সেন্টমার্টিন যাওয়ার উপায়।

Описание к видео সেন্টমার্টিন যাওয়ার উপায়।

সেন্টমার্টিন যাওয়ার উপায়।

সেন্টমার্টিন ভ্রমণ করতে যাওয়ার উপযুক্ত সময় হচ্ছে নভেম্বর থেকে ফেব্রুয়ারি। টেকনাফ থেকে জাহাজ মার্চ পর্যন্ত চালু থাকলেও তখন গরম পড়ে যাওয়ায় কিছুটা অসুবিধা হয়। এছাড়া ট্রলারে করে সারাবছরই টেকনাফ থেকে সেন্টমার্টিন যাওয়া যায়। তবে বর্তমানে কক্সবাজার থেকে সেন্টমার্টিন জাহাজ সার্ভিস চালু হওয়ায় সারা বছরই সেন্টমার্টিন যাওয়া যাবে।

কয়েকভাবে সেন্টমার্টিন যাওয়া যায়। কেউ শুধু সেন্টমার্টিন যায়, কেউ সেন্টমার্টিন-কক্সবাজার দুই জায়গাতে ঘুরতে যায়। সবগুলো উপায়ই বলছি।

ঢাকা বা দেশের যেকোন জেলা থেকে সেন্টমার্টিন
ঢাকা বা দেশের যেকোন স্থান থেকে প্রথমে টেকনাফ। টেকনাফ থেকে সকাল ৯.৩০ টার জাহাজে করে সেন্টমার্টিন। সেন্টমার্টিনে যতদিন ইচ্ছা থেকে অথবা দিনে দিনেই বিকাল ৩টার জাহাজে করে টেকনাফ। টেকনাফ থেকে বাসে করে পরবর্তী গন্তব্যস্থল।

ঢাকা বা দেশের যেকোন জেলা থেকে সেন্টমার্টিন হয়ে কক্সবাজার
ঢাকা বা দেশের যেকোন স্থান থেকে প্রথমে টেকনাফ। টেকনাফ থেকে সকাল ৯.৩০টার জাহাজে করে সেন্টমার্টিন। সেন্টমার্টিন যতদিন ইচ্ছা থেকে আবার বিকাল ৩টার জাহাজে করে টেকনাফ। টেকনাফ থেকে বাস/রিজার্ভ মাইক্রোতে করে কক্সবাজার। কক্সবাজার যতদিন ইচ্ছা থেকে পরবর্তী গন্তব্যস্থল।

ঢাকা বা দেশের যেকোন জেলা থেকে কক্সবাজার হয়ে সেন্টমার্টিন
ঢাকা বা দেশের যেকোন স্থান থেকে প্রথমে কক্সবাজার। কক্সবাজার যতদিন ইচ্ছা থেকে খুব ভোরে টেকনাফের বাস, রিজার্ভ মাইক্রো/জীপে করে টেকনাফ। টেকনাফ থেকে সকাল ৯.৩০টার বাসে করে সেন্টমার্টিন। সেন্টমার্টিন যতদিন ইচ্ছা থেকে আবার বিকাল ৩টার জাহাজে চড়ে টেকনাফ। টেকনাফ থেকে বাসে করে পরবর্তী গন্তব্যস্থল।

কক্সবাজার থেকে সেন্টমার্টিন
কক্সবাজার থেকে বর্তমানে সেন্টমার্টিনের শীপ চালু রয়েছে। তাই টেকনাফ হয়ে জাহাজ না উঠে সরাসরি কক্সবাজার থেকে সেন্টমার্টিনের জাহাজে উঠতে পারবেন। বর্তমানে কর্ণফুলী শীপ নিয়মিত কক্সবাজার জেটি ঘাট থেকে সেন্টমার্টিন চলাচল করছে।

চট্টগ্রাম থেকে সেন্টমার্টিন
চট্টগ্রামের সিনেমা প্যালেস, দামপাড়া থেকে কিছু বাস রাত ১২/১ টায় চট্টগ্রাম থেকে টেকনাফের উদ্দ্যেশ্যে ছেড়ে যায়। এছাড়া এখন বে-ওয়ান জাহাজে করে সরাসরি চট্রগাম থেকে জাহাজে করে সেন্টমার্টিন যাওয়া যায়। টেকনাফ বা কক্সবাজার হয়ে যাওয়ার প্রয়োজন নেই।

ঢাকা থেকে টেকনাফের বাস
হানিফ, শ্যামলী, সেন্টমার্টিন পরিবহন, সেন্টমার্টিন ট্রাভলস, গ্রীন সেন্টমার্টিন, রিলাক্স, রয়েল কোচ, হেরিটেজ সহ আরো বেশ কিছু বাস।

বাস ভাড়া

নন-এসিঃ ১০০০-১০৫০ টাকা
নন-এসিঃ ১১০০ টাকা (শ্যামলী বিজনেস ক্লাস)
এসিঃ ১২০০-১৮০০ টাকা (ইকোনমি ক্লাস)
সেন্টমার্টিন হুন্দাই (রবি এক্সপ্রেস): ১৮০০ টাকা (ইকোনমি ক্লাস)
সেন্টমার্টিন হুন্দাই (রবি এক্সপ্রেস): ২২০০ টাকা (বিজনেস ক্লাস)
টেকনাফ থেকে সেন্টমার্টিন জাহাজ ভাড়া
জাহাজের নাম নিচতলা দোতলা বিজনেস ক্লাস
কেয়ারী সিন্দবাদ ৮৫০/- ১০০০/- ১১০০/-
কেয়ারী ক্রুজ এন্ড ডাইন ১১০০/- ১৩০০/- ১৬০০/-
এম ভি ফারহান ২ ১০০০/- ১৩০০/- –
সুকান্ত বাবু ৮০০/- ৯০০/- –
গ্রীণ লাইন (এসি) ১৭০০/- ২২০০/- –
কর্ণফুলী এক্সপ্রেস ২৫০০-২৫,০০০ টাকা
বে-ওয়ান ৪০০০-৬০,০০০ টাকা
জাহাজ টিকেট বুকিং

যেকোন জাহাজের টিকেট আমার কাছ থেকে নিতে।
Thank you for watching this video.
Please subscribe my channel.

Комментарии

Информация по комментариям в разработке