মহান বাংলা ভাষা আন্দোলন শুরুই হয়েছিল ১৯৪৮ সাল থেকে।
সেই ১৯৪৮ সালে বাংলা ভাষা আন্দোলনের প্রথম গানটি
"ওরে ভাইরে ভাই বাংলাদেশে বাঙ্গালী আর নাই " সেই গানটি দিয়েই তখন বাংলা ভাষাভাষী জনগণকে উজ্জীবিত করা ও বাংলা ভাষা আন্দোলনকে বেগবান করা হয়েছিল। সেই কালজ্বয়ী গানের স্রষ্ঠা কবি আনিসুল হক চৌধুরী, সুর ও কন্ঠ প্রখ্যাত গণসঙ্গীত শিল্পী শেখ লুতফর রহমান।
ভাষা আন্দোলনের এই গানটি সম্মন্ধে প্রখ্যাত গণসঙ্গীত শিল্পী শেখ লুতফর রহমান, তার নিজের লেখা বই
" জীবনের গান গাই ", প্রকাশক; মফিদুল হক, সাহিত্য প্রকাশ, ঢাকা- থেকে প্রকাশিত বইয়ের ৪৬, ৪৭ ও ৪৮ পৃষ্ঠায় তিনি নিজেই লিপিবদ্ধ করে গিয়েছেন।
কবি আনিসুল হক চৌধুরীর লেখা আরেকটি উল্লেখযোগ্য ও বহুল প্রচারিত গান " রুপালী নদীরে রুপ দেইখা তোর হইয়াছি পাগল " সুর: সত্য সাহা, কন্ঠ: আব্দুল আলীম।
ঢাকা বেতারের জন্মলগ্ন থেকে কবি আনিসুল হক চৌধুরী অজস্র গান লিখে দিয়ে তখন ঢাকা বেতারকে তার অনুষ্ঠান প্রচারে অগ্রনী ভূমিকা রেখে গিয়েছিলেন।
পঞ্চাশ ও ষাট দশকে ঢাকা বেতারে যে সকল গীতিকারের গান প্রচারিত হতো কবি আনিসুল হক চৌধুরী ছিলেন তাদের অন্যতম।
শিল্পী আব্বাস উদ্দিন আহমেদ, আব্দুল আলীম, শেখ লুতফর রহমান ও আব্দুল লতিফ সহ তৎকালীন প্রতিষ্ঠিত প্রায় সব শিল্পীই তার লেখা গান গেয়েছিলেন।
এছাড়া ও তিনি সঙ্গীতায়নে নতুন নতুন শিল্পী তৈরীতে নিরলশ ভাবে কাজ করে গিয়েছেন। সঙ্গীতায়নে অনেক স্বীকৃত ও প্রতিষ্ঠিত শিল্পীকে শিক্ষক দিয়ে, নিজে গান লিখে দিয়ে ও গাওয়াতেন।
তাদের মধ্যে অন্যতম " ছায়ানট সঙ্গীত বিদ্যায়তন " এর অধ্যক্ষা ( কর্ণধার ) সনজীদা খাতুন। তার জীবনের প্রথম ও দ্বিতীয় গানের শিক্ষক ও তিনি ঠিক করে দিয়েছিলেন। এমনকি সনজীদা খাতুন তার জীবনের প্রথম বাইরের অনুষ্ঠানে গাওয়া গানটি " শিউলি ঝড়িয়া যায়,আজি ও নিরজনে " এই গানটি ও কবি আনিসুল হক চৌধুরী লিখে দিয়েছিলেন। ( গানটি আনিসুল হক চৌধুরীর লেখা
" গানে ভরে মন " বই এর ৫৫ পৃষ্ঠায় ৫৩ নং গানটি )।
সনজীদা খাতুন তার নিজের লেখা বই " অতীত দিনের স্মৃতি" ( প্রকাশক: অশোক রায় নন্দী, নবযুগ প্রকাশনী,
২/৩, প্যারীদাস রোড, বাংলা বাজার, ঢাকা)। বইরের ১৬ পৃষ্ঠায় তিনি নিজেই কবি আনিসুল হক চৌধুরী সম্মন্ধে লিখেছেন।
কবি আনিসুল হক চৌধুরীর লেখা উল্লেখযোগ্য গান:--
বাংলা ভাষা আন্দোলনের প্রথম গান
গণসঙ্গীতের উদ্বোধনী গান
বাংলাদেশের প্রথম গণসঙ্গীত
অত্যাচারের বিরুদ্ধে প্রথম গান
সাম্পাদায়িকের বিরুদ্ধে প্রথম গান
প্রথম পতাকার গান
প্রথম বৈশাখের গান
এছাড়া ও দেশপ্রেমের গান, মুক্তিযোদ্ধের গান, প্রাকৃতিক পরিবেশের গান, ভক্তিমূলক গান, বাংলা ভাষার গান, খেলা ঘড়ের গান, দ্বৈত সঙ্গীত, গাথা সঙ্গীত, কৌতুক গান, আধুনিক গান ও ইসলামী গান ছাড়া ও সকল প্রকার গান তিনি লিখে গিয়েছেন। যা তিনি তার লেখা গানের বই গুলোতে লিপিবদ্ধ করে গিয়েছেন।
তার লেখা বই:--
১। গানের বই " গানে ভরে মন " মুদ্রনে ব্যতিক্রম প্রকাশনী, কম্পিউটার কম্পোজ: বিশ্ব সাহিত্য কেন্দ্র প্রকাশ কাল ১৯৯৩ সাল।
২। গানের বই " রুপালী নদীর গান" মুদ্রনে ব্যতিক্রম প্রকাশনী, কম্পিউটার কম্পোজ: বিশ্ব সাহিত্য কেন্দ্র প্রকাশ কাল- ১৯৯৩ সাল।
৩। কবিতার বই " নিশি ভোরের ফুল " প্রকাশক: হাসনাত চৌধুরী, মুদ্রাকর: বর্ণালী এন্টারপ্রাইজ প্রেস, ৪৩, ফ্রি স্কুল ষ্ট্রীট হাতিরপুল, ঢাকা-৫ ব্লক ও প্রচ্ছদ মুদ্রাকর: ইন্টেন্ড প্রসেস ওয়ার্কস, ১৮০, টিপু সুলতান রোড, ঢাকা।
প্রকাশ কাল- ১৯৮৩ সাল।
৪। বাংলা গ্রামার বই " রচনা মঞ্জুষা " প্রকাশক: শ্রী সুবোধ কুমার দত্ত, ষ্টুডেন্টেস লাইব্রেরী, ৬৫, প্যারীদাস রোড, বাংলা বাজার, ঢাকা। ( বাংলাদেশ স্কুল টেকস্ট বুক বোর্ড কর্তৃক যাবতীয় স্কুলের, নবম ও দশম শ্রেণীর জন্য অনুমোদিত নোটিফিকেশনাল নং ১৪৪০ ( ১৫০) - প্রকা/১ বি - ৭৪/৭৪ তারিখ - ১৭.১০.১৯৭৫ ইং )
এত কিছুর স্রষ্ঠা ভাষা সৈনিক, গীতিকার, কবি, অধ্যাপক আনিসুল হক চৌধুরী প্রচার বিমুখ লোক ছিলেন।
তিনি নির্জনে নিভৃতে থেকে সারা জীবন বাংলা ভাষা, বাংলা সংস্কৃতি ও বাঙ্গালী জাতি সত্তা নিয়ে লেখালেখি ও গবেষনা করে গেছেন।
তার আরেকটি উল্লেখযোগ্য সৃষ্টি বাংলা ভাষার উপর গবেষনাধর্মী বই " বাংলার মূল " বিরল প্রতিভার অধিকারী এই ভাষা সৈনিক, গীতিকার, কবি ও অধ্যাপক আনিসুল হক চৌধুরীর নিজের কন্ঠে গাওয়া গান এই চ্যানেলে ছাড়া হলো।
Информация по комментариям в разработке