,
সুজলা সুফলা বাংলাদেশে।
ধানের শীষে শিশির বিন্দু,
সকালে মুক্তির সূর্য হাসে।

শিরায় শিরায় টগবগে রক্ত,
মুজিব চেতনার এক নাম।
তুমি দীপ্তিমান প্রান পুরুষ,
তুমি স্বাধীনতার সোপান।
তোমার তেজ জ্ঞান গরিমা,
কোমল শুভ্র লৌহ মানব তুমি।
তোমার ডাকে সাড়া দিয়েছিল,
লক্ষ কোটি মানুষ, বঙ্গভূমি।

প্রজাতন্ত্রের নায়ক তুমি,
তুমি বাংলার মুক্তির প্রাণ।
স্বাধীনতা এনে করলে তুমি কোটি
বাঙ্গালীর পরিত্রাণ।
চেতনার রঙে সবুজে লাল সূর্য,
দেশের জাতীয় পতাকা।
স্বাধীন বাংলাদেশের ঐতিহ্য,
এ পতাকা বাংলাদেশের একতা।

বঙ্গবন্ধু না থাকলে হাসতো না
পদ্মা মেঘনা, বাংলার সবুজ ঘাস।
তুমি বাংলার আশা আকাঙ্ক্ষা,
তুমি সম্প্রীতি একরাশ।
ছাব্বিশে মার্চ স্বাধীনতা দিবস,
বিজয় দিবস ষোলই ডিসেম্বর।
বাঙালির হৃদয়ে কত উৎফুল্লতা,
জাতীয় উৎসবে কতো আড়ম্বর।

পিতা-মাতা আদর করে
শিশুর নাম রাখে
মুজিবর রহমান।
তুমি শ্রেষ্ঠ বাঙালি
জাতির পিতা
বঙ্গবন্ধু তোমার দ্বারা
জাতি পেল পরিত্রাণ।
বঙ্গবন্ধু তোমার দ্বারা
জাতি পেল পরিত্রাণ।
.... .... .... .... ....

Комментарии

Информация по комментариям в разработке