মোল্লাহাটি আদিবাসী মানুষের জীবনধারা।Mollahati village life।মোল্লাহাটি অভিযান।মোল্লাহাটি নীলকুঠি

Описание к видео মোল্লাহাটি আদিবাসী মানুষের জীবনধারা।Mollahati village life।মোল্লাহাটি অভিযান।মোল্লাহাটি নীলকুঠি

মোল্লাহাটি আদিবাসী মানুষের জীবনধারা।Mollahati village life।মোল্লাহাটি অভিযান।মোল্লাহাটি নীলকুঠি











ইতিহাস বিজড়িত মোল্লাহাটি বনগাঁর বন্ধু শহর তখনো তৈরি হয়নি তার আগ থেকেই মোল্লাহাটির সূচনা ঘটে এবং দুই বাংলার বাণিজ্য কেন্দ্র গড়ে ওঠে মোল্লাহাটি খুব সহজেই এক সময় এই মোল্লাহাটি হয়ে বাংলাদেশের যশোর জেলা অব্দি যাতায়াত করা যেত যা কিনা অবিভক্ত বাংলার সময় এপার বাংলা এবং ওপার বাংলার ১৫২ টি নীলকুঠির মধ্যে সদর দপ্তর ছিলো মোলহাটি নীলকুঠি । কালের বিবর্তনে আজ শুধু পড়ে আছে নীল পচানো ভগ্ন চাতাল এবং ডাকবাংলো
স্থানীয় শুভ বুদ্ধি সম্পন্ন কিছু মানুষের তদারকিতে আবারো নতুন করে মোল্লা হাটে গ্রামটি গড়ে উঠছে একটি মডেল গ্রাম হিসেবে এবং এর পিছনে আছে স্থানীয় সম্মানীয় যুবক প্রসাদ বিশ্বাস ও কিছু সংখ্যক মানুষ। ডাকবাংলা টি কনস্ট্রাকশন এর কাজ করে নতুন রূপ দেয়া হয়েছে লাইব্রেরীতে পরিণত করা হয়েছে। যেখানে আদিবাসী সম্প্রদায়ের বয়স্ক মানুষদের জন্য নৈশিক পড়াশোনার ব্যবস্থা করা হয়েছে এবং তাছাড়া আরও বিভিন্ন সামাজিক কাজ করা হয়। তাদের প্রচেষ্টায় এবং গ্রামবাসী বৃন্দ সহায়তায় গড়ে উঠতে চলেছে মোল্লাহাটি গ্রাম একটি মডেল গ্রাম হিসাবে

জবরদখল বনগাঁর ইতিহাসঘেরা নীলকুঠির ভুসম্পত্তি
দীর্ঘদিনের অত্যাচারে জর্জরিত হওয়ার পরে নীলকর সাহেবদের রক্তচক্ষু উপেক্ষা করে বিদ্রোহী হয়েছিলেন নীলচাষীরা। আর এই বিদ্রোহের পটভূমি হিসেবে দেখা দিয়েছিল অধুনা উত্তর চব্বিশ পরগনার বনগাঁ মহকুমা সংলগ্ন একাংশ। নীলচাষীদের দুর্দশার বিবরণ সমৃদ্ধ ‘নীলদর্পন’ গ্রন্থের লেখক দিনবন্ধু মিত্রের জন্মস্থানও বনগাঁ মহকুমার চৌবেড়িয়া। তাঁর জন্মস্থানের অদূরে মোল্লাহাটি গ্রাম। মোল্লাহাটি অষ্টাদশ শতকে ও ঊনবিংশ শতকের মধ্যভাগ অব্দি হয়ে উঠেছিল নীলচাষের বীজতলা। নীলকর সাহেবরা এসে আস্তানা গেড়েছিলেন মোল্লাহাটিতে।নীলচাষীদের রক্ত নিংড়ে ইংরেজ নীলকর সাহেবদের ধনভান্ডার ফুলেফেঁপে উঠেছিল।সেদিনের মোল্লাহাটি সাক্ষী ছিল কৃষক নিপীড়নের সেই দিনগুলির। আজ নীলচাষীদের রক্তঘাম মাখা ইতিহাসের স্মৃতি বিজড়িত নীলকুঠির ভুসম্পত্তি দখল করা হচ্ছে অবলীলায়।অবহেলায় পড়ে থাকা ঐতিহাসিক স্থানের মাটি বিক্রি হয়ে যাচ্ছে প্রকাশ্য দিবালোকে ।এলাকাবাসীরা মুষ্টিমেয় মানুষের জবর দখলের বিরুদ্ধে মুখর।ঐতিহ্যবাহী নীলকুঠি এলাকা দখলমুক্ত করে স্থানটিতে পর্যটন কেন্দ্রের দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা।
গোপালনগর থানার মোল্লাহাটি গ্রামের ঐতিহাসিক গুরুত্ব তাৎপর্যপূর্ণ।ইংরেজ আমলের নীলকুঠিটির সামান্য কিছু ভগ্নাবশেষ যত্রতত্র ছড়িয়ে আছে বিক্ষিপ্তভাবে । আগে আসতেন পর্যটকরা। এখন তাও কমে গেছে জমিমাফিয়াদের নজর নীলকুঠি এলাকায় পড়ায়।যে যখন পেরেছে ঐতিহাসিক স্থানের ইঁটকাঠ তুলে নিয়ে যাওয়ায় বড়ই বিবর্ণ বর্তমান মোল্লাহাটি।

পুরাস্মৃতি বিজড়িত জমির এক অংশে বসবাস করেন কিছু মানুষ । স্থানীয়রা তাজ্জব, তাঁরা জানতে চান কি করে দীর্ঘদিন ধরে ঐতিহ্যবাহী জায়গায় দখলদারী নিয়েছেন তাঁরা। স্থানীয়দের অভিযোগ, জমির মাটিও কেটে বিক্রি করছে জবরদখলকারীরা।স্থানীয় বাসিন্দারা ওই নীলকুঠি এলাকায় যান এবং বিক্ষোভ করেছেন ।স্থানীয় মানুষেরা নীলকুঠি এলাকা পরিষ্কার করলেও প্রশাসনের নজরদারি চাইছেন।
অভিযোগ, নীলকুঠি এলাকার প্রায় সাড়ে সাত বিঘা জমির উপর থাকা বিভিন্ন ঐতিহাসিক স্মৃতি একটি পরিবার নষ্ট করে ফেলেছে । নীল পচানোর চাতাল ,চৌবাচ্চার পাঁচিল আজ তার প্রায় কোনো অস্তিত্বই নেই ৷অথচ কয়েকবছর আগেও সামান্য ভগ্ন অবস্থায় বিরাজ করত চাতাল। বাগানের মধ্যে নীলকর সাহেবদের সমাধির খুঁড়ে ধ্বংস করা হয়েছে।জেমস ফারলং সহ নীলকর সাহেবদের বিশেষ কোনো স্মৃতি অবশিষ্ট নেই।শুধু রয়েছে ডাকবাংলাটি যেটি এখন লাইব্রেরীতে পরিণত হয়েছে।নীলের আবাদ, নীলকর সাহেবের সেরেস্তা আজ আর নেই। সেকালের পাকা ঘর, বা সামান্য কালের গর্ভে বিলীন হওয়ার আগে প্রশাসনিক উদাসীনতায় আর এক শ্রেণীর লোভী মানুষের হাতে পড়ে চিরবিস্মরণের


1. "Unseen India: Village Life in mollhati village, West Bengal"
2. "Mollahati village: A Glimpse into Rural Life in West Bengal"
3. "Village Vibes: Exploring Mollahati village, West Bengal"
4. "Life in Mollahati village: A West Bengal Village Story"
5. "Mollahati village: The Unexplored Charm of West Bengal's Countryside"
6. "Rustic Life in Mollahati village: A West Bengal Village Experience"
7. "Mollahati village : Where Tradition Meets Nature in West Bengal"
8. "A day of mollahati village : Village Life in West Bengal"
9. "Mollahati village: The Hidden Gem of West Bengal's Rural Landscape"
10. "Village Life Uncovered:village, West Bengal"

1. "অদেখা ভারত: পশ্চিমবঙ্গের মোল্লাহাটি গ্রামের জীবন"
2. "মোল্লাহাটি গ্রাম: পশ্চিমবঙ্গের গ্রামীণ জীবনের একটি ঝলক"
3. "ভিলেজ ভাইবস: এক্সপ্লোরিং মোল্লাহাটি গ্রাম, পশ্চিমবঙ্গ"
4. "মোল্লাহাটি গ্রামের জীবন: পশ্চিমবঙ্গের একটি গ্রামের গল্প"
5. "মোল্লাহাটি: পশ্চিমবঙ্গের গ্রামাঞ্চলের অনাবিষ্কৃত চার্ম"
6. "মোল্লাহাটীগ্রাম্য জীবন: একটি পশ্চিমবঙ্গ গ্রামের অভিজ্ঞতা"
7. "মোল্লাহাটি গ্রাম: যেখানে ঐতিহ্য পশ্চিমবঙ্গে প্রকৃতির সাথে মিলিত হয়"
8. "মোল্লাহাটি গ্রামে একটি দিন: পশ্চিমবঙ্গের গ্রামের জীবন"
9. "মুলাহাটি গ্রাম: পশ্চিমবঙ্গের গ্রামীণ ল্যান্ডস্কেপের লুকানো রত্ন"
10. "গ্রামের জীবন উন্মোচিত: মোল্লাহাটি গ্রাম, পশ্চিমবঙ্গ"









#mollhatinilkhuti
#mollhativillage
#village
#explorerjeetu
#villagelife
#Mollahati village life
#adventure​
#exploring​
#Rurallife
#vlog
#travelvlog
#villagelifeindia



📍Google map location

https://maps.app.goo.gl/CePtLRE6oN8us...



আশা করছি এই ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। ভিডিওটি শেয়ার করবেন ও লাইক দেবেন। আর যারা নতুন দেখছেন তাদের কাছে একটা অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।আর একই ভাবে আশীর্বাদ করবেন 💐🙏

Комментарии

Информация по комментариям в разработке