নবম শ্রেণির গণিত ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট // Class-9 Math Assignment 6th week জানতে আগে জানতে হবে অ্যাসাইনমেন্ট লেখার সহজ পদ্ধতি কী। এরপর আমরা নবম শ্রেণির গণিতের ৪র্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট লেখা শুরু করব। যেভাবে শুরু করতে হবে: অ্যাসাইনমেন্ট সাধারণত সংশ্লিষ্ট কোর্স শিক্ষক নির্ধারণ করে দেন। অনেক সময় নিজেও বাছাই করে নেয়ার সুযোগ থাকে। অ্যাসাইনমেন্ট বাছাই করে তথ্য সংগ্রহ করে তোমাকে লেখার কাজে হাত দিতে হবে।
[নবম শ্রেণির গণিত ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট // Class-9 Math Assignment 6th week, class 9 assignment math 6th week, class 9 6th week assignment, math solution, নবম শ্রেণির গনিত সমাধান ৬ষ্ঠ সপ্তাহের, ৬ষ্ঠ সপ্তাহের ৯ম শ্রেণির এ্যাসাইনমেন্ট, 6th week assignment,]
তথ্যের উৎস:
১. শিক্ষক কর্তৃক মনোনীত বই
২. সংশ্লিষ্ট বিষয়ের সহায়ক বই
৩. পত্র-পত্রিকা, সাময়িকী, জার্নাল
৪. ইন্টারনেট বা অভিজ্ঞজনের মতামত
৫. বড় ভাইদের করা সংশ্লিষ্ট বিষয়ের অ্যাসাইনমেন্ট, শিক্ষকের গাইড লাইন এবং ক্লাস লেকচার
লেখা শুরুর আগে:
প্রথমেই জানা উচিত অ্যাসাইনমেন্ট অনেকটা গবেষণাপত্রের মত। সংগৃহীত তথ্য এবং বাস্তবতা মিলিয়ে অ্যাসাইনমেন্ট লিখতে হবে। যেমন মনেকর, তোমার অ্যাসাইনমেন্ট-এর বিষয় হলো “বাংলাদেশে মাধ্যমিক বিদ্যালয় সমূহের প্রশাসন ব্যবস্থা : একটি পর্যালোচনা”-এ ক্ষেত্রে স্কুলগুলোর প্রশাসন ও সরকারের শিক্ষাসংক্রান্ত প্রশাসন হবে তোমার উৎস। এই অ্যাসাইনমেন্টের জন্য নিচের পয়েন্টগুলো উল্লেখ করা যেতে পারে।
বর্ণনা
সচিত্র ব্যাখ্যা
বিশ্লেষণ
সমস্যা
সমাধান
উন্নতবিশ্বের উদাহরণ
প্রশাসনের ভূমিকা
শিক্ষকদের ভূমিকা
শিক্ষার্থীর ভূমিকা
সুপারিশ
অ্যাসাইনমেন্ট-এর রূপরেখা
অ্যাসাইনমেন্টের রূপরেখার সর্বজন স্বীকৃত কোনো কাঠামো নেই। প্রত্যেক প্রতিষ্ঠানেরই তাদের নিজস্ব রূপরেখা বা কাঠামো থাকতে পারে। তোমার প্রতিষ্ঠানে অ্যাসাইনমেন্টের জন্য যদি নির্দিষ্ট কোনো রূপরেখা থাকে তা অবশ্যই মেনে চলতে হবে। তবে সাধারণভাবে যে বিষয়গুলো লিখতে হবে তা হলো-
ভূমিকা :
এখানে সমস্যার একটি সুস্পষ্ট বর্ণনা থাকবে। অ্যাসাইনমেন্টে ব্যবহৃত শব্দ ও পদগুলোর সংজ্ঞা থাকবে এবং সমস্যা বা অ্যাসাইনমেন্টের সীমাবদ্ধতা এখানে লিখতে হবে। তাৎপর্য ও পটভূমি এর মধ্যে থাকবে। এখানে আনুষঙ্গিক বই পত্রের পর্যালোচনা থাকতে পারে, সমস্যা বা বিষয়টির পরিধি বর্ণিত হতে পারে। ভূমিকায় পুরো অ্যাসাইনমেন্ট সম্পর্কিত মোটামুটি একটি ধারনা থাকবে।
মূল অংশ :
এই অংশে যুক্তিতর্কের মাধ্যমে বিষয়টির উত্তরণ ঘটবে। ভূমিকায় বর্ণিত সমস্যাটির প্রগতিশীল সমাধানের জন্য এখানে বিস্তারিত লেখা হয়। পুরো অ্যাসাইনমেন্টের মূল অংশ এখানে উপস্থাপিত হবে। এই অংশটিকে সচল রাখার জন্য কোনো অপ্রাসঙ্গিক কোন বিষয় নিয়ে আলোচনা করা যাবেনা।
উপসংহার :
এখানে পর্যবেক্ষণ, গবেষণা নির্বাচিত বিষয়টির ফলাফল উপস্থাপন করবে। এতে সমস্যার সমাধান ও সমস্যার সমাধানের পথনির্দেশ থাকতে পারে, সাথে সাথে সুপারিশও থাকবে।
অ্যাসাইনমেন্ট-এর শিরোনাম পৃষ্ঠা :
অ্যাসাইনমেন্ট-এর জন্য শিরোনাম পৃষ্ঠা গুরুত্বপূর্ণ। এখানে লেখার ক্ষেত্রে আসবে-
ক. বিষয়ের নাম
খ. লেখকের নাম
গ. শিক্ষকের নাম
ঘ. কোর্সের নাম
ঙ. বিভাগের নাম
চ. প্রতিষ্ঠানের নাম
ছ. লেখা জমা দেয়ার তারিখ।
অ্যাসাইনমেন্টের প্রয়োজনীয় কিছু বিষয় :
শিরোনাম পৃষ্ঠার পর বিস্তারিত সূচিপত্র দেওয়া যেতে পারে।
অ্যাসাইনমেন্ট-এর লেখা হবে অনেকটা গবেষণাধর্মী।
তবে লেখার ভাষা দুবোর্ধ্য হতে পারবেনা।
অ্যাসাইনমেন্ট লিখতে গবেষকের মন কিংবা অনুসন্ধিৎসু মনে লিখতে হবে।
গ্রুপ স্টাডি করেও অ্যাসাইনমেন্ট লেখা যেতে পারে।
প্রতিটি পৃষ্ঠার চারপাশে সুন্দর করে মার্জিন টানতে হবে।
প্রতিটি পাতার এক পাশ ব্যবহার করতে হবে।
লেখার মধ্যে বানান ভুল থাকতে পারবেনা।
লেখার মধ্যে ওভাররাইটিং করা যাবেনা।
শুধু নম্বর পাবার জন্যই নয় বাস্তবতা তুলে ধরতে যথাসম্ভব সুন্দর উপস্থাপনা প্রয়োজন।
অ্যাসানমেন্টেই হবে তোমার সৃজনশীলতার উৎকৃষ্ট দৃষ্টান্ত।
[নবম শ্রেণির গণিত ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট // Class-9 Math Assignment 6th week, নবম শ্রেণির গণিত ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট, নবম শ্রেণির গণিত অ্যাসাইনমেন্ট, ষষ্ঠ সপ্তাহের গণিত অ্যাসাইনমেন্ট, ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট, ৯ম শ্রেণির গণিত অ্যাসাইনমেন্ট, অ্যাসাইনমেন্ট লেখার সহজ পদ্ধতি, অ্যাসাইনমেন্ট লেখার নিয়ম, অ্যাসাইনমেন্ট লেখার পদ্ধতি, ৬ষ্ঠ থেকে নবম শ্রেণির গণিত অ্যাসাইনমেন্ট, প্রাইভেট শিক্ষক, private shikkhok, নবম শ্রেণির গণিতের ৪র্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট, ৪র্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট, অ্যাসাইনমেন্ট লেখার সহজ পদ্ধতি, অ্যাসাইনমেন্ট লেখার নিয়ম, অ্যাসাইনমেন্ট লেখার পদ্ধতি, ৬ষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্ট লেখার নিয়ম, অ্যাসাইনমেন্ট, how to write assignment, কীভাবে লিখব অ্যাসাইনমেন্ট, অ্যাসাইনমেন্ট কী, অ্যাসাইনমেন্ট লিখব কীভাবে, assignment, অ্যাসাইনমেন্ট এর কভার পেজ, অ্যাসাইনমেন্ট তৈরির নিয়ম, assignment writing tips, অ্যাসাইনমেন্ট লেখার পদ্ধতি, অ্যাসাইনমেন্ট কভার পেজ, প্রাইভেট শিক্ষক, Private Shikkhok, class 9 assignment math 6th week, class 9 6th week assignment, math solution, নবম শ্রেণির গনিত সমাধান ৬ষ্ঠ সপ্তাহের, ৬ষ্ঠ সপ্তাহের ৯ম শ্রেণির এ্যাসাইনমেন্ট, 6th week assignment, ]
Информация по комментариям в разработке