হে যুবক জেগে ওঠো গজল | জুনায়েদ সিদ্দিকী গজল | New Gojol 2025 | Pirzada Junaid Siddiqui Gojol, Gojol
#Facebook_ji_ke_utho_Kajol
#ha_jubok_jags_uto
#ha_junok_jaga_oto
#Facebook_Ji_ki_photo_gojol
#gojol
#2025_new_gojol
#Facebook_Dekhe_Hothon_Kajol
#হে_যুবক_জেগে_ওঠো
#হে_যুবক_জেগে_ওঠো_গজল
#Junaid_Siddiqui_Notun_gojol
Lyrics : -
______
হে যুবক জেগে ওঠো, তুমি আব্বা মোজে আছো ভোগ বিলাসে, ওদিকে তোমার বোন কাঁপে ক্রাশে, যাকে কভু দেখেনি সূর্যা আলোকে সে বোন আজ লাঞ্ছিত বারে বারে, তুমি আজ মোজে আছো ভোগ বিলাশে, ওদিকে তোমার বোন কাঁপে আাসে, যাকে কভু দেখেনি সূর্যা আলোকে সে বোন আজ লাঞ্ছিত বারে বারে, ভারত ও ফিলিস্তিনে ওই ঘোর আরাকেন, কাঁদছে তোমারি বোন তাদেরই ডাকে, তুমি সাড়া দেবে বলো করে নেবে এই পথ, ভাই হয়ে যদিনা দাঁড়াও পাসে, আর কি ভাবে বলো বিজয় আসে, "ইয়া শাবাব ইস্তারিক্লিস ( ২ বার )" "হে যুবক জেগে ওঠেস (২ বার) আমাদের ছিলো এক সোনালি অতীত... নারীয়ে দিতাম সব জালিমের ভীত, আইন ছিল শুধু ইনসাফেরই, জুলুম রুখে দিতে হতো না দেরি, আমাদের সে অতীত হারিয়ে গেছে, মজলুম আজ তাই কেঁদে মরে, হারিয়েছি যা তাকি পাবো ফিরে তুমি না জাগলে তাকে কে ফিরাবে, "ইয়া শাবাব ইস্তায়িক্রিম ( ২বার )" "হে যুবক জেগে ওঠেস ( ২বার )"
তুমি কি শোনোনি খালিদের কথা... সালাউদ্দিনের শত রীর গাঁথা, যুগে যুগে তারা ছিলো উম্মাহর আতা, তবে কেন আজ মনে শোকাতুর ব্যাথা, তুমি কি শোনো-নি খালিদের কথা... সালাউদ্দিনের শত বীর গাঁথা, যুগে যুগে তারা ছিলো উম্মাহর আতা, তবে কেন আজ মনে শোকাতুর ব্যাথা, সিরিয়া কাশ্মীর আরাকান উইঘুরে ডাকছে তোমারই ভাই মেটাবে জুলুম চিরতরে, তাকে কোথা, খুজি বলো পাই হারিয়েছি যা তাকি পাবো ফিরে..... তুমিনা জাগলে তাকে কে ফেরাবে,
"ইয়া শাবাব ইস্তায়িক্লিস (২বার)" "হে যুবক জেগে ওঠো। তুমি আজ মোকে আছো ভোগবিলাসে, ওদিকে তোমার কেন কাঁপে ক্রাসে, যাকে কভু দেখেনি সূর্যা-আলোকে, সে বোন আজ লাঞ্ছিত বাড়ে বাড়ে,
তুমি আজ মোজে আছো ভোগ বিলাসে, ওদিকে * তোমার বোন কাঁপে ক্রাসে যাকে বন্ধু দেখেনি সূর্য-• আলোকে, সে বোন আব্জ লাঞ্ছিত বারে বারে, ভারত ও ফিলিস্তিনে ওই ঘোর আরাকানে কাঁদছে তোমার'ই * বোন তাদেরই ডাকে, তুমি সাড়া দেবে বলো কবে নেবে এই পথ, ভাই হয়ে যদিনা দাড়াও পাসে আর কি ভাবে বলো বিজয় আসে, "ইয়া সাবার ইস্তায়িক্লিম (২বার) বার) "হে যুবক জেগে ওঠো (২বার)- তাদেরই বেঁধে দেওয়া কাটা তার গুলো যেনে রেখো মোদেরী সীমানা নেয় কোনো মুসলিম হলে তাকে ভাই বলে যেনো তার ডাকে সাধ্য তুমি, সাড়া দাও যেনো তাদেরই বেঁধে দেওয়া কাঠা তার গুলো, যেনে রেখো মোদেরী সীমানা নেই কোনো মুসলিম হলে তাকে, ভাই বলে যেনো তার ডাক
সাবা তুমি সাড়া দাও সেনো, আর কতো কাল বলো থাকবো এ পদতলে, কাটাবো দুঃখের'ই পল কবে বলো সব এর হয়ে ধরবে উম্মার হাল, হারিয়েছি যা তা কি পাবো ফিরে, তুমি না জাগলে তাকে কে ফিরাবে,
"ইয়া সাকব ইস্তায়িক্লিয় (২বার) হে যুবক জেগে ওঠো হেবার আমাদের ছিলো এক সোেনলি অতীত, নারিয়ে দিতাম সব জালিমে ভীত, আইন ছিল শুধু ইনসাফের'ই জুলুম, রুখে দিতে হতোনা দেড়ি, আমাদের'ই সে অতীত হারীয়ে গেছে মজলুম আজ তাই- কেঁদে মরে, হারিয়েছি যা তাকি পাবো ফিরে তুমি না জাগলে তাকে কে ফিরাবে "ইয়া সাবাব ইস্তায়িক্রিম হৈবার)
এহে যুবক জেগে ওঠো (২ বার)'
🔴 আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনাদের সকলকে সাইরুল মাল্টিমিডিয়া চ্যানেল এর পক্ষ থেকে জানাই অসংখ্য ধন্যবাদ । ভালো লাগলে একটি লাইকও আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না । আরো ভালো ভালো নতুন নতুন ওয়াজ পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না । সাইরুল মাল্টিমিডিয়া চ্যানেল এর পক্ষ থেকে আপনাদের অনেক ভালোবাসা রইলো । আপনাদের এলাকার জলসা আমাদের এই চ্যানেলে আপলোড করার জন্য যোগাযোগ করুন এই নাম্বারে7811065079 এ । সাইরুল মাল্টিমিডিয়া চ্যানেলে ইসলামিক অডিও ভিডিও রেকর্ডিং করে ইউটিউবে প্রচার করা হয় । বিঃ দ্রঃ - এই চ্যানেলের অডিও বা ভিডিও বিনা অনুমতিতে কোন ইউটিউব চ্যানেলে আপলোড পড়া ইউটিউবের গাইড লাইনের একটি অপরাধ এতে আপনার শাস্তি হতে পারে । ইসলামিক দ্বীন প্রচারে আমাদের সঙ্গে থাকুন ইতি আপনার প্রিয় সাইরুল মাল্টিমিডিয়া চ্যানেল ।
: Important Notice :
আমাদের এই চ্যানেলে ওয়াজ গজল ছাড়তে চাইলে যোগাযোগ করুন এই নাম্বারে7811065079
যে কোন বক্তার সঙ্গে গিয়ে যত্নসহকারে ভিডিও ক্যামেরা করা হয়। এবং আমাদের চ্যানেলে আপলোড দেওয়া হয় যোগাযোগ।
#Pirzada_Junaid_Siddiqui
#Islamic digital creator arif
About Sairul Multimedia...
এটি একটি সম্পূর্ণ ইসলামিক চ্যানেলে। আমাদের চ্যানেলে পাবেন হানাফী মাযহাবের অনুসারী আলেমদের দের ওয়াজ।
তথা ফুরফুরা শরীফের পীর সাহেব ও পীরজাদা ও হাক্কানী আলেমদের নূতন নূতন ওয়াজ ও খুব আকর্ষণীয় সুন্দর সুন্দর গজল কেরাত্ ইসলামিক সঙ্গীত সহ ইসলামিক শিক্ষনীয় ভিডিও
প্রতি নিয়ত আমাদের নতুন নূতন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর পাসে যে বেল আইকন আছে ওটাতে ক্লিক করে রাখুন।
বিশেষ শর্তাবলী🚫
⚫এই চ্যানেলের অডিও বা ভিডিও অন্য কোন চ্যানেলে আপলোড দেওয়া কপি রাইট আইনের লংঘন।।এটি একটি ইউটিউব গাইডলাইন এর অপরাধ।।
🔊এই নিয়ম অমান্য করলে ইউটিউবের আইনত ব্যবস্থা নেওয়া হইবে।।
📞ইতি= ইসলামিক ডিজিটাল ক্রিয়েটর আরিফ
🚫Special terms🚫
⚫Uploading audio or video from this channel to another channel is a violation of copyright law. This is a crime of YouTube guidelines.
🔊Violation of this rule will result in legal action being taken against YouTube.
🔴Iti = islamic digital creator arif 🌹
Contact us : [email protected]
~Thanks For Watching My Videos #trending #foryou #reels #bhojpuri #love #reelsvideo #arjunsyadav23p #viralreels #bhojpurireels
Информация по комментариям в разработке