AMARKANTAK TOUR GUIDE 2024 I দেবভূমি অমরকন্টক I MADHYA PRADESH

Описание к видео AMARKANTAK TOUR GUIDE 2024 I দেবভূমি অমরকন্টক I MADHYA PRADESH

জয় নর্মদা মাতা
দেবভূমি অমরকন্টক

স্বর্গ যদি কোথাও থাকে তাহলে তা এখানে
বিন্ধ্য ও সাতপুরা পাহাড়ের সংযোগস্থলে ১০৬৫ মিটার উচ্চতায় অবস্থিত অমরকন্টক যুগ যুগ ধরে সাধনাক্ষেত্র হিসাবে সমাদর পেয়ে আসছে। পবিত্র নদী নর্মদা ও শোনের উৎসস্থল হচ্ছে এই অমরকন্টক। প্রকৃতিদেবীর আশীর্বাদধন্য চারদিকে পাহাড়ঘেরা এই জায়গা পবিত্র সরোবর, নদী, ঘন জঙ্গল, দৃষ্টিনন্দন জলপ্রপাত, গা ছমছমে গুহা ও প্রাচীন মন্দিরে সমৃদ্ধ। অমরকন্টক হল প্রাকৃতিক সৌন্দর্য, ইতিহাস আর ধর্মের এক অদ্ভুত সংমিশ্রন। জায়গাটি প্রকৃতিপ্রেমিকদের কাছে যতটা আকর্ষণীয় পাশাপাশি ঠিক ততটাই আকর্ষণের কেন্দ্রবিন্দু হিন্দু তীর্থস্থান হিসাবে। মহান সংস্কৃত কবি কালিদাসের সাহিত্যে অমরকন্টকের সৌন্দর্য চিত্রিত হয়েছে। আধ্যাত্মিক গুরুত্ব ছাড়াও, শহরটি তার ভৌগলিক এবং প্রাকৃতিক সমৃদ্ধির জন্যও পরিচিত। এটি বিন্ধ্য এবং সাতপুরা পর্বতমালার মিলনস্থল, যার মধ্যে মাইকাল পাহাড় প্রধান।
নর্মদা নদীর উৎসস্থলে নির্মিত নর্মদা উদগম মন্দিরটি ভারতের অন্যতম পবিত্র স্থান।অমরকন্ঠকে নর্মদা নদীর উৎস ছাড়াও মাই কি বাগি, কপিল ধারা, দুধ ধারা জলপ্রপাত দেখার মতো।


কোনো ভক্ত যদি নিজেকে শাপমুক্ত করতে চান তবে তাকে পবিত্র নর্মদাকুণ্ডে একবার ডুব দিতে হবে - এমন কোন রীতি নেই এখানে। নর্মদার স্থান একেবারে আলাদা। একবার ভক্তিভরে নর্মদা দর্শন যে কোন ভক্তকে পরিশুদ্ধ করার পক্ষে যথেষ্ঠ। বহু মহামান্য মুনি ঋষিদের সাধনাক্ষেত্র হলো এই অমরকন্টক। মনোরম প্রাকৃতিক শোভা ও আধ্যাত্মিকতার টানে যুগ যুগ ধরে মানুষ ছুটে আসছেন এই দেবভূমিতে।
মূল তোরণ দ্বার দিয়ে এগিয়ে চললাম মায়ের মন্দির অভিমুখে। নর্মদা মায়ের আরতি দেখবার জন্য সন্ধ্যের মুখে আমরা চলে এলাম নর্মদামাতা মন্দির কমপ্লেক্সে। ইতিমধ্যে এক পসলা বৃষ্টি হয়ে গেছে। আকাশের মুখ ভার। জানুয়ারি মাসের 19 তারিখ। বেশ কন কনে ঠাণ্ডা।
মন্দির কমপ্লেক্স চত্বরে অসংখ্য পূজা সামগ্রির দোকান ও ছোট ছোট প্লাস্টিক কনটেনারে নর্মদার জল বিক্রির দোকান দেখতে পাচ্ছি। পাশাপাশি নারকেল।
এক বিশাল কমপ্লেক্সের মাঝে নর্মদা নদীর উৎস্থল এবং তা থেকে সৃষ্ট জলাশয়। নর্মদার উৎসমুখ স্রোতহীন, গতিহীন -এ যেন স্থির জলাশয়। সেই পবিত্র জলাশয়ে কনকনে এই ঠাণ্ডায় একজন ভক্ত স্নান করছে। পাদুকা খুলে এগিয়ে চললাম।
কমপ্লেক্সের চারপাশে সুন্দর কারুকার্যশোভিত ছোট বড় 16টির মতো দেব দেবীর মন্দির রয়েছে। মন্দির চত্বরেই চলছে ধর্মীয় অনুষ্ঠান।
বিশাল রাজকীয় প্রবেশদ্বার পেরিয়ে পৌঁছতে হয় মন্দির চত্বরে। মন্দির কমপ্লেক্সে প্রবেশ করতেই শিব ঠাকুরের আংশিক অবতারের সঙ্গে দেখা। প্রায় সমস্ত মন্দিরের রঙ দুধসাদা। বর্ণালি আলোর বর্ণছটায় মন্দিরগুলো মায়াবী রূপ ধারন করেছে। ভেতরের অংশ বেশ পরিষ্কার পরিছন্ন। এই পবিত্র ভূমিতে বসে ঘন্টার পর ঘন্টা সময় কাটিয়ে দেওয়া যায়।
মন্দিরেই রয়েছে একটি পাথরের হাতি, যার পায়ের তলা দিয়ে একবারে সাষ্টাঙ্গে গলে যেতে পারলে নাকি পাপক্ষয় হয়। সিঁড়ি দিয়ে একটু উঠেই নর্মদামাতা মন্দিরে সন্ধ্যারতির প্রস্তুতি চলছে। বিশালাকার একটি হোম কুন্ড, পাশেই অনেক শিব লিঙ্গ। ব্রোঞ্চের তৈরী একটি শিব ও অর্জুনের মূর্তি রয়েছে এখানে। যেখানে অর্জুন শিবের রথের সারথীর ভূমিকা পালন করছে।
অমরকন্ঠক কীভাবে আসবেন : নিকটতম রেলস্টেশন ছত্তিশগড়ের পেন্ড্রারোড ( অমরকন্টক থেকে দূরত্ব ৪২ কিমি ), কলকাতা থেকে সরাসরি অমরকণ্টক আসতে হলে বিলাসপুর এসে সেখান থেকে বাসে বা ট্রেনে পেন্ড্রারোড আসা যাবে। 18030 শালীমার লোকমান্য তিলক অথবা হাওড়া-মুম্বাই মেল ( ট্রেন নং ১২৮১০ ) সহ নানা ট্রেন বিলাসপুর হয়ে যায়। সড়কপথে অমরকন্টক আসতে হলে ইলাহাবাদ, রায়পুর, বিলাসপুর, কাটনি, জব্বলপুর থেকে সরাসরি বাসে আসা যাবে। বিমানে আসার জন্য নিকটতম বিমানবন্দর জব্বলপুর (২২৮ কিমি) ও ছত্তিশগড়ের রায়পুর(২৩০ কিমি)।
অমরকন্ঠক
জেলা : অনুপপুর
বিলাসপুর থেকে অমরকন্ঠক দূরত্ব: (117 Km)
কোথায় থাকবেনঃ সমগ্র অমরকণ্টকেই ভাল ভাল ধর্মশালা ও আশ্রম পাবেন। সেই অর্থে হোটেল , লজ একদমই কম।
#amarkantaktemple
#devbhumiamarkantak
#amarantakparicrama
#amarkantaktourguide
#madhyapradeshtourism

Music Credit by :
https://mixkit.com
   / audiolibrary  
Thanks for watching the Video
Please don't forget to Like, Lhare and Comments
My Channel Link :    / @atmenterprise  

------------------------------------------------------------------------------------------------
For business inquiries : [email protected]
-------------------------------------------------------------------------------------------------

Комментарии

Информация по комментариям в разработке