যে কথা বললে রোগী ৫০% ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ
----------------------------------------------------------------
জিনগ্রস্ত ও যাদুগ্রস্ত রোগীদের জন্য মানসিক শক্তি বাড়ানোর মতো কিছু বিশেষ কথার আলোচনা করেছেন ড. মাজহারুল ইসলাম স্যার।
রুকইয়াহর চিকিৎসা চলাকালীন সঠিক পরামর্শ, সঠিক মানসিকতা এবং আল্লাহর প্রতি ভরসা রোগীর সুস্থতার অর্ধেক পথ সহজ করে দেয়।
এই ভিডিওতে আলোচনা করা হয়েছে—
👉 রোগীকে কীভাবে মোটিভেশন দিতে হয়
👉 কোন কোন কথায় রোগীর মন শান্ত হয়
👉 আল্লাহর দয়া ও সহায়তার প্রতি দৃঢ় বিশ্বাস
👉 রুকইয়াহ চলাকালীন মানসিক দৃঢ়তা
👉জিন/যাদুর ভয় দূর করার ইসলামী পরামর্শ
📌 রুকইয়াহ, জিন, যাদু এবং নফস সংশোধনের বিষয়ে জানতে পুরো ভিডিওটি দেখুন।
📺চ্যানেল: রুকইয়াহ ইন্সটিটিউট
🕌 পরিচালক: ডঃ মাজহারুল ইসলাম
#জিন_যাদুর_চিকিৎসা #জিনের_চিকিৎসা
#বদনজরের_সমস্যা #জিনের_সমস্যা
ফেজবুক পেজঃ / roqiainstitute
___________________________________________________________________
আপনার কি এমন মনে হয়????
চিকিৎসা নিন অথবা কমেন্টে জানান!!!
উওর দিবো ইনশাআল্লাহ্
1. #বুক_ধরফর_করে
2. #অশান্তি_লাগে
3. #অকারনে_মাথা_ঘুরে
4. #এমনিতেই_অস্থির_লাগে
5. #এমনিতেই_হাত_পা_কাপে
6. #এমনি_মেজাজ_খারাপ_লাগে
7. #এমনি_কান্না_আসে
8. #বার_বার_মরে_যেতে_ইচ্ছে_হয়
9. #তুচ্ছ_করনে_মনমালিন্য_হয়
10. #প্রিয়_মানুষ_টিকে_অকারনে_বিরক্তি_লাগে
11. #কোন_কিছুতে_অতি_মাত্রায়_আশক্তি_চলে_আসা
12. #একটি_কাজ_করতে_চাচ্ছেনা_কিন্তু_নিজেকে_নিয়ন্ত্রণ_করতে_পারছেনানা
13. #এমনিতেই_কোন_কিছু_ভংচুর_করতে_ইচ্ছে_হয়
#যে_কথা_বললে_রোগী_৫০_ ভালো_হয়ে_যাবে-ইনশাআল্লাহ,
#ড_মাজহারুল_ইসলাম,
#রুকইয়াহ_ইন্সটিটিউট,
#Ruqyah_Institute,
#জিনের_আছর,
#বদনজর,
#কালো_যাদু,
#বোবা_ধরা,
#ওয়াস_ওয়াসা,
#আপডেট_পদ্ধতি_চিকিৎসা,
#জিনের_সাহায্য_ছাড়াই_চিকিৎসা,
#জিন,
#যাদু,
#কোরআনিকচিকিৎসা,
#সুন্নার_আলোকে_চিকিৎসা,
#জিন_গ্রস্থ_রোগীর_চিকিৎসা,
#যাদুগ্রস্ত_রোগের_চিকিৎসা,
#বদনজরের_আক্রান্ত_রোগীর_চিকিৎসা,
#জিন_থেকে_বাচার_উপায়,
#ভয়_দূর_করার_চিকিৎসা,
#রাগ_দমনের_চিকিৎসা,
#অন্তরের_চিকিৎসা,
#অস্থিরতার_চিকিৎসা,
#জ্ঞান_বৃদ্ধির_আমল,
#জিন_আক্রান্ত_রোগীর_লক্ষণ,
জিন ও শিফা সম্পর্কে কোরআনের কিছু আয়াতঃ
"মানুষ এবং জিনকে সৃষ্টি করা হয়েছে মহান আল্লাহর ঈবাদতের জন্য" (সূরাঃ যারিয়াত, আয়াত ৫৬)
"কোরআন হচ্ছে রোগের নিরাময় এবং মুমিনের জন্য রহমত" (সূরাঃ বনী ইসরাইল, আয়াত ৮২)
"কোরআন হচ্ছে বিশ্বাসীদের রোগের প্রতিকার" (সূরাঃ হা মীম সেজদাহ্, আয়াত ৪৪)
"যখন আমি রোগাক্রান্ত হই, তখন আল্লাহ্ আরোগ্য দান করেন" (সূরাঃ আশ-শো'আরা, আয়াতঃ ৮০)
"মহান আল্লাহর সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত" (সূরাঃ যুখরুফ, আয়াত ৭৯)
রুকইয়াহ ইন্সটিটিউট
যোগাযোগঃ +8801339396377
(WhatsApp and IMO)
ড. মাজহারুল ইসলাম
সাবস্ক্রাইব করে পাশে থাকুন
Информация по комментариям в разработке