SELF PORTRAIT - Neel (Official Audio)

Описание к видео SELF PORTRAIT - Neel (Official Audio)

SELF PORTRAIT official audio stream for "Neel", from the album The Odhikar, available now on:
https://melabel.lnk.to/Odhikar

Lyrics:

"নীল"

নীল নীলের শহর
স্বপ্ন ভাঙার দেশে
অবাক আত্মসমর্পণ
মহাকালের কান্না সূর্যের নিচে
সাগর থেকে পাহাড় চূড়ায় |

নিমিষেয় হারিয়ে যাওয়া ভাবনা
যেন এক অভিব্যাক্তিহীন ছবি
স্মৃতির ক্যানভাসে অবহেলা
বিষাদ সুরে জেগে উঠে গান |

তুমি নেই বলে তাই
বিষণ্ণ সুরে রংহীন এই গান
তুমি নেই বলে তাই
নিশ্চুপ এক আকাশ
ধোঁয়া ধোঁয়া মেঘ |

তোমার জানালায়
জেগে উঠে বিকেল
সকাল পেরিয়ে
ব্যর্থ স্বপ্ন

মহাকালের কান্নার
ইতিহাসের
জন্ম মৃত্যুর
পারাপার |

তুমি নেই বলে তাই
বিষণ্ণ সুরে রংহীন এই গান
তুমি নেই বলে তাই
নিশ্চুপ এক আকাশ
ধোঁয়া ধোঁয়া মেঘ |

অবনত দিশেহারা
ব্যাকুল এই জীবন
ক্লান্তির চোখে আজও
খুঁজি তোমায় |

Комментарии

Информация по комментариям в разработке