সিদ্ধ মঞ্জুরী স্বরূপে যুগল সেবা কীভাবে পাবো?? শ্রীমৎ সদানন্দ দাস বাবাজী মহারাজ // শ্রীধাম নবদ্বীপ

Описание к видео সিদ্ধ মঞ্জুরী স্বরূপে যুগল সেবা কীভাবে পাবো?? শ্রীমৎ সদানন্দ দাস বাবাজী মহারাজ // শ্রীধাম নবদ্বীপ

সিদ্ধ মঞ্জুরী স্বরূপে যুগল সেবা কীভাবে পাবো?? শ্রীমৎ সদানন্দ দাস বাবাজী মহারাজ // শ্রীধাম নবদ্বীপ
#shyamsundar_kirtan_jagat
#sadananda_das_babaji

ভক্তিজীবনের পরম আকাঙ্খা:
আকাঙ্খা হল -"ব্রজে গোপী দেহ পাইয়া রাধাকৃষ্ণ নিত্য সেবার মাধ্যমে যুগল মাধুর্য রস আস্বাদন"।
সিদ্ধ কৃষ্ণদাস বাবা বৃন্দে মহারানীর চরণে প্রার্থনা করিলেন -"এই নিবেদন ধর সখীর অনুগত কর,
সেবা অধিকার দিয়ে কর নিজ দাসী"।ইহাই তো ভক্তি জীবনের মূল লক্ষ্য যা ব্রহ্মা,শিব,নারদ,উদ্ধব আদি মহৎ জনেরও কাম্য।উদ্ধবজী তাই তো ব্রজ গোপীদের চরণ ধূলি প্রার্থনা করিলেন -"বন্দে নন্দ ব্রজ স্ত্রীনাম্ পাদরেণুম অভিক্ষনসম্"-ভাগবত।
ভাববার বিষয়! যুগল মাধুর্য -ইহা তো কেবল গোপীগণের ভাগ্যেই সম্ভব।গোপী দেহেই তো সখীর অনুগত হওয়া সম্ভব!!এখানেই তো ব্রজের বিশুদ্ধ রাগানুগা ভক্তির বিচার, যা রূপ সনাতন রঘুনাথ নরোত্তম আদি গোস্বামীগণ দেখিয়ে গেছেন।
সাধক জীবনে ভক্তকে সর্বদা নিজেকে একজন ব্রজের গোপী অর্থাৎ রাধাদাসী ভাব রেখে মানসী যুগল সেবায় মগ্ন হওয়া উচিত।।কারণ সাধক শরীরে(পুরুষ শরীরে) রাধারাণীর নিত্য সেবা কদাপি সম্ভব নয়,তাই সিদ্ধদেহ সেবাযোগ্য মঞ্জরী বা গোপী স্বরূপ।"নিজ মনে সিদ্ধ দেহ করিয়া ভাবন,রাত্রিদিন চিন্তে রাধাকৃষ্ণের সেবন"-চৈ.চ।
নিঃসন্দেহে ইহাই মহাপ্রভু র মহাদান।ইহাই আমাদের রূপ সনাতন রঘুনাথের শিক্ষা।
তার জন্যই দীক্ষার সময় গুরুকৃপাদত্ত সিদ্ধপ্রণালী ও মঞ্জরী স্বরূপের পরিচয় তথা নাম,বয়স,সেবা, কুঞ্জ আদি একাদশ ভজন যোগ্য রাধাদাসীভাব পাওয়া একান্ত প্রয়োজন।এই সিদ্ধ স্বরূপের বোধ না হইলে ভজনে অগ্রগতি সম্ভব নয়।
ইহা রূপানুগ গোস্বামীদের ভজনে স্পষ্ট।রূপ গোস্বামী ছিলেন রূপ মঞ্জরী,সনাতন-লবঙ্গ মঞ্জরী,রঘুনাথ-রতি মঞ্জরী,লোকনাথ গোস্বামী-মঞ্জুলালি মঞ্জরী, নরোত্তম ঠাকুর-চম্পক মঞ্জরী ইত্যাদি ইত্যাদি।
এই ভজন পরম্পরা আজও বয়ে আসছে গৌড়ীয় রূপানুগ ধারায়।
তাইতো ঠাকুর মহাশয় প্রার্থনা করিলেন-"সখিগণ গণনাতে আমারে গনিবে তাতে,তবহু পূরব অভিলাষ"-প্রে. চ.।
আর অবশ্যই আমাদের ব্রজের নিত্যালীলা গ্রন্থ "গোবিন্দ লীলামৃত"(কৃষ্ণদাস কবিরাজ) বা গুটিকা(নরোত্তম পরিবারের সিদ্ধবাবা কৃষ্ণদাস বাবাজী),"রূপ চিন্তামণি"(বিশ্বনাথ চক্রবর্তী পাদ),গীতগোবিন্দ(ভক্তকবি জয়দেব) -এই জাতীয় বিভিন্ন লীলা রসগ্রন্থ পড়া অথবা ব্রজলীলায় মগ্ন রসিক ভজনানন্দি সাধুর/বাবাজিদের সঙ্গ করা একান্ত প্রয়োজন ।
নাহলে ভক্তির চরম সুখ অধরাই রয়ে যেতে
পারে।ব্রজ অনুরাগী সাধু গুরুর চরণ আশ্রয় পূর্বক এই উচ্চ ভজন রসে আসক্তি এলে নিশ্চিত ভজন জীবন ধন্য হবে।
সকলের মন এই উচ্চ ভজন রসে নিমগ্ন হোক -এই প্রার্থনা করি।
রাধে রাধে।।।।।

Комментарии

Информация по комментариям в разработке