শীতের মধ্যে গরম গরম হেমায়েতপুর কবুতরের হাট।

Описание к видео শীতের মধ্যে গরম গরম হেমায়েতপুর কবুতরের হাট।

আসসালামু আলাইকুম,

আজকে গিয়েছিলাম হেমায়েতপুর কবুতরের হাটে। অনেক ঠাণ্ডার মধ্যেও হাটে দেখলাম অনেক ভিড়। কিছু কবুতর দেখলাম ভিডিও করলাম অনেক পরিচিত ভাইদের সাথে দেখা হলো আলহামদুলিল্লাহ ভালো লাগলো। কিন্তু হাট থেকে ফেরত আসতে দেরি হয়ে গেলো অনেক এটা ভালো লাগলো না। আশা করছি আজকের ভিডিওতে ও আপনারা পছন্দের বেশ কিছু কবুতর পাবেন।

কবুতর চ্যানেলের প্রতিটা ভিডিও কবুতর সংক্রান্ত। এই চ্যানেল আমরা যারা কবুতর পালি আমাদের জন্য। চ্যানেলের নাম যেমন কবুতর চ্যানেল তেমন এই চ্যানেলের কাজও হলো বৈচিত্রময়, দুর্লভ কবুতর ও কবুতর পালকদের পছন্দের কবুতর নিয়ে প্রতিবেদন করা।

আমরা নানান হাটে বাজারে ঘুরে কবুতর দেখি, দাম জানি, বিক্রেতা ভাইদের নম্বর নেই।

আমি মো জিল্লুর রহমান নিজেও কবুতর পালি। আমাদের ছাদে অনেক হাই ফ্লায়ার কবুতর রয়েছে এবং দেশী গিরিবাজ কবুতর রয়েছে। নানান হাটে ঘোরার পাশাপাশি প্রায়ই আমাদের কবুতরের প্রতিবেদন শেয়ার করি। আমরা যারা শখ করে কবুতর পালি আমাদের বাসার কবুতরের প্রতিবেদন ও পাওয়া যায় আমাদের কবুতর চ্যানেলে।

এছাড়াও কবুতর পালন সম্পর্কিত নানান প্রশ্নের আলোচনা হয় আমাদের সুযোগ হলেই। সর্বোপরি আমাদের কবুতর চ্যানেল আমরা যারা কবুতর পালি আমাদের সবার চ্যানেল। সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আমিন।

ধন্যবাদ
মো জিল্লুর রহমান শশী

#কবুতর #pigeon #kobutor #kabutar #kobutorkhamar #highflyingpigeons #কবুতরের_খামার #kabootar #kobitor

Комментарии

Информация по комментариям в разработке