জান না রে মন, পরম কারণ, কালী কেবল মেয়ে নয় - কমলাকান্ত ভট্টাচার্য্য - Janona Re Mon Param Karon

Описание к видео জান না রে মন, পরম কারণ, কালী কেবল মেয়ে নয় - কমলাকান্ত ভট্টাচার্য্য - Janona Re Mon Param Karon

(গানের ক্লাসের জন্য যোগাযোগ: ৯৭৪৮৪৮৮১৪৭)


জান না রে মন, পরম কারণ, কালী কেবল মেয়ে নয়।
মেঘের বরণ করিয়ে ধারণ কখন কখন পুরুষ হয়॥

হয়ে এলোকেশী, করে লয়ে অসি, দনুজ-তনয়ে করে সভয়।
কভু ব্রজপুর আসি বাজাইয়া বাঁশী, ব্রজাঙ্গনার মন হরিয়ে লয়॥

কভু বাঁধে ধড়া, কভু বাঁধে চূড়া, ময়ূরপুচ্ছ শোভিত তায়।
কখন পার্বতী, কখন শ্রীমতী, কখন রামের জানকী হয়।।

ত্রিগুণ-ধারণ করিয়ে কখন, করয়ে সৃজন-পালন-লয়।
কভু আপনার মায়ায় আপনি বাঁধা, যতনে এ ভব-যাতনা সয়॥

যে রূপে যে জনা করয়ে ভাবনা সেই রূপে তার মানসে রয়।
কমলাকান্তের হৃদি-সরোবরে, কমলে কামিনী উদয় হয়॥

_০-

শ্যাম-শ্যামা-অদ্বয়ভাবাত্মক অত্যন্ত সুখ্যাত সাধক কমলাকান্তের গান এটি। পদাবলীতে অতি নগন্য পাঠান্তর আছে। সেখানে গানটির রাগ ভৈরব উল্লেখিত। কিন্তু এই সুরটিই প্রচলিত।

Комментарии

Информация по комментариям в разработке